আমিই নজরুলে অনিন্দিতা কাজী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ‘আমিই নজরুল’ অনুষ্ঠানে আসছেন কবির কনিষ্ঠ নাতনি অনিন্দিতা কাজী। ছবি: ফেসবুক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ‘আমিই নজরুল’ অনুষ্ঠানে আসছেন কবির কনিষ্ঠ নাতনি অনিন্দিতা কাজী। ছবি: ফেসবুক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে অনলাইনে মুক্ত আসরের নিয়মিত আয়োজন আমিই নজরুল। আগামীকাল শুক্রবার (২৬ জুন) এর ৩০তম পর্ব। এবারে বিষয় অনিন্দিতার ঠাকুরদাদার ঝুলি। এই বিষয়ে কথা বলবেন কবির কনিষ্ঠ নাতনি অনিন্দিতা কাজী। তিনি বর্তমানে আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যে অবস্থান করছেন। নিউজার্সি থেকে রাত ৯টায় আমিই নজরুল পেজে থেকে সরাসরি যুক্ত হবেন তিনি।

অনিন্দিতা কাজী বলেন, ‘আমিই নজরুল আয়োজনকে অনেক ধন্যবাদ এমন একটি ব্যতিক্রম আয়োজন করার জন্য। ৩০তম পর্বে অতিথি হিসেবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি কথা বলব, দাদুর শৈশব থেকে মানবিকতা, তাঁর উদারতা, শিক্ষক নজরুলের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক কেমন ছিল, রসিকতা ও শিশুমন এবং দাবা খেলার নেশা নিয়ে।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে অনলাইনে মুক্ত আসরের নিয়মিত আয়োজনে এবার আসছেন কবির কনিষ্ঠ নাতনি অনিন্দিতা কাজী। ছবি: ফেসবুক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে অনলাইনে মুক্ত আসরের নিয়মিত আয়োজনে এবার আসছেন কবির কনিষ্ঠ নাতনি অনিন্দিতা কাজী। ছবি: ফেসবুক

অনিন্দিতা কাজী আরও বলেন, ‘আমার ঠাকুরমার সঙ্গে দাদুর সম্পর্ক, বাবা, চাচার সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক ও আমার কাছে আমার দাদু কেমন, এই নিয়ে কথা বলব।’

অনুষ্ঠানে দেশ-বিদেশের খ্যাতিমান গবেষক, শিক্ষক, শিল্পী, তরুণেরা নিয়মিত অংশ নিচ্ছেন। শাহীন সামাদ, মল্লিকা ব্যানার্জী, আজম খান, মোহাম্মদ আহসানুল হাদী, শিরির কুমার রায়, শাশ্বতী নন্দ, সাবরিনা আহমেদ, ইন্দিরা দাশ, দেবু ভট্টাচার্য্য, গুলজার হোসেন উজ্জ্বল, মেহেদী হাসান, সোমঋতা মল্লিক, নুরুন আখতার, আল জাবির, তরুণ চক্রবর্তী, তৈমুর খান, মনিরা পারভীন, মো. রিজাউল ইসলাম, কাজেম কাহদুয়ি, এলাজি বিন এলাহী, লিপি হালদার, মোহাম্মাদ এরশাদ আলী, সৈকত বালা, সোলায়মান কবীর, মুমিত আল রশিদ প্রমুখ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।