কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ব্যতিক্রমী র্যাগ ডে

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয় অর্থনীতি বিভাগের র‌্যাগ ফেস্টে। ছবি: লেখক
শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয় অর্থনীতি বিভাগের র‌্যাগ ফেস্টে। ছবি: লেখক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (বিশ্ববিদ্যালয় দশম ব্যাচ) র‌্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে গরিব ও অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে। ১৫ জানুয়ারি বেলা ১১টার দিকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। এরপর র‌্যাগ ডে উদযাপন করার আগে গরিব ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

দুই দিনব্যাপীর এ র‌্যাগ ডে উদযাপনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এমরান কবির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ে দশম ব্যাচ হিসেবে অর্থনীতি বিভাগই প্রথম কোনো প্রকার সেশনজট ছাড়া স্নাতক শেষ করেছে এবং তারা ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে যেভাবে র‍্যাগ ডে করেছে, তা প্রশংসনীয়। সবার উচিত তাদের অনুসরণ করা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের র‌্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে গরিব ও অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে। ছবি: লেখক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের র‌্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে গরিব ও অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে। ছবি: লেখক

অর্থনীতি বিভাগের সভাপতি শামীমুল ইসলাম বলেন, ‘সেশনজট ছাড়া অনার্স সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর ছিলাম। বিভাগের সব শিক্ষার্থী ও শিক্ষক আন্তরিক ছিলেন বলে নির্দিষ্ট সময়ে স্নাতক শেষ করতে পেরেছে।’ তাই এখন শিক্ষার্থীদের নিজেদের সময়কে যথাযথ ব্যবহার করে কর্মজীবনে যোগদানের প্রত্যাশা করেন বিভাগীয় প্রধান।

এদিকে সদ্য স্নাতক পরীক্ষা শেষ করা দশম ব্যাচের সিআর হেলাল উদ্দিন জানান, ‘স্যারদের আন্তরিক প্রচেষ্টায় আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম ডিপার্টমেন্ট হিসেবে অনার্স সম্পন্ন করতে পারায় অত্যন্ত আনন্দিত ও স্যারদের প্রতি কৃতজ্ঞ। আমরা এই আনন্দ স্মরণীয় করে রাখতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে “The End of the Decade” শিরোনামে র‍্যাগ ফেস্ট উদযাপন করেছি।’

‘The End of the Decade’ শিরোনামে র‌্যাগ ফেস্ট উদযাপন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ‍(বিশ্ববিদ্যালয় দশম ব্যাচ)। ছবি: লেখক
‘The End of the Decade’ শিরোনামে র‌্যাগ ফেস্ট উদযাপন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ‍(বিশ্ববিদ্যালয় দশম ব্যাচ)। ছবি: লেখক

১৯টি বিভাগের মধ্যে এই প্রথম ৩ বছর ১১ মাসে অনার্স সম্পন্ন হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের।