সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্যরা রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও শ্রমিকদের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। ছবি: সংগৃহীত
গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্যরা রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও শ্রমিকদের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। ছবি: সংগৃহীত

করোনা বিপর্যয়ের কারণে মজুরেরা প্রায় অনাহারে। ঘরে খাবারের সংকট। এ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, শ্রমিক—এমন পরিবার খুঁজে খাদ্যসামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এ সময় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা করোনাভাইরাস প্রতিরোধের নানা উপায় ও সতর্কতা নিয়ে গ্রামবাসীর মধ্যে আলোচনা করেন।

গণ বিশ্ববিদ্যালয়ের প্রথম জেলাভিত্তিক সংগঠন সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ। সংগঠনটির উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ৩০টি পরিবারের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়। এসবের মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, আধা লিটার ভোজ্যতেল ও সাবান।

৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, আধা লিটার ভোজ্যতেল ও সাবান বিতরণ করেছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ। ছবি: সংগৃহীত
৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, আধা লিটার ভোজ্যতেল ও সাবান বিতরণ করেছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ। ছবি: সংগৃহীত

সংগঠনটির সভাপতি হাসানাত তৌহিদ ও সাধারণ সম্পাদক শেখ বাপ্পি বলেন, ‘করোনার সংক্রমণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বর্তমান অবস্থার উত্তরণে সবার এগিয়ে আসা উচিত। দেশের দরিদ্র দিনমজুর গোষ্ঠীর দিনাতিপাত সংকটাপন্ন হয়ে উঠেছে। তাঁদের দুরবস্থার প্রতি লক্ষ রেখে আমরা ছোট্ট পরিসরে তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি।’