ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধু গ্রন্থাগার' উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু গ্রন্থাগার’ উদ্বোধন করেন উপাচার্য মো. হারুন উর রশিদ আসকারী। এ সময় খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ রেবা মণ্ডলও উপস্থিত ছিলেন।  ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু গ্রন্থাগার’ উদ্বোধন করেন উপাচার্য মো. হারুন উর রশিদ আসকারী। এ সময় খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ রেবা মণ্ডলও উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু গ্রন্থাগার’–এর উদ্বোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে এ গ্রন্থাগারের উদ্বোধন করেন উপাচার্য মো. হারুন উর রশিদ আসকারী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর হল প্রাধ্যক্ষ রেবা মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য হারুন উর রশিদ আসকারী। হলের আবাসিক শিক্ষক মাহবুবা সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মোহাম্মাদ নাছির উদ্দীন, সহকারী অধ্যাপক মো. নাসিমুজ্জামান, প্রভাষক শ্যাম সুন্দর সরকার।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু গ্রন্থাগার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করল। আমি মনে করি, এখানে অসংখ্য গ্রন্থ থাকবে। এসব গবেষণা, উপন্যাস, সাহিত্য এবং কবিতায় তোমরা জাতির পিতাকে বারবার নতুন মাত্রিকতায় আবিষ্কার করবে। তোমরা বিস্মিত হবে, কল্পিত হবে যে এ রকম একজন বড় মানুষের দেশে তোমাদের জন্ম।’

দীর্ঘদিন গ্রন্থাগার বন্ধ থাকার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ওপর লিখিত ২১৮টি বইসহ পাঁচ শতাধিক বইয়ের সংযোজন করে এটি উদ্বোধন করা হয়। এ সময় উপাচার্য তাঁর লেখা দুটি বই ‘নাইনটিন সেভেনটি ওয়ান’ ও ‘বাংলাদেশের সমকালীন সমাজ ও রাজনীতি’ গ্রন্থাগারে উপহার দেন।

এ ছাড়া প্রাধ্যক্ষ রেবা মণ্ডলকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট গঠিত বঙ্গবন্ধু কাউন্সেলিং সেলের উদ্বোধন করা হয়।