টিউশনির জমানো অর্থে দুস্থদের খাবার দিলেন কলেজশিক্ষার্থী

নিজের ও টিউশনির জমা করা অর্থ দিয়ে করোনায় কর্মহীন অসহায় দুস্থদের খাবার দিয়ে সাহায্য করছেন ওমর ফারুক। ছবি: সংগৃহীত
নিজের ও টিউশনির জমা করা অর্থ দিয়ে করোনায় কর্মহীন অসহায় দুস্থদের খাবার দিয়ে সাহায্য করছেন ওমর ফারুক। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিজের ও টিউশনির জমা করা অর্থ দিয়ে করোনায় কর্মহীন অসহায় দুস্থদের খাবার কিনে দিলেন ঢাকা কলেজের ওমর ফারুক নামের এক শিক্ষার্থী। প্রায় ৪০টি পরিবারকে খাবার কিনে দেন তিনি।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকার ওই দুস্থদের খাবার কিনে দেন ওমর ফারুক। আটা, ছোলা, চিনি, সেমাই, ডাল, তেল, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার কিনে দেন তিনি।

ওমর ফারুক উপজেলার মহিষখোচা ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের আবু ইয়াহিয়ার ছেলে। তিনি ঢাকা কলেজের ইতিহাস বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের লালমনিরহাট ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক।

ওমর ফারুক বলেন, ‘আমি আগে থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করি। এ ছাড়া আমার সাধ্যমতো বিভিন্ন সমস্যায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এ ছাড়া সমাজের বিত্তবানদের প্রতি আমার অনুরোধ, এই কঠিন সময়ে অসহায় দুস্থদের পাশে দাঁড়াবেন।’