ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের দশকপূর্তিতে নানা আয়োজন

৯ বছর শেষে দশকে পদার্পণ উপলক্ষে ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’–এর শোভাযাত্রা। ছবি: সংগৃহীত
৯ বছর শেষে দশকে পদার্পণ উপলক্ষে ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’–এর শোভাযাত্রা। ছবি: সংগৃহীত

প্রাচীন, নির্বাক ও শক্তিশালী শিল্পমাধ্যম ‘মূকাভিনয়’চর্চায় রত একটি সংগঠনের নাম ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’। এ শিল্পকে সারা দেশে প্রতিষ্ঠিত ও বিকশিত করার প্রত্যয় নিয়ে ২০১১ সালে ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় ‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ স্লোগানে পথচলা এ সংগঠনের।

ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে স্ট্রিট শো শেষে সংগঠনটির দিনব্যাপী উদ্‌যাপন কর্মসূচি সমাপ্ত হয়। ছবি: সংগৃহীত
ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে স্ট্রিট শো শেষে সংগঠনটির দিনব্যাপী উদ্‌যাপন কর্মসূচি সমাপ্ত হয়। ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য ৯ বছর শেষে আজ বৃহস্পতিবার এক দশকে পদার্পণ করল ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’। এ উপলক্ষে সকালে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী উদ্‌যাপন কর্মসূচি শুরু হয়। আনন্দ শোভাযাত্রা বের করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সম্মানিত মডারেটর ফাদার তপন ডি’রোজারিও, যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন শান্তা তাওহিদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার।

‘মূকাভিনয়’চর্চার সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’–এর দশকপূর্তির পোস্টার। ছবি: সংগৃহীত
‘মূকাভিনয়’চর্চার সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’–এর দশকপূর্তির পোস্টার। ছবি: সংগৃহীত

কর্মসূচির অংশ হিসেবে পরে আলোচনা সভা এবং দেশের সাংস্কৃতিক অঙ্গণে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয় এক অনুষ্ঠানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে স্ট্রিট শো ও সন্ধ্যায় টিএসসির পায়রা চত্বরে মূকাভিনয় প্রদর্শনের মাধ্যমে সংগঠনটির দিনব্যাপী উদ্‌যাপন কর্মসূচি সমাপ্ত হয়।

ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন এর আগে দেশ ও বিদেশের ঘটে যাওয়া বিভিন্ন ইস্যুতে নির্বাক প্রতিবাদসহ সমাজসচেতনতায় ভূমিকা রেখে আসছে। পথচলার মাত্র ৯ বছরে সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব আয়োজনসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভাগ ও জেলা শহরে ৬০০টির মতো মূকাভিনয় প্রদর্শনী করেছে। একই সঙ্গে পুরস্কৃত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে এবং সুনামও কুড়িয়েছে বেশ। ইতিমধ্যে আর্মেনিয়া, চীন, দক্ষিণ কোরিয়া এবং ভারতে মূকাভিনয় প্রদর্শনীতে অংশ নিয়ে মূকাভিনয়ে দেশের শক্ত অবস্থান জানান দেয় সংগঠনটি।