রাজধানীতে রং-তুলিতে 'একুশ'কে তুলে ধরবে শিশু-কিশোরেরা

রং–তুলির আঁচড়ে একুশে ফেব্রুয়ারিকে তুলে ধরার আয়োজন করেছে রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব। ছবি: সংগৃহীত
রং–তুলির আঁচড়ে একুশে ফেব্রুয়ারিকে তুলে ধরার আয়োজন করেছে রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব। ছবি: সংগৃহীত

রং–তুলির আঁচড়ে একুশে ফেব্রুয়ারিকে ফুটিয়ে তুলবে এ প্রজন্মের শিশু-কিশোরেরা। এ লক্ষ্যে ‘রং মশাল’ নামের একটি ‘চিত্রাঙ্কন’ প্রতিযোগের আয়োজন করেছে রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব।

ছবি আঁকার বিষয়বস্তু হিসেবে রয়েছে ভাষা আন্দোলন, বইমেলা ও বঙ্গবন্ধু। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন এ প্রতিযোগিতায়। ছবি জমা দেওয়া যাবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর্ট স্কেচ, প্যাস্টেল রং, অ্যাক্রিলিক রং, জলরং যেকোনোটিই হতে পারে ছবি আঁকার মাধ্যম।

তিনটি বিভাগ থেকে সেরা ২১ ছবি প্রদর্শনীর জন্য নির্বাচন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে করা একটি বিচারক দল। আর সেরাদের সেরা তিনজনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ।

আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সভাপতি আসিফ হাসান বলেন, ‘এ সময়ের কিশোর ও শিশুদের একুশ নিয়ে ভাবনাকে আমরা ক্যানভাসে তুলে ধরতে চাই। এ ছাড়া অমর একুশে গ্রন্থমেলা একুশের চেতনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই এটিও থাকছে প্রতিযোগের বিষয় হিসেবে।’