করোনাকালে মানুষকে সচেতন করছেন সৌরভ ইমাম

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কখনো পথশিশুদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আবার কখনো ভিডিও বানিয়ে করোনাকালে মানুষকে সচেতন করছেন। আবার বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে ভিডিও তৈরি করে মানুষকে অনুপ্রানিত করছেন সৌরভ ইমাম।

এরইমধ্যে তাঁর ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। সর্বশেষ জাতীয় ক্রিকেট তারকা রুবেল হোসেন, চিত্রনায়ক ইমন, বাপ্পী, অভিনেতা ফজলুর রহমান বাবু, সঙ্গীত শিল্পী ঐশীদের নিয়ে একটি ভিডিও নির্মাণ করেন সাংবাদিক ও উপস্থাপক সৌরভ। ভিডিওতে বিভিন্ন অঙ্গনের তারকারা করোনায় ফ্রন্টলাইন যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর ফেসবুকে করোনা নিয়ে মতবিনিময় করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুলসহ অনেক তারকা।

এ ব্যাপারে সৌরভ জানান, লকডাউনের আগে করোনা নিয়ে একাধিক ভিডিও করে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। অসহায় মানুষদের পাশে থেকেছি। কিন্তু লকডাউনের কারণে ঘরে বসেই ডিজিটাল প্লাটফর্মে ভিডিও নির্মাণ করে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। বিভিন্ন অঙ্গনের তারকারা তাঁর ডাকে সাড়া দেওয়ায় তাদের ধন্যবাদ জানান তিনি।