নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে ‘নারীবাতি’ দেয়ালিকার উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ছবি: লেখক
রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে ‘নারীবাতি’ দেয়ালিকার উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ছবি: লেখক

উইমেন পিস ক্যাফের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উদযাপিত হয়েছে। গতকাল রোববার (৮ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে সংগঠনের নিজস্ব অফিসে ‘নারীবাতি’ দেয়ালিকার উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর গ্রন্থাগার ভবনের সামনে থেকে একটি সাইকেল শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

প্রশাসনিক ভবনের ভার্চ্যুয়াল সেমিনার রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যাতে উইমেন পিস ক্যাফের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম অ্যানালিস্ট ফ্যানি আরেন্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস লাইফের পরিচালক কারলা ফ্রেসার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উইমেন পিস ক্যাফের চিফ মেন্টর লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলিউল্লাহ।

উইমেন পিস ক্যাফের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উদযাপিত হয়েছে। ছবি: লেখক
উইমেন পিস ক্যাফের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উদযাপিত হয়েছে। ছবি: লেখক

এ সময় আরও উপস্থিত ছিলেন মেন্টর ফোকলোর বিভাগের সভাপতি সাকার মুস্তাফা, জান্নাতুল নাঈম, সংগঠনের সভাপতি মাহমুদা স্বর্ণা, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নিলুফা সুলতানা, সিপিজের কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট মো. ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

রাফিয়া ইসলাম ভাবনা ও সাদিয়া তাসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পিস ক্যাফের মেন্টর স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক সাদিক হাসান শুভ। এ ছাড়া আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উইমেন পিস ক্যাফের নানা কর্মকাণ্ডের মাঝে ৭ মার্চ দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় প্রথম হন শরীফা আক্তার পুতুল, প্রথম রানারআপ নুসরাত মুস্তারি এবং দ্বিতীয় রানারআপ সানজিদা জামান। পরে সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণকারী সাইক্লিস্টদের পরিবেশবান্ধব গাছ উপহার দেওয়া হয়।

এর আগে ‘মোবাইল ফোনে চলচ্ছবি নির্ভয়ে বলব সবাই’ স্লোগানে দুই দিনব্যাপী ‘উইম্যান রাইটস অ্যান্ড ভগস ইস্যুস’ শীর্ষক মুঠোফোনে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনডিপির হিউম্যান রাইটস প্রোগ্রামের অংশ হিসেবে কর্মশালাটি উইমেন পিস ক্যাফের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নারী দিবস উদযাপন উপলক্ষে অংশগ্রহণকারী সাইক্লিস্টদের পরিবেশবান্ধব গাছ উপহার দেওয়া হয়। ছবি: লেখক
নারী দিবস উদযাপন উপলক্ষে অংশগ্রহণকারী সাইক্লিস্টদের পরিবেশবান্ধব গাছ উপহার দেওয়া হয়। ছবি: লেখক

উল্লেখ্য, উইমেন পিস ক্যাফে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারী ক্ষমতায়ন, নারীদের উদ্ভাবনী চিন্তার প্রয়োগ-বাস্তবায়ন এবং নারী উদ্যোক্তা তৈরিতে একটি সৃষ্টিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এবং ইউএন উইমেনের এমপাওয়ার্ড উইম্যান পিসফুল কমিউনিটিজ প্রকল্পের আওতায় সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি ও বেরোবি) প্রতিষ্ঠিত হয় এই পিস ক্যাফে।