ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

স্বপ্নের বাংলাদেশের পক্ষ থেকে স্থানীয় ১২টি বিদ্যালয়ের ১২০ শিক্ষার্থীকে মেধা পুরস্কার দেওয়া হয়। পাগলাহাট, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, ১৮ জানুয়ারি। ছবি: বিজ্ঞপ্তি
স্বপ্নের বাংলাদেশের পক্ষ থেকে স্থানীয় ১২টি বিদ্যালয়ের ১২০ শিক্ষার্থীকে মেধা পুরস্কার দেওয়া হয়। পাগলাহাট, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, ১৮ জানুয়ারি। ছবি: বিজ্ঞপ্তি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বপ্নের বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সংবর্ধনা দিয়েছে। পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে সেখানকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ শিক্ষার্থীকে মেধা পুরস্কার দেওয়া হয়।

শনিবার বিকেলে উপজেলার পাগলাহাট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওই এলাকার ১২টি বিদ্যালয়ের ১২০ শিক্ষার্থীকে মেধা পুরস্কার, ১৯ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা এবং শিক্ষা প্রসার ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য চার ব্যক্তিকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাংসদ মো. আসলাম হোসেন সওদাগর। সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী। বেলা দুইটায় শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশিত ও মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র দেখানো হয়। সংগঠনটির নির্বাহী পরিচালক মো. ফারুক আহমেদ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সবার সামনে তুলে ধরেন। পরে মানবতা, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান ও সার্বভৌমত্বকে লালন করে সুখী, সমৃদ্ধ-উন্নত বাংলাদেশ বিনির্মাণে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।