শুরু হলো এনিমেল রেসকিউ অ্যাপ

এনিমেল রেসকিউ অ্যাপের উদ্বোধন করা হয়েছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এনিমেল কেয়ার ট্রাস্ট বাংলাদেশের ফাউন্ডার চেয়ারম্যান আফজাল খান রবিনহুড এনিমেল রেসকিউ অ্যাপের উদ্বোধন করেন।

RobinHood the animal rescuer নামক এই অ্যাপটি যে কোনো এন্ড্রয়েড ফোনে প্লে স্টোরে পাওয়া যাবে। লিংক https://play.google.com/store/apps/details?id=com.dexian.robinhood

এই অ্যাপটি মাধ্যমে প্রানীদের রেসকিউ এবং সংগঠনটির সঙ্গে ভলেন্টিয়ার হতে ইচ্ছুক এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। অ্যাপটি দিয়ে ডোনেশন দেওয়াসহ সরাসরি ট্রিপল নাইন (৯৯৯) এবং তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা রয়েছে।

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, এই প্রতিষ্ঠানকে আমি অনেকদিন থেকে চিনি। এ প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে যার যার জায়গা থেকে যতটুকু পারবেন সহযোগিতা করবেন এবং প্রতিষ্ঠানটি প্রতি অনেক ধন্যবাদ জানান।