লন্ডনে হয়ে গেল 'মুক্তিযুদ্ধে রেডিও'-র প্রকাশনা উৎসব

‘মুক্তিযুদ্ধে রেডিও’ বইটির মোড়ক উন্মোচন করেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেসমিনিস্টার আশিকুন নবী চৌধুরী। বইটির লেখকদের মধ্যে ভারতীয় গবেষক প্রিয়জিৎ দেবসরকার এবং বাংলাদেশি লেখক ইসলাম খান এ সময় উপস্থিতি ছিলেন। ছবি: লেখক
‘মুক্তিযুদ্ধে রেডিও’ বইটির মোড়ক উন্মোচন করেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেসমিনিস্টার আশিকুন নবী চৌধুরী। বইটির লেখকদের মধ্যে ভারতীয় গবেষক প্রিয়জিৎ দেবসরকার এবং বাংলাদেশি লেখক ইসলাম খান এ সময় উপস্থিতি ছিলেন। ছবি: লেখক

মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসরের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে লন্ডনের সেন্ট জেমস পার্কের তাজ হোটেলে ‘মুক্তিযুদ্ধে রেডিও’ বইটির মোড়ক উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘মুক্তিযুদ্ধে রেডিও’ বইটি স্বপ্ন ’৭১–এর দশম সংখ্যা। ৪৬৪ পৃষ্ঠার বইটির ৭২ জন লেখকের মধ্যে ভারতীয় গবেষক প্রিয়জিৎ দেবসরকার এবং বাংলাদেশি লেখক ইসলাম খানের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেসমিনিস্টার আশিকুন নবী চৌধুরী। বইটি সম্পাদনা করেছেন আবু সাঈদ। প্রকাশ করেছে স্বপ্ন ’৭১ এবং মুক্ত আসর।

মুক্ত আসরের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি বিকেলে লন্ডনের সেন্ট জেমস পার্কের তাজ হোটেলে ‘মুক্তিযুদ্ধে রেডিও’ বইটির মোড়ক উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: লেখক
মুক্ত আসরের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি বিকেলে লন্ডনের সেন্ট জেমস পার্কের তাজ হোটেলে ‘মুক্তিযুদ্ধে রেডিও’ বইটির মোড়ক উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: লেখক

আশিকুন নবী চৌধুরী ‘মুক্তিযুদ্ধে রেডিও’ বইটির সম্পাদক ও লেখকদের এ ধরনের গুরুত্বপূর্ণ গবেষণাধর্মী বইটির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বইটি বাংলাদেশের সব লাইব্রেরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রাপ্তি ও পড়ার সুযোগ করে দেওয়া হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক লেখার অভাব এই বই অনেকটাই পূরণ করবে বলে তিনি মনে করেন। একই সঙ্গে এই ধরনের তথ্যবহুল বই যেন ইংরেজি ভাষায় প্রকাশের ব্যবস্থা করে বিদেশে ছড়িয়ে দেওয়া যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য লেখক ও প্রকাশকের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি, প্রমোশন অ্যান্ড প্রিভেনশনের ফাউন্ডার এবং সিইও ইমরান এ চৌধুরী, ডকল্যান্ডস থিয়েটার এবং পারফর্মিং আর্টসের চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, কবি ও অ্যাকটিভিস্ট লিপি হালদার, নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও চ্যানেল এসের সাংবাদিকের উপস্থিত ছিলেন।