ভালোবাসা দিবসে গাইবান্ধার তরুণ-তরুণীদের অনন্য উদ্যোগ

বিশ্ব ভালোবাসা দিবসের ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিতে গাইবান্ধার রাস্তায় নেমেছিলেন একঝাঁক তরুণ-তরুণী। ছবি: লেখক
বিশ্ব ভালোবাসা দিবসের ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিতে গাইবান্ধার রাস্তায় নেমেছিলেন একঝাঁক তরুণ-তরুণী। ছবি: লেখক

বিশ্ব ভালোবাসা দিবসের ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন গাইবান্ধার একঝাঁক তরুণ-তরুণী। তাঁদের সবার গায়ে সবুজ রঙের টি-শার্ট। টি-শার্টের সামনে পেছনে লেখা আছে ‘Love for all’ (সবার জন্য ভালোবাসা)। আর সবার হাতে লাল গোলাপ। যেখানে যাকে পাচ্ছেন, তার হাতে একটি লাল গোলাপ ধরিয়ে দিয়ে ভালোবাসা ব্যক্ত করছেন এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশন নামের সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

১৪ ফেব্রুয়ারি বিকেলে গাইবান্ধা জুম বাংলাদেশ স্কুল থেকে সংগঠনটির তরুণ-তরুণীরা এক পদযাত্রার মাধ্যমে সবাইকে লাল গোলাপ দেওয়া শুরু করেন। বিভিন্ন পেশার সাধারণ মানুষকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান তাঁরা।

গাইবান্ধার সাধারণ মানুষ, চা-দোকানি, নিরাপত্তাকর্মী, পুলিশ, ট্রাফিক পুলিশ, পরিচ্ছন্নতাকর্মীসহ সব ধরনের পেশাজীবী মানুষকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি: লেখক
গাইবান্ধার সাধারণ মানুষ, চা-দোকানি, নিরাপত্তাকর্মী, পুলিশ, ট্রাফিক পুলিশ, পরিচ্ছন্নতাকর্মীসহ সব ধরনের পেশাজীবী মানুষকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি: লেখক

পরে দল বেঁধে গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সাধারণ মানুষ, চা-দোকানি, নিরাপত্তাকর্মী, পুলিশ, ট্রাফিক পুলিশ, পরিচ্ছন্নতাকর্মীসহ সব ধরনের পেশাজীবী মানুষকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান।

গাইবান্ধা রেলস্টেশন এলাকায় সংগঠনটির রয়েছে ৫টি স্কুল। ছবি: লেখক
গাইবান্ধা রেলস্টেশন এলাকায় সংগঠনটির রয়েছে ৫টি স্কুল। ছবি: লেখক

সংগঠনটির উদ্দেশ্য কী, তা জানতে চাইলে সংগঠনের উদ্যোক্তারা বলেন, ভালোবাসা দিবস মানে সবাই মনে করেন, এ ভালোবাসা কেবল প্রেমিক-প্রেমিকার জন্যই। মানুষের এই গতানুগতিক ধারণাকে পাল্টে দিতেই আমাদের প্রয়াস। আমরা চাই সবাই সবাইকে ভালোবাসুক। ভালোবাসা দিবসে সবাইকে ফুল দেওয়া তরুণ-তরুণীরা জানান, ভালোবাসাকে সমাজের সব পেশাজীবীর প্রতি নিবেদনের মাধ্যমে তাঁরা এটাই বোঝাতে চান যে আসলে ভালোবাসা কখনো এককেন্দ্রিক হতে পারে না। সবার ভালোবাসা সবার জন্য থাকা শ্রেয়।

তরুণ-তরুণীদের সবার গায়ে ছিল সবুজ রঙের টি-শার্ট। টি-শার্টের সামনে পেছনে লেখা আছে ‘Love for all’। ছবি: লেখক
তরুণ-তরুণীদের সবার গায়ে ছিল সবুজ রঙের টি-শার্ট। টি-শার্টের সামনে পেছনে লেখা আছে ‘Love for all’। ছবি: লেখক

এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশন মূলত চার বছরের বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল পথশিশুদের নিয়ে কাজ করছে। জুম বাংলাদেশ স্কুল কয়েকটি সুবিধাবঞ্চিত, ছিন্নমূল পথশিশুদের স্কুল আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় সাড়ে চার শ পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুর লেখাপড়ার পাশাপাশি স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছে জুম বাংলাদেশ। জুম বাংলাদেশ নামে এ সংগঠন গাইবান্ধার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যেও শিক্ষার আলো ছড়াচ্ছে। গাইবান্ধা রেলস্টেশন এলাকায় এ সংগঠনের রয়েছে জুম বাংলাদেশ নামে একটি স্কুল। এ ছাড়া ঢাকাতেও পাঁচটি শাখা রয়েছে।

সংগঠনের পরোক্ষ এবং প্রত্যক্ষ হাজারো সদস্যের সবাই বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী।