ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের জন্য আইটি কর্মশালা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার প্রকৌশল বিভাগের নতুন শিক্ষার্থীদের জন্য ‘Learn Practice and Apply’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছিল। ছবি: মুমিন জোবায়ের
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার প্রকৌশল বিভাগের নতুন শিক্ষার্থীদের জন্য ‘Learn Practice and Apply’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছিল। ছবি: মুমিন জোবায়ের

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার প্রকৌশল বিভাগের নতুন শিক্ষার্থীদের নিয়ে গতকাল বুধবার ‘Learn Practice and Apply’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার প্রকৌশল বিভাগ এবং ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়েছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে।

বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট স্লাইড নিয়ে রীতিমতো হিমশিম খায়। এসব সমস্যার সমাধান দিতেই ‘Learn Practice and Apply’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। সেখানে হাতে–কলমে দেখানো হয় কীভাবে প্রেজেন্টেশন দিতে হয়, কীভাবে পাওয়ার পয়েন্টে স্লাইড বানাতে হয় এবং কীভাবে গুগল সাইট বানাতে হয়।

ড্যাফোডিল বন্ধুসভার সহসভাপতি মেহতাবিন মৌ–এর সঞ্চালনায় পাওয়ার পয়েন্ট স্লাইড বানানোর খুঁটিনাটি বিষয় তুলে ধরেন সফটওয়্যার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আজিজ। প্রেজেন্টেশনের বিভিন্ন দিক, নিয়মনীতি এবং কলাকৌশল শিক্ষার্থীদের সামনে বিস্তারিত আলোচনা করেন ড্যাফোডিল বন্ধুসভার উপদেষ্টা মারুফ ইসলাম। এ ছাড়া গুগলের বিভিন্ন সেবা এবং সহজে গুগল সাইট কীভাবে বানানো যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার সাবেক আইটি–বিষয়ক সম্পাদক মারকাজুল হাসনাইন।

‘Learn Practice and Apply’ শীর্ষক কর্মশালায় শিক্ষার্থীদের হাতে–কলমে দেখানো হয় কীভাবে প্রেজেন্টেশন দিতে হয়, কীভাবে পাওয়ার পয়েন্টে স্লাইড বানাতে হয় এবং কীভাবে গুগল সাইট বানাতে হয়। ছবি: মুমিন জোবায়ের
‘Learn Practice and Apply’ শীর্ষক কর্মশালায় শিক্ষার্থীদের হাতে–কলমে দেখানো হয় কীভাবে প্রেজেন্টেশন দিতে হয়, কীভাবে পাওয়ার পয়েন্টে স্লাইড বানাতে হয় এবং কীভাবে গুগল সাইট বানাতে হয়। ছবি: মুমিন জোবায়ের

কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার প্রকৌশল বিভাগের সহকারী প্রধান এস এম মতিউর রহমান। তিনি শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন এবং কর্মশালার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সফটওয়্যার প্রকৌশল বিভাগের শিক্ষক ফজলে রাব্বি, রাজীব মিয়া এবং সৈয়দ আসাদুজ্জামান। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষেপে প্রেজেন্টেশন দেওয়া, পাওয়ার পয়েন্টে স্লাইড বানানো বিষয়ে বক্তব্য দেন। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে নতুনদের জন্য এমন কর্মশালা নতুন শিক্ষার্থীদের জন্য সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। কর্মসূচি পরিচালনায় ছিলেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সজীব, তিতাস, আল আমিন, তন্বী, সাকিব, হৃত্তিক, আশা, মুমিনসহ আরও অনেকে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের নিয়ে ‘Learn Practice and Apply’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছিল। ছবি: মুমিন জোবায়ের
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের নিয়ে ‘Learn Practice and Apply’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছিল। ছবি: মুমিন জোবায়ের

কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

লেখক: শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়