ভাষার মাসে ডাকসুর মাতৃভাষা উৎসব

ভাষার মাসে ‘ভাষা উৎসব ২০২০’-এর আয়োজন করা হয়েছে। বাংলাভাষাসহ সকল ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিসত্তার (আদিবাসী) মাতৃভাষাকে উৎসর্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীদের যৌথভাবে এ আয়োজন করছে।

আগামী রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে এ আয়োজন বসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সবুজ চত্বরে।

ভাষার মাসে ভাষা উৎসবের আয়োজন করছে ডাকসু ও ঢাবি আদিবাসী শিক্ষার্থীরা। ছবি: ডাকসুর সৌজন্য
ভাষার মাসে ভাষা উৎসবের আয়োজন করছে ডাকসু ও ঢাবি আদিবাসী শিক্ষার্থীরা। ছবি: ডাকসুর সৌজন্য

ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন ও সদস্য যোশীয় সাংমা চিবল জানান, সাহিত্য পত্রিকায় বাংলাভাষার পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাক, বম, ম্রো, গারো, সাঁওতাল, হাজং, রাখাইন, মণিপুরিসহ বিভিন্ন ভাষার গল্প, কবিতা ও প্রবন্ধসহ সাহিত্যকর্ম প্রকাশিত হবে।

ভাষা উৎসব উপলক্ষে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করা হবে। সেই সঙ্গে টিএসসির মুক্ত প্রাঙ্গণে আয়োজিত উৎসবে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ মাতৃভাষায় গান, নাচ, কবিতা, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।

[email protected] ঠিকানায় লেখা পাঠানো যাবে। অনধিক ২০০০ শব্দের লেখা পাঠানোর শেষ সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত।