নাচে-গানে হয়ে গেল 'পীরগঞ্জ নাইট'

‘পীরগঞ্জ নাইট’-এর আসর বসেছিল ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সেচ ভবন মিলনায়তনে। ছবি: সংগৃহীত
‘পীরগঞ্জ নাইট’-এর আসর বসেছিল ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সেচ ভবন মিলনায়তনে। ছবি: সংগৃহীত

ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪টা বাজতে ৫০ মিনিট। এরই মধ্যে কেউ জোড়া জোড়া হয়ে পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বন্ধুদের নিয়ে, আবার অনেককে দেখা গেল একাই আসতে। সবাই প্রবেশ করছেন ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সেচ ভবন মিলনায়তনে। উদ্দেশ্য, ‘পীরগঞ্জ নাইট’।

ঢাকায় বসবাসরত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার অধিবাসীদের সংগঠন পীরগঞ্জবাসী কল্যাণ সমিতি এই ‘পীরগঞ্জ নাইট’-এর আয়োজক। জানুয়ারি মাসের এক শুক্রবারে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত নাচ-গান, অভিনয়, র‌্যাফেল ড্র আর ব্যান্ড শোর মধ্য দিয়ে ‘পীরগঞ্জ নাইট-২০২০’ উদযাপিত হয়।

রাশনা শারমীন নিপুণের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সমিতির সভাপতি সোহেল রানা। এরপর পীরগঞ্জের ওপর নির্মিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ল্যাম্পপোস্ট’-এর একটি ডকুমেন্টারি দেখানো হয়। গত কয়েক বছরে পীরগঞ্জবাসী কল্যাণ সমিতির নানা কার্যক্রম ছবির মাধ্যমে একঝলকে বড় পর্দায় তুলে ধরা হয়।

ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা সাড়ে ৭টা। পুরো মিলনায়তন তখন ভরে গেছে পীরগঞ্জের মানুষে। মঞ্চে তখন উঠলেন পীরগঞ্জবাসী কল্যাণ সমিতির সদস্যরা। শুরু করলেন সংগঠনটির সংগীত, ‘আমরা পীরগঞ্জবাসী ঢাকায় থাকি/ সবাই মিলে একতা গড়ি/ এসো সুখে-দুখে/ থাকি আমরা পাশাপাশি’। গানটি শেষ হতেই মঞ্চে উঠে পীরগঞ্জের কয়েকজন খুদে শিল্পী একে একে নৃত্য পরিবেশন করে। নৃত্য শেষ হতেই ‘ঘাতক মোবাইল’ শিরোনামে একটি ছোট্ট নাটিকা পরিবেশন করা হয়।

অনুষ্ঠান চলাকালে বাইরে চলছিল গুড়গুড়িয়া, নুনাস পিঠা, চটপটি, ফুচকা, গরম পেঁয়াজি, জিলিপি, চা-কফির পর্ব। কেউ বন্ধুদের নিয়ে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে জমিয়ে গল্প করার ফাঁকে মুখরোচক এসব খাবার গিলছিলেন।

হঠাৎ মঞ্চ থেকে উপস্থাপিকা পীরগঞ্জের বউমাদের মঞ্চে আসতে বললেন। সেই সুযোগ গ্রহণ করে অনেকেই মঞ্চে ওঠেন। এরপর উপস্থাপিকা তাঁদের পীরগঞ্জের আঞ্চলিক ভাষায় কয়েক লাইন কথা বলতে বলেন। কেউ কেউ আঞ্চলিক ভাষায় কথা বলেন, আবার অনেকে কথা বলতে পারেননি। এভাবেই মজার মজার পর্বে অনুষ্ঠান এগোতে থাকে।

অনুষ্ঠানে সংগঠনের নানা দিক তুলে ধরে কথা বলেন সমিতির সাধারণ সম্পাদক নোমান কবির।

‘পীরগঞ্জ নাইট’-এ র‌্যাফল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমান জাহিদ। ছবি: সংগৃহীত
‘পীরগঞ্জ নাইট’-এ র‌্যাফল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমান জাহিদ। ছবি: সংগৃহীত

‘বাটপার’ শিরোনামে একটি নাটকও পরিবেশন করা হয়। এর মাঝে মূল আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। যদি লাইগ্যা যায়....অনেকেই একাধিক লটারি কিনেছিলেন। মোট ২৫টি পুরস্কার দেওয়ার হয় এতে।

অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চে উঠে ‘বাবু অ্যান্ড ফ্রেন্ডস’ ব্যান্ড দল। ব্যান্ড সংগীতের সঙ্গে উপস্থিত পীরগঞ্জবাসীর তরুণ থেকে বুড়োরা একসঙ্গে মঞ্চের পাশে শুরু করেন নাচ। সবশেষে পীরগঞ্জের সন্তান কণ্ঠশিল্পী জাহিনের কণ্ঠে ‘ঝাকানাকা ঝাকানাকা/ ঝাকানাকা দেহ দোলা না/ ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলা না/ মীরাবাঈ হেই...’ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের ইতি ঘটে।

পরে র‌্যাফল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমান জাহিদ।