আইইউবিতে স্প্রিং ২০২০ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্প্রিং-২০২০ সেমিস্টারের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক।

রুবানা হক তাঁর বক্তব্যে উচ্চতর শিক্ষা ও নারীর ক্ষমতায়নের ওপর জোর দেন। তিনি বলেন, উচ্চ শিক্ষায় নারীর অংশগ্রহণ বেড়েছে, অনেক নারী পেশাদার হয়ে উঠছেন, তবে তা পর্যাপ্ত নয়। অনুষ্ঠানে এই সেমিস্টারে ভর্তি হওয়া প্রায় ১৪ শ শিক্ষার্থী এতে অংশ নেন।

আইইউবি এর উপাচার্য (ভারপ্রাপ্ত) মিলান প্যাগন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, কখনো হাল না ছাড়ার মনোভাব ধারণ, গতানুগতিক চাকরির সন্ধান না করে তারা যা চালনা করতে চান সেই ব্যাপারে উৎসাহী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, খন্দকার মো. ইফতেখার হায়দার, কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, রেজিস্ট্রার আমিনুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষায় শীর্ষে থাকা ছয় শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

*নাগরিক পাতার জন্য সংবাদটি পাঠিয়েছেন রশিদ আহমেদ রিফাত, ইইই, আইইউবি ১৫’