বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিসিএস (ট্যাক্সেশন) ও (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন এবং বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্কাই সিটি ব্যানকুয়েট হল, ঢাকা, ১৮ মার্চ। ছবি: বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন এবং বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্কাই সিটি ব্যানকুয়েট হল, ঢাকা, ১৮ মার্চ। ছবি: বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন এবং বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ মার্চ) রাজধানীর স্কাই সিটি ব্যানকুয়েট হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সভাপতিত্ব করেন বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার মো. আমিনুর রহমান।

বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে ডেস্ক ক্যালেন্ডার উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ হতো না। জাতীয় রাজস্ব বোর্ড বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে।’

এতে আরও উপস্থিত ছিলেন, বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ও কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী, মহাসচিব মোহাম্মদ ফজলে আহাদ কায়সার, যুগ্ম কর কমিশনার ও বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মুশফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপকর কমিশনার মো. গোলাম কিবরিয়া। বিজ্ঞপ্তি