কুবি সাংবাদিক সমিতির সভাপতি তানভীর, সম্পাদক বিপ্লব

কুবিসাসের সভাপতি তানভীর সাবিক ও সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব।
কুবিসাসের সভাপতি তানভীর সাবিক ও সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোটে ৯ সদস্যের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর সাবিক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদাত বিপ্লব।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বেলা ২টার দিকে ভোট গণনা শেষে প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, গণিত বিভাগের প্রভাষক মো. জনি আলম, শিক্ষক সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ ও সাংবাদিক আবু মুসা প্রমুখ।

কমিটি সহসভাপতি আবু বকর রায়হান (দৈনিক সমকাল), যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব), অর্থ-সম্পাদক জয়নাল আবেদিন (দৈনিক মানবজমিন), দপ্তর সম্পাদক খালেদ মোর্শেদ (দৈনিক খোলা কাগজ), তথ্য ও পাঠাগার সম্পাদক ফরহাদুর রহমান (দৈনিক কালেরকণ্ঠ) এবং কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন মাহি (দি নিউ নেশন) ও জান্নাতুল ফেরদৌস (দৈনিক ইত্তেফাক) নির্বাচিত হয়েছেন।

নতুন এ কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।