অনলাইন শিক্ষাবৃত্তি 'এডুহাইভ স্কলার্স'-এর ফল প্রকাশ

অনলাইনভিত্তিক শিক্ষাবৃত্তি ‘এডুহাইভ স্কলার্স’-এর মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এডুহাইভের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। আগামী ১৪ জুন এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে শিক্ষাবৃত্তির পুরস্কার তুলে দেওয়া হবে।

এডুহাইভ স্কলার্সের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সঙ্গে ফলাফল জানিয়ে শিক্ষার্থীদের মোবাইল বার্তা পাঠানো হয়। এই মূল্যায়ন পরীক্ষায় জাতীয় পর্যায়ে বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছেন রাদিব বিন কবির এবং বাণিজ্য বিভাগে প্রথম হয়েছেন নাবিল ইরফান।

সারা দেশ থেকে মেধাতালিকায় থাকা সেরা ৩০ জন (বিজ্ঞান বিভাগের সেরা ১৫ জন এবং বাণিজ্য বিভাগের ১৫ জন) পাচ্ছেন জাতীয় পর্যায়ের শিক্ষাবৃত্তি। এ ছাড়া জেলা পর্যায়ে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষাবৃত্তি পাচ্ছেন শিক্ষার্থীরা। এর আগে গত ৩১ জানুয়ারি সারা দেশের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে প্রায় ২ হাজার এইচএসসি পরীক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা এডুহাইভ অ্যাপের মাধ্যমে রাত ৮টা থেকে ১০টার মধ্যে ঘরে বসেই এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১৪ জুন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষাবিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম ‘এডুহাইভ’ আয়োজন করেছিল ‘এডুহাইভ স্কলার্স’ নামক অনলাইনভিত্তিক শিক্ষাবৃত্তি প্রোগ্রাম।