ওলসার নতুন সভাপতি মোসাদ্দেক আযম, মহাসচিব রাশেদুল করিম

ওলসার সভাপতি মোসাদ্দেক আযম সিদ্দিকী ও মহাসচিব রাশেদুল করিম। ছবি: সংগৃহীত
ওলসার সভাপতি মোসাদ্দেক আযম সিদ্দিকী ও মহাসচিব রাশেদুল করিম। ছবি: সংগৃহীত

দেশের ঐতিহ্যবাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকার প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড ল্যাবরেটরিয়ান্স অ্যাসোসিয়েশনের (ওলসা) কার্যনির্বাহী পরিষদে মোসাদ্দেক আযম সিদ্দিকী (ল্যাব ৬৯) নতুন সভাপতি ও রাশেদুল করিম (ল্যাব ৯১) মহাসচিব নির্বাচিত হয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার স্থানীয় একটি কনভেনশন সেন্টারে ওলসার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী পরিষদের (২০২০-২২) নাম ঘোষিত হয়েছে।

কার্যনির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন দস্তগির মো. আদেল (ল্যাব ৭১), এ কিউ এম কিবরিয়া (ল্যাব ৭৩), আহমেদ ইউসুফ আব্বাস (ল্যাব ৭৭), আসিফুল হক (ল্যাব ৭৮), সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী (ল্যাব ৮১) এবং কোষাধ্যক্ষ হয়েছেন খোন্দকার কামরুজ্জামান (ল্যাব ৭৩)।

বিভিন্ন পদে আরও নির্বাচিত হয়েছেন এ বি এম আশরাফুল ইসলাম (ল্যাব ৭৮), মো. সাইদুর রহমান (ল্যাব ৭৫), সুজা আহমেদ (ল্যাব ৮৪), সৈয়দ মো. আনদালিব (ল্যাব ৯৯), ড. নাইম আহমেদ (ল্যাব ৮২), কাজী মইনুল হক (ল্যাব ৯৯), মো. শাহজালাল (ল্যাব ৯২), এনাম আহমেদ মল্লিক (ল্যাব ৯০), অধ্যাপক মুহিবুর রহমান (ল্যাব ৭৪), এ ডি এম নুরুল মোস্তফা কায়সার (ল্যাব ৭৫), মইনুস সামাদ খান (ল্যাব ৯১), সিহাব চৌধুরী (ল্যাব ৮৮), ডা. সালাহউদ্দিন ফিরোজ (ল্যাব ৯২), মারুফ ইয়াজদানী (ল্যাব ০২), দেওয়ান মুশনাদ (ল্যাব ০৩), রাফায়েতুল হায়দার (ল্যাব ০৪), মো. আফজাল হোসেন (ল্যাব ০৭) এবং ডা. সালেহিন সাদ (ল্যাব ০৭)।