গল্প-আড্ডায় মেতেছেন ইবির নবীন শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ৩৪টি বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী। ছবি: লেখক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ৩৪টি বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী। ছবি: লেখক

বিশ্ববিদ্যালয় একটি স্বপ্নের নাম। প্রাথমিকভাবে প্রত্যাশিত স্থানে পৌঁছে দেওয়ার মূল কেন্দ্রবিন্দু বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ক্লান্তিহীন পরিশ্রমের পর মা–বাবার মুখ উজ্জ্বল করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ৩৪টি বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী।

ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার আগ্রহ ভেসে উঠছে নবীনদের চোখে–মুখে। পুষ্পশোভিত ক্যাম্পাস দেখে মুগ্ধ নবীন শিক্ষার্থীরা। ডায়না চত্বর থেকে শুরু করে প্রান্তিক লেক পর্যন্ত নবীনদের আনাগোনা। পরিচয় পর্ব থেকে শুরু করে শীতের স্নিগ্ধ রোদে দলে দলে আড্ডায় মেতেছেন তাঁরা।

নতুন ক্যাম্পাসের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মৌরি চৌধুরী বলেন, ১ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমি আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভাইয়া ও আপুদের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি।’

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের হাফসা বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে সবুজ ইসলামী চত্বর দেখে আমি মুগ্ধ। এখানে ভর্তি হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল থেকে শুরু করে বিভিন্ন ভাস্কর্য আর টেলিভিশনে দেখার প্রয়োজন হয় না। কারণ, আমার নিজের ক্যাম্পাসই বিভিন্ন ভাস্কর্য ও অপরূপ সৌন্দর্যে ভরপুর।’

ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. রুহুল আমিন বলেন, ‘প্রথম যেদিন ভর্তি পরীক্ষা দিতে আসি ইসলামী বিশ্ববিদ্যালয়ে, সেদিনই এ ক্যাম্পাসের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে সত্যিই গর্বিত।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে ক্লাস শুরু হয় গত ২৬ জানুয়ারি। কেন্দ্রীয় অভিষেক অনুষ্ঠান (ওরিয়েন্টেশন) অনুষ্ঠিত হয় ৩ ফেব্রুয়ারি।