বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে বিজেডএস-১৩

মানুষের পাশে দাঁড়িয়েছে বগুড়া জিলা স্কুলের এসএসসি ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘বিজেডএস-১৩ ’।
মানুষের পাশে দাঁড়িয়েছে বগুড়া জিলা স্কুলের এসএসসি ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘বিজেডএস-১৩ ’।

কার্যত সাধারণ ছুটির সময় বিপাকে পড়ে নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো। এদের পাশে দাঁড়িয়েছে বগুড়া জিলা স্কুলের এসএসসি ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘বিজেডএস-১৩ ’। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা অনুদান থেকেই প্রথম পর্যায়ে সংগঠনটি বগুড়া শহরের বিভিন্ন এলাকার প্রায় ১৩০টি পরিবারের বাড়ি-বাড়ি গিয়ে গোপনে খাদ্য সামগ্রী ও সাবান বিতরণ করেছে।

খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ। ‘বিজেডএস-১৩’ ইতিমধ্যে পরিবারগুলোর জন্য দ্বিতীয় পর্যায়ের সহায়তা প্রদানের কার্যক্রম শুরু করেছে।

বিজেডএস-১৩ এর সদস্য এ কে এম আহসান হাবীব নাফি কার্যক্রম সম্পর্কে বলেন, যারা চক্ষুলজ্জাসহ সামাজিক নানা কারণে অসহায়ত্বের কথা প্রকাশ করে মানুষের কাছে সহায়তা নিতে পারেন না, দেশের ক্রান্তিলগ্নে আমরা সেই সব মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা এলাকাভিত্তিক তালিকা করে বাড়িতে গিয়ে প্রথম পর্যায়ের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এমনভাবে আমরা এসব পৌঁছে দিয়েছি যে অনেক ক্ষেত্রে তাদের প্রতিবেশীরাও কিছু বোঝেনি।