ফরিদপুরে 'আমরা করব জয়'-এর উদ্যোগে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

‘আমরা করব জয়’-এর উদ্যোগে তৃতীয় লিঙ্গ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি: লেখক
‘আমরা করব জয়’-এর উদ্যোগে তৃতীয় লিঙ্গ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি: লেখক

ফরিদপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করব জয়’-এর উদ্যোগে চলমান করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া তৃতীয় লিঙ্গ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) সদর উপজেলার বিভিন্ন স্থানে ২২ জন তৃতীয় লিঙ্গ ও ৬০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

‘আমরা করব জয়’-এর সদস্যরা মানুষের মাঝে খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করেছেন। ছবি: লেখক
‘আমরা করব জয়’-এর সদস্যরা মানুষের মাঝে খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করেছেন। ছবি: লেখক

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আহমেদ সৌরভ বলেন, ‘আমাদের মতো দেশে সাধারণ ছুটি উচ্চবিত্তদের জন্য হয়তো কষ্টদায়ক নয়। কিন্তু সমাজের অসহায় মানুষদের জন্য এটা খুবই বেদনাদায়ক। শ্রমজীবী মানুষগুলো যদি এক দিন বসে থাকেন, তাহলে তাঁদের খাদ্য জোগাড় করা কষ্ট হয়ে যায়। আমাদের সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে অর্থ জোগাড় করে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। সামনের দিনগুলোতেও আমরা তাঁদের পাশে থাকব।

*লেখক: শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়