মুক্ত আসরের স্কুলভিত্তিক নতুন আয়োজন 'ভালো থাকুন'

মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসর স্বাস্থ্য সচেতনতামূলক স্কুলভিত্তিক কার্যক্রম  ‘ভালো থাকুন’  অনুষ্ঠিত হয় কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চবিদ্যালয়ে। ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসর স্বাস্থ্য সচেতনতামূলক স্কুলভিত্তিক কার্যক্রম ‘ভালো থাকুন’ অনুষ্ঠিত হয় কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চবিদ্যালয়ে। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসর স্বাস্থ্য সচেতনতামূলক স্কুলভিত্তিক কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমের নাম ‘ভালো থাকুন’। গতকাল বুধবার সকাল ‘ভালো থাকুন’ কার্যক্রমের আয়োজন করা হয় কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চবিদ্যালয়ে।

অনুষ্ঠানে করোনাভাইরাস ও অ্যান্ডোমেট্রিওসিস রোগ নিয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক আলোচনা করেন মুক্ত আসরের স্বাস্থ্য সম্পাদক চিকিৎসক শর্মি আহমেদ ও সালেম আহমেদ।

শর্মি আহমেদ বলেন, ‘করোনাভাইরাস থেকে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের সচেতনতা বাড়াতে হবে। অ্যান্ডোমেট্রিওসিস অসুখটার সম্পর্কে আমাদের দেশের মেয়েরা ভালোভাবে জানে না। এটি মেয়েদের একটি মারাত্মক অসুখ, যা সময়মতো চিকিৎসা না নিলে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে।’

মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসর স্বাস্থ্য সচেতনতামূলক স্কুলভিত্তিক কার্যক্রম  ‘ভালো থাকুন’  অনুষ্ঠিত হয় কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চবিদ্যালয়ে। ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসর স্বাস্থ্য সচেতনতামূলক স্কুলভিত্তিক কার্যক্রম ‘ভালো থাকুন’ অনুষ্ঠিত হয় কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চবিদ্যালয়ে। ছবি : সংগৃহীত

মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলাতিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী প্রধান শিক্ষক মাহফুজা আক্তার, সহকারী শিক্ষক সালাউদ্দিন খান, নুভিস্তা ফার্মা লিমিটেডের রিজওনাল সেলস ম্যানেজার কাজী মো. রাসেলসহ প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপন জানালার আতিকুজ্জামান, মুক্ত আসরের সাংগঠনিক সম্পাদক মাকদুসউজ্জামান রবিন ও স্কুলের অভিভাবক সদস্য ফরহাদ হোসেন।

মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসর স্বাস্থ্য সচেতনতামূলক স্কুলভিত্তিক কার্যক্রম  ‘ভালো থাকুন’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চবিদ্যালয়ে। ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসর স্বাস্থ্য সচেতনতামূলক স্কুলভিত্তিক কার্যক্রম ‘ভালো থাকুন’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চবিদ্যালয়ে। ছবি : সংগৃহীত

আবু সাঈদ বলেন, ‘আমাদের মনকে ভালো রাখার জন্য স্বাস্থ্যকে ভালো রাখতে হবে। ভালো থাকুন এই স্কুলভিত্তিক কার্যক্রমের প্রথম পর্ব অনুষ্ঠিত হলো। আমরা বছরব্যাপী সারা দেশের স্কুলে এই কার্যক্রম পরিচালনা করব।’

মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসর স্বাস্থ্য সচেতনতামূলক স্কুলভিত্তিক কার্যক্রম  ‘ভালো থাকুন’  অনুষ্ঠিত হয় কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চবিদ্যালয়ে। ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসর স্বাস্থ্য সচেতনতামূলক স্কুলভিত্তিক কার্যক্রম ‘ভালো থাকুন’ অনুষ্ঠিত হয় কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চবিদ্যালয়ে। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের উদ্দেশে কলাতিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, ‘মা-বাবাকে ভালোবাসতে হবে। মায়েদের জন্য আমরা।’ মুক্ত আসরের এই কার্যক্রমকে ধন্যবাদ জানান তিনি।

‘আমরা করব জয়’ ও ‘আমরা সবাই রাজা’ গান দুটি পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটিতে সহযোগিতা করে নুভিস্তা ফার্মা লিমিটেড।