কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইএসইর শিক্ষার্থীরা ক্লাস রুমের দাবিতে আন্দোলনে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও প্রকৌশল (ইএসই) বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

পর্যাপ্ত ক্লাসরুম ও ল্যাব রুমের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে শুরু হয় এই অবস্থান কর্মসূচি। এতে যোগ দেয় ইএসই বিভাগের সব শিক্ষার্থী। এ সময় তাদের হাতে নানান ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। ‘ল্যাব ব্যতীত ইঞ্জিনিয়ার, তামাশা কত আর!, আর আশ্বাস মানি না, ক্লাসরুম ছাড়া যাচ্ছি না’ ছাড়াও বিভিন্ন প্রতিবাদী বাক্য ও ছন্দে ভরপুর সব প্ল্যাকার্ড। এ সময় আন্দোলনকারীরা একযোগে নানা স্লোগান দেয়।

জানা যায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে পরিবেশবিজ্ঞান ও প্রকৌশল (ইএসই) বিভাগটি চালু হয়। বর্তমান ব্যাচ সংখ্যা ৫ টি। কিন্তু পাঁচ ব্যাচে প্রায় দুই শত শিক্ষার্থী থাকলেও ক্লাসরুম মাত্র দুটো। ল্যাব রুম নেই একটিও। অন্য একটি রুমে অনেক সমস্যার সম্মুখীন হয়ে ল্যাব ক্লাস করতে হয় শিক্ষার্থীদের।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হয়েও একটা ভালো ল্যাব রুম নেই। এটি ভাবতেও অবাক লাগে। দুই শ শিক্ষার্থীর জন্য মাত্র দুটি ক্লাসরুম থাকায় ঠিকভাবে ক্লাস করতেও সমস্যা হয়। এই অবস্থায় আর আশ্বাস নয়, পর্যাপ্ত ক্লাসরুম নিশ্চিত করেই আমরা এখান থেকে উঠব।

পাঁচ ব্যাচে দুই শত শিক্ষার্থীদের জন্য ক্লাস রুম দুটো, ল্যাব রুম নেই। তাই অবস্থান কর্মসূচিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইএসই বিভাগের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
পাঁচ ব্যাচে দুই শত শিক্ষার্থীদের জন্য ক্লাস রুম দুটো, ল্যাব রুম নেই। তাই অবস্থান কর্মসূচিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইএসই বিভাগের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আসেন। তিনি বলেন, আমরা তোমাদের অবস্থান সম্পর্কে অবগত। তোমরা আসলেই খুব একটা ভালো অবস্থানে নেই। এই অবস্থায় তাৎক্ষণিক যেটুকু সমাধান করা সম্ভব আমরা চেষ্টা করছি। ল্যাব করার জন্য একটি কক্ষ ও ক্লাস করার জন্য তিনটি অস্থায়ী কক্ষ পাচ্ছে ইএসই বিভাগ।

পরিবেশবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী বলেন, একটিমাত্র অস্থায়ী খুব ছোট ল্যাব রুম আছে। কিন্তু সেখানে কাজ করতে অনেক সমস্যা হয়। আপাতত শিক্ষার্থীরা প্রক্টর স্যারের বক্তব্য মেনে নিয়ে ক্লাসে ফিরে আসবে। তিনি আরও বলেন, সমস্যা কিছু থাকবেই, সবকিছু মিলিয়েই চলতে হবে। আস্তে আস্তে ল্যাব, ক্লাসরুম সব হবে, শিক্ষার্থীরা ভালোভাবে ক্লাস করতে পারবেন।

লেখক: শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়