শিশু-কিশোরদের ক্যানভাসে 'একুশ'

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘রঙ মশাল’ নামের ‘চিত্রাঙ্কন’ প্রতিযোগের আয়োজন করে ‘বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব’। ছবি: লেখক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘রঙ মশাল’ নামের ‘চিত্রাঙ্কন’ প্রতিযোগের আয়োজন করে ‘বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব’। ছবি: লেখক

রংতুলি দিয়ে একুশে ফেব্রুয়ারিকে ফুটিয়ে তুলেছে এ প্রজন্মের শিশু-কিশোরেরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘রঙ মশাল’ নামের একটি ‘চিত্রাঙ্কন’ প্রতিযোগের আয়োজন করে রাজধানীর ‘বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব’। সেরা একুশটি ছবি নিয়ে আয়োজন করা হয় প্রদর্শনীর।

কলেজ মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল আটটায় প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যক্ষ লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ। দিনভর প্রদর্শনী ঘিরে শিশু–কিশোরের উপস্থিতি ছিল। একদিকে তর্জনী তুলে স্বাধীনতার ডাক দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অন্যদিকে রাষ্ট্রভাষার দাবিতে পথে মিছিল। একুশের হাত ধরে স্বাধীনতা—বাঙালির মুক্তিসংগ্রাম যেন মিশে গেছে একই পথে। এভাবেই একুশের গৌরবকে তুলে ধরেছে শিশু-কিশোরেরা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘রঙ মশাল’ নামের ‘চিত্রাঙ্কন’ প্রতিযোগের আয়োজন করে ‘বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব’। ছবি: লেখক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘রঙ মশাল’ নামের ‘চিত্রাঙ্কন’ প্রতিযোগের আয়োজন করে ‘বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব’। ছবি: লেখক

অনেকেই এসেছে মা–বাবার হাত ধরে। আর বিস্ময় চোখে দেখছেন একুশের গৌরবকে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী প্রাঙ্গণ সরকার বলে, ‘এখানে এসে আমি অনেক আনন্দ করেছি। আমার ছবি আঁকতে অনেক ভালো লাগে। আজ আমি হাতে রং মেখে একুশে ফেব্রুয়ারি লিখেছি। ভাষাশহীদদের গল্প শুনেছি।’

প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে অংশ নেয় এ প্রতিযোগিতায়। স্কেচ, প্যাস্টেল রং, অ্যাক্রিলিক রং, জলরঙে আঁকা অসংখ্য ছবি থেকে তিনটি বিভাগে সেরা আঁকিয়ে নির্বাচিত হয় ঋষভ শীল হৃদ্ধি (প্রথম শ্রেণি), তাজিয়া তাহসিন (নবম শ্রেণি), মারুফা আক্তার রিতু (একাদশ শ্রেণি)।

‘ক’ বিভাগে সেরা আঁকিয়ে ঋষভ শীল হৃদ্ধি জানায়, ‘আমার আঁকা ছবি দেয়ালে টানানো দেখে আমার মা–বাবা খুব খুশি হয়েছে, আমার অনেক ভালো লেগেছে।’

‘ক’ বিভাগে সেরা আঁকিয়ে ঋষভ শীল হৃদ্ধি। ছবি: লেখক
‘ক’ বিভাগে সেরা আঁকিয়ে ঋষভ শীল হৃদ্ধি। ছবি: লেখক

ছবি আঁকার পাশাপাশি চলছিল ‘আমার চোখে বঙ্গবন্ধু’ নামক গল্প বলার পর্ব।

স্কুল–কলেজপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে একুশের চেতনা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে করা এ আয়োজন বড়দের কাছেও প্রশংসা পেয়েছে। প্রতিযোগিতায় সেরা ২১ জন প্রতিযোগীর জন্য কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান ক্লাবটির সভাপতি মুহাম্মদ আসিফ হাসান।