কর্মমুখী শিক্ষায় দক্ষ মানবসম্পদ গড়তে চালু হচ্ছে ইউসেট

সংবাদ সম্মেলনে উপস্থিত (বাঁ থেকে) ট্রাস্টি বোর্ডের সদস্য সায়কা শরমীন, ইউসেট ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা কাজী খলীকুজ্জামান আহমদ, ইউসেটের  ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন, বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর ড. তানভীর আহমেদ খান এবং ট্রাস্টি বোর্ডের সম্পাদক প্রকৌশলী এম. সিরাজুল ইসলাম। ছবি: লেখক
সংবাদ সম্মেলনে উপস্থিত (বাঁ থেকে) ট্রাস্টি বোর্ডের সদস্য সায়কা শরমীন, ইউসেট ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা কাজী খলীকুজ্জামান আহমদ, ইউসেটের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. তানভীর আহমেদ খান এবং ট্রাস্টি বোর্ডের সম্পাদক প্রকৌশলী এম. সিরাজুল ইসলাম। ছবি: লেখক

গত শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শহীদ হানিফ খান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। ইউসেটের স্থায়ী ক্যাম্পাস হবে কুমিল্লার মেঘনায়।

গ্রামীণ ও শহুরে মধ্যবিত্ত, নিম্ন–মধ্যবিত্ত এমনকি নিম্ন–মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার সুযোগ নিশ্চিত করবে ইউসেট।

ইউসেটের প্রধান উপদেষ্টা কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা শিখবে, চিন্তা করার ক্ষমতা অর্জন করবে, করার মধ্য দিয়ে সমস্যার সমাধান করে কর্মক্ষেত্রে ভিন্নতার দৃষ্টান্ত স্থাপন করবে। কর্মমুখী শিক্ষাটাই এখানে মুখ্য হলেও মানবিক দিক উপেক্ষিত নয় অন্তর্ভুক্ত থাকছে। আমরা চাই শিক্ষার্থীরা সুনাগরিক হোক এবং কাজের বাজারে নিজেদের যোগ্যতা প্রমাণ করে নিজের স্থান করে নেবে। সে লক্ষ্যেই এ বিশ্ববিদ্যালয় হচ্ছে।’

লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, চতুর্থ শিল্পবিপ্লব সফল করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পের সঙ্গে সমন্বয় করতে হবে। নইলে এ বিপ্লবের সুফল মিলবে না। তাই আমরা এর সুফল অর্জনের সহযোগী হতে দেশের প্রথম স্কিল এনচিরমেন্ট অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি। তিনি বলেন, ‘আমরা গতানুগতিক শিক্ষা কার্যক্রমের বাইরে ব্যবহারিক ও কর্মমুখী কোর্স ডিজাইনে গুরুত্ব দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায়োগিক দিকটির গুরুত্ব অনুধাবন করে রাখা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট।’

মোয়াজ্জেম হোসেন বলেন, ইউসেটের অস্থায়ী ক্যাম্পাস বাণিজ্যনগরী নারায়ণগঞ্জে স্থাপন করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস হবে কুমিল্লার মেঘনায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তানভীর খান জানান, ইউসেট গত ২৮ আগস্ট সরকারি অনুমোদন লাভ করে। ৫ ফেব্রুয়ারি চারটি বিভাগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইংরেজি সাহিত্য, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও অর্থনীতি বিভাগে শিক্ষার্থী ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি পেয়েছি।

তানভীর খান বলেন, ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুমোদনের অপেক্ষায় রয়েছে।