মানুষের পাশে দাঁড়ানোই যে সংগঠনের কাজ

লালমনিরহাটের কালীগঞ্জের সূর্য তারা যুব সংগঠন স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ায়। ছবি: লেখক
লালমনিরহাটের কালীগঞ্জের সূর্য তারা যুব সংগঠন স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ায়। ছবি: লেখক

সূর্য তারা যুব সংগঠন শিক্ষিত বেকারদের ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের কাজ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের তালুক শাখাতী ও খালিশা মদাতী গ্রামের ৫৩ শিক্ষিত বেকার তরুণ-যুবক এ সংগঠন গড়ে তুলেছেন।

এই সংগঠনের যুবকেরা নিজ উদ্যোগে স্বেচ্ছায় গ্রামের রাস্তা সংস্কার, মেরামত, রাস্তা পরিষ্কার করা, দরিদ্র মেয়ের বিয়েতে সাহায্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা, বিনা মূল্যে পড়ানো, কম্বল বিতরণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, বনভোজন, মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করাসহ দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকেন।

সংগঠনে রয়েছে একটি কমিটি। একটি ভাড়া করা টিনের ঘরই তাদের ছোট অফিস ঘর। সিদ্ধান্ত ও ফর্দ অনুযায়ী মাসে সংগঠনের সদস্যরা একবার বৈঠকে বসেন।

শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় সূর্য তারা যুব সংগঠন। ছবি: লেখক
শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় সূর্য তারা যুব সংগঠন। ছবি: লেখক

জানা গেছে, ২০১৬ সালে সূর্য তারা যুব সংগঠন নামে এলাকার যুবকেরা স্বেচ্ছাসেবী সংগঠনটি গঠন করেন। গ্রাম উন্নয়নের কাজ দেখে আশপাশের অন্য বেকার যুবকেরাও এগিয়ে এসেছেন। অনেক স্কুল-কলেজের ছাত্ররাও যুক্ত হয়েছেন সূর্য তারা যুব সংগঠনে। বর্তমানে এই সংগঠনে সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫৩।

এলাকার দরিদ্র পরিবারের শিশুদের বিনা মূল্য পড়ান সূর্য তারা যুব সংগঠনের সদস্যরা। ছবি: লেখক
এলাকার দরিদ্র পরিবারের শিশুদের বিনা মূল্য পড়ান সূর্য তারা যুব সংগঠনের সদস্যরা। ছবি: লেখক

সংগঠনের সদস্যরা জানান, তাঁদের পাশে সমাজের বিত্তবান মানুষ এসে দাঁড়ালে হয়তো আরও অনেক মানুষকে সেবা দিতে পারবেন।