রাবিতে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনুর উদ্যোগে পরীক্ষামূলক অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে। মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস নেওয়ার মাধ্যমে গতকাল রোববার বেলা ১১টায় এ কার্যক্রম শুরু করেন তিনি। উদ্বোধনী এ অনলাইন ক্লাসে ৬০ জনের মতো শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

চলমান করোনাভাইরাসের প্রভাবে ১৮ মার্চ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এ পরিস্থিতিতে ক্লাস কার্যক্রমসহ সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকার মধ্যে অধ্যাপক শাহ আজম শান্তনুর উদ্যোগে শুরু হওয়া অনলাইন ক্লাসকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন শিক্ষার্থী।

জানতে চাইলে অধ্যাপক শাহ আজম শান্তনু বলেন, ‘মূলত পরীক্ষামূলকভাবে কার্যক্রমটি শুরু হয়েছে। অনলাইন পরিবেশে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে পাঠদানের জন্য এ পদক্ষেপ। সার্বিক সহযোগিতা পেলে এটা আমরা চালিয়ে যাব। শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ তারা আমার কার্যক্রমকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আনুষ্ঠানিকভাবে অনলাইন ক্লাস চালু করা উচিত এবং তাদের শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রম চলতে পারে।’

অধ্যাপক শাহ আজম শান্তনু বলেন, ‘বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর অনলাইন কার্যক্রম শুরু করতে হবে। এ ছাড়া চলমান পরিস্থিতে আমাদের দরিদ্র এবং প্রান্তিক মানুষদের সাহায্যে করতে হবে।’