ঢাবির শেখ ফজিলাতুন্নেছা হলে জরায়ু ক্যানসার প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ‘জরায়ু ক্যানসার প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ‘জরায়ু ক্যানসার প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ‘জরায়ু ক্যানসার প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বঙ্গমাতা হল ছাত্র সংসদের উদ্যোগে জরায়ু ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে এ আয়োজন করা হয়েছিল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার সন্ধ্যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ক্যানসার ইপিডেমিওলজি বিভাগে বিভাগীয় প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। গাইনোকোলোজিস্ট হিসেবে ছিলেন ডা. তানিয়া খালেদ, ডা. দিলরুবা ফেরদৌস ও মোসাররাত জাহান সৌরভ।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ক্যানসার ইপিডেমিওলজি বিভাগে বিভাগীয় প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। ছবি: সংগৃহীত
সেমিনারে প্রধান আলোচক ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ক্যানসার ইপিডেমিওলজি বিভাগে বিভাগীয় প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. জাকিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের অন্য সব হলের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

বঙ্গমাতা হল সংসদের ভিপি রিকি হায়দার আশা ও জিএস সারা বিনতে জামাল, সাহিত্য সম্পাদক খাদিজা শারমিন, পাঠকক্ষবিষয়ক সম্পাদক সানজিনা ইয়াসমিন, সদস্য জান্নাতুল তাজরীন, সৈয়দ মুনিয়া ইসলাম ও রুবাইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন হল সংসদের অন্য আবাসিক শিক্ষিকারা।

আয়োজনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বঙ্গমাতা হল সংসদের সমাজসেবা সম্পাদক ইসরাত জাহান ও সদস্য জান্নাতুল তাজরীন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল অডিটোরিয়ামে সেমিনারটিতে অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল অডিটোরিয়ামে সেমিনারটিতে অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ড. জাকিয়া পারভীন বলেন, জরায়ু ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে হল সংসদের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তিনি বিষয়গুলো সম্পর্কে সংকোচবোধ না করে যেকোনো সমস্যায় যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়া ও সচেতন থাকার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।

হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ‘বঙ্গমাতা হল সংসদকে সাধুবাদ জানাই এ প্রশংসনীয় উদ্যোগের জন্য। অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ হয়ে শিক্ষার্থীরা যেভাবে এ আয়োজনে উপস্থিত থেকেছেন, শেষ পর্যন্ত যেটা সত্যিই অসাধারণ।’

হল সংসদের ভিপি রিকি হায়দার আশা বলেন, জানুয়ারি মাস জরায়ু ক্যানসার সচেতনতার মাস। হল সংসদের এ আয়োজনের মধ্য দিয়ে কিছু নারী সমাজের প্রতিষ্ঠিত ট্যাবু ভেঙে তাঁদের সমস্যাগুলো নিয়ে সচেতন হয়ে আশপাশের সবাইকে সচেতন করলে আয়োজনের সার্থকতা হবে।