জাহাঙ্গীরনগরে বিতর্ক প্রতিযোগিতায় জয়ী ডিইউডিএস

জেইউডিও আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ৩১টি দলকে পেছনে ফেলে বিজয়ী হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। ছবি: সৌজন্য
জেইউডিও আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ৩১টি দলকে পেছনে ফেলে বিজয়ী হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। ছবি: সৌজন্য

পর্দা নামল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতার। দুই সপ্তাহব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। রানার্সআপ হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

আজ রোববার গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে ৩২ টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত যুক্তির এ লড়াই শেষ হয়।

জেইউডিও এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা সংসদীয় ধারার এ প্রতিযোগিতায় ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকেরা অংশ নেন। গ্র্যান্ড ফাইনালের সেরা বিতার্কিকের খেতাব ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ পেয়েছেন ডিইউডিএসের ওমর রাদ চৌধুরী। আর ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন একই দলের শাহরিয়ার আহমেদ।