ত্রিশালে নুরুদ্দিন খান ওয়েলফেয়ার ট্রাস্টের বিনা মূল্যে চক্ষুশিবির

চোখে ছানি পড়েছে—এমন ১৩৮ জন রোগীর মধ্যে ৫০ জনকে অস্ত্রোপচারের জন্য ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: লেখক
চোখে ছানি পড়েছে—এমন ১৩৮ জন রোগীর মধ্যে ৫০ জনকে অস্ত্রোপচারের জন্য ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: লেখক

নুরুদ্দিন খান ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ও ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় গতকাল বুধবার ময়মনসিংহের ত্রিশালে ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে দিনব্যাপী বিনা মূলে চক্ষুশিবিরে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া জহিরুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনা মূল্যের ওই চক্ষুশিবিরে হাজারো রোগী দেখেন ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকেরা।

স্বাভাবিক রোগীদের মধ্যে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। চোখে ছানি পড়েছে—এমন ১৩৮ রোগীর মধ্যে ৫০ জনকে অস্ত্রোপচারের জন্য গতকালই ভাড়া করা পরিবহনে নেওয়া হয়েছে ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে। বাকি ৮৮ জনকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হবে আগামী ২৫ মার্চ। উৎসাহব্যঞ্জকভাবে দিনব্যাপী চক্ষুশিবিরে স্বেচ্ছাশ্রম দেন ওই গ্রামের মনিরুল হক খান, আফজাল হোসেন, নয়ন তালুকদার, দেলোয়ার হোসেন, ফারুক মণ্ডল, মোহাম্মদ তালুকদারসহ ২৫ স্বেচ্ছাসেবক।

দরিদ্র পরিবারের ৮৫ বছর বয়সী রাবেয়া খাতুনের মতো বৃদ্ধ বয়সী শিমুলিয়াপাড়া গ্রামের আয়েশা খাতুন, হেলেনা খাতুন, মোক্ষপুর ইউনিয়নের লালপুর কৈতরবাড়ী গ্রামের ৯০ বছর বয়সী আবদুল কাদের ব্যাপারী, স্থানীয় আবদুল হেকিম ও আফাজ উদ্দিন বিনা মূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ময়মনসিংহের যাওয়ার আগে নুরুদ্দিন খান ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিন যাবৎ চোখের সমস্যায় তাঁরা ভুগছিলেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা বা অপারেশন করতে পারছিলেন না।

নুরুদ্দিন খান ওয়েলফেয়ার ট্রাস্ট ময়মনসিংহের ত্রিশালে ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে দিনব্যাপী বিনা মূলে চক্ষুশিবিরে চিকিৎসাসেবা দিয়েছে। ছবি: লেখক
নুরুদ্দিন খান ওয়েলফেয়ার ট্রাস্ট ময়মনসিংহের ত্রিশালে ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে দিনব্যাপী বিনা মূলে চক্ষুশিবিরে চিকিৎসাসেবা দিয়েছে। ছবি: লেখক

এদিকে সামাজিক দায়বদ্ধতা থেকে ধানীখোলা ইউনিয়নসহ সাধারণ মানুষকে নিয়মিত চিকিৎসাসেবা দিচ্ছে নুরুদ্দিন খান ওয়েলফেয়ার ট্রাস্ট। প্রতি শুক্রবার ওই ট্রাস্টের উদ্যোগে স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে একজন নারী ও একজন পুরুষ চিকিৎসক তিন শতাধিক রোগী দেখে থাকেন। রোগীদের মধ্যে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং জটিল রোগীদের ক্ষেত্রে ময়মনসিংহ অথবা ঢাকায় নিয়ে ট্রাস্টের অর্থায়নে উন্নত চিকিৎসা দেওয়া হয় বলে জানান ট্রাস্ট চেয়ারম্যানের ছেলে নাঈমুল হক খান।