চবি নেচার ক্লাবের দূষণবিরোধী ভার্চ্যুয়াল ধর্মঘট শুরু

ভার্চ্যুয়াল স্ট্রাইকের পোস্টার। ছবি: চবি নেচার ক্লাব
ভার্চ্যুয়াল স্ট্রাইকের পোস্টার। ছবি: চবি নেচার ক্লাব

পরিবেশদূষণের ভয়াবহতার বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেচার ক্লাবের ডাকে ভার্চ্যুয়াল ধর্মঘট শুরু হয়েছে। গত শনিবার (৪ জুলাই) ক্লাবের সভাপতি লিয়ন হোসেনের সঞ্চালনায় ফেসবুক লাইভে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘জাস্টিস ফর নেচার’ শিরোনামে ফেসবুককেন্দ্রিক এই আন্দোলনের উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের সীমাহীন লোভ প্রকৃতিকে ধ্বংস করছে। এ জন্য আমাদের সচেতন হতে হবে বিভিন্ন প্রকারের দূষণ কমানোর মাধ্যমে।

চবি নেচার ক্লাব বলছে, মানুষের মাত্রাতিরিক্ত দূষণ কমানোর জন্য মানুষকেই সচেতন করার অভিপ্রায় থেকে এই ধর্মঘটের ভাবনা। সবার ঐকান্তিক প্রচেষ্টায় এই ধর্মঘট ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠনটি।

সাত দিনব্যাপী এই ধর্মঘটে সংহতি প্রকাশ করেছে বিচ্ছু টিম, বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন টিম, ধূসর স্মৃতির ক্যানভাস, ব্লু গ্রিন ফাউন্ডেশন বাংলাদেশ, নির্মল বাংলাদেশ, প্রতীতী, অক্টোফিন, ইউথ নেট, জাবি সায়েন্স ক্লাব, চবি সায়েন্টিফিক সোসাইটি, গ্লোবাল ইউথ বায়োডাইভারসিটি নেটওয়ার্ক, ১ টাকায় শিক্ষা, দিবা স্বপ্নচারী, লাটিম, চবি ডিবেটিং সোসাইটি, ফ্রাইডে ফর ফিউচার, ওশান, হোয়াইট বোর্ড সায়েন্স ক্লাবসহ ২৫টিরও বেশি সংগঠন।

ভার্চ্যুয়াল স্ট্রাইকের পোস্টার। ছবি: চবি নেচার ক্লাব
ভার্চ্যুয়াল স্ট্রাইকের পোস্টার। ছবি: চবি নেচার ক্লাব

সংহতি প্রকাশকারী ব্লগ ‘ধূসর স্মৃতির ক্যানভাস’-এর লেখক তানভীর মাহতাব আবীর বলছেন, নিজেদের স্বার্থে আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে যাচ্ছি কোনো রকম বাছবিচার ছাড়াই। আমাদের আচরণ কিংবা মনোভাবের যদি পরিবর্তন না হয়, তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কিত আশঙ্কা বদলাবে না কখনো। আমাদের পৃথিবী বাঁচিয়ে রাখার মিশনে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হতে হবে দূষণের বিরুদ্ধে।

ধর্মঘটের অংশ হিসেবে চবি নেচার ক্লাব প্রদত্ত পরিবেশ দূষণবিরোধী স্লোগান সম্পর্কিত ছবি প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছেন সংহতি প্রকাশকারী ব্যক্তি ও সংগঠনগুলো।

ভার্চ্যুয়াল স্ট্রাইকের পোস্টার। ছবি: চবি নেচার ক্লাব
ভার্চ্যুয়াল স্ট্রাইকের পোস্টার। ছবি: চবি নেচার ক্লাব

১০ জুলাই এই ধর্মঘটের সমাপনী দিন পর্যন্ত এই প্রোফাইল পিকচার রাখা হবে। সংহতি প্রকাশকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ১০ জুলাই এই আন্দোলন সমাপ্ত ঘোষণা করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেচার ক্লাব এ বছরের (২০২০) ১৯ জানুয়ারি যাত্রা শুরু করে গত মার্চে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। প্রাকৃতিক সম্পদের ধ্বংস রোধে যুবসমাজকে সচেতন করা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির ভাবনা থেকেই এই ক্লাবের সৃষ্টি হয়। বিজ্ঞপ্তি