বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন জাককানইবির শিক্ষার্থীরা

পরিবহন–সংকট, বিভিন্ন নিয়োগে অস্বচ্ছতা, আবাসন–সংকটসহ নানান সমস্যা সমাধানে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করায় ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ছবি: মুশফিকুর রহিম
পরিবহন–সংকট, বিভিন্ন নিয়োগে অস্বচ্ছতা, আবাসন–সংকটসহ নানান সমস্যা সমাধানে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করায় ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ছবি: মুশফিকুর রহিম

পরিবহন–সংকট, বিভিন্ন নিয়োগে অস্বচ্ছতা, আবাসন–সংকটসহ নানান সমস্যা সমাধানে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করায় ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

আজ রোববার সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

পরিবহন–সংকট, উপাচার্যের প্রতিশ্রুতি অনুযায়ী বাস না দেওয়া, প্রকট হারে আবাসন–সংকট, চাকরিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, মসজিদ-মন্দিরের নির্মাণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে দিতে অবস্থান নেন ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে। বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসে জড়ো হতে থাকেন সেখানে। ‘হল চাই হল চাই’, ‘প্রশাসনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ নানা স্লোগানে মুখরিত জয় বাংলা চত্বর।

জাককানইবির শিক্ষার্থীরা নানা স্লোগান দেন ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে। ছবি: মুশফিকুর রহিম
জাককানইবির শিক্ষার্থীরা নানা স্লোগান দেন ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে। ছবি: মুশফিকুর রহিম

ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বৃহত্তর আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত বছর নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের চারটি নিজস্ব বাস আনার প্রতিশ্রুতি দেন। এখন পর্যন্ত কোনো বাসের দেখা পাওয়া যায়নি। অবশ্য শুধু বাসই নয়, উপাসনালয়, টিএসসি, অডিটোরিয়ামসহ আরও অনেক কিছুরই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। দাবি না মানা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

বিশ্ববিদ্যালয়ে দুটি হলের কাজ চলমান। প্রায় দুই বছর আগে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।

*নাগরিক পাতার জন্য সংবাদটি পাঠিয়েছেন মুশফিকুর রহিম