নাগরিক ছবি (২ জুলাই, ২০২০)

১ / ১৬
দুরন্ত শৈশব। গ্রামের ৯০ দশক বা বিংশ শতাব্দীর শুরুতে বাঁশের কঞ্চি দিয়ে বানানো দোলনায় চড়েনি এমন মানুষ কমই পাওয়া যাবে। ২০১৯ কোভিড-১৯–এর জন্য ছেলেমেয়েরা সবাই ঘরে বন্দী। কিন্তু ঘরবন্দী কে থাকতে চায়। তাই বাড়ির পেছনে দড়ি কঞ্চি কেটে নিজেরাই বানিয়ে ফেলেছে দোলনা। দোল খাচ্ছে মনের সুখে আর দিন গুনছে করোনা মহামারি কবে দূর হবে, কবে আবার সবাই মিলে খেলাধুলা করতে পারবে। ছবি: কায়সার আহামেদ
দুরন্ত শৈশব। গ্রামের ৯০ দশক বা বিংশ শতাব্দীর শুরুতে বাঁশের কঞ্চি দিয়ে বানানো দোলনায় চড়েনি এমন মানুষ কমই পাওয়া যাবে। ২০১৯ কোভিড-১৯–এর জন্য ছেলেমেয়েরা সবাই ঘরে বন্দী। কিন্তু ঘরবন্দী কে থাকতে চায়। তাই বাড়ির পেছনে দড়ি কঞ্চি কেটে নিজেরাই বানিয়ে ফেলেছে দোলনা। দোল খাচ্ছে মনের সুখে আর দিন গুনছে করোনা মহামারি কবে দূর হবে, কবে আবার সবাই মিলে খেলাধুলা করতে পারবে। ছবি: কায়সার আহামেদ
২ / ১৬
সর্বনাশা পদ্মা নদী। যার কোনো কূলকিনারা নেই। এমনিভাবে পদ্মার বুক চিড়ে ছুটে চলে নৌকাগুলো শেষ গন্তব্যের উদ্দেশ্য। সোনাকান্দর, রাজবাড়ী সদর, রাজবাড়ী। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মো. ইসতিয়াক হোসেন সোয়েব
সর্বনাশা পদ্মা নদী। যার কোনো কূলকিনারা নেই। এমনিভাবে পদ্মার বুক চিড়ে ছুটে চলে নৌকাগুলো শেষ গন্তব্যের উদ্দেশ্য। সোনাকান্দর, রাজবাড়ী সদর, রাজবাড়ী। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মো. ইসতিয়াক হোসেন সোয়েব
৩ / ১৬
একসময় তাঁতপল্লিতে তাঁতের খটখট শব্দে রাত-দিন মুখরিত ছিল, আজ সেখানে সুনসান নীরবতা। প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে টিকতে না পেরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী হস্তচালিত শিল্প। তবু  ঝিনাইদহের মহেশপুরে বাপ-দাদার পেশা আঁকড়ে কোনোমতে টিকে আছে কয়েকটি পরিবার। ছবি: আব্দুল্লাহ আল মাসুদ
একসময় তাঁতপল্লিতে তাঁতের খটখট শব্দে রাত-দিন মুখরিত ছিল, আজ সেখানে সুনসান নীরবতা। প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে টিকতে না পেরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী হস্তচালিত শিল্প। তবু ঝিনাইদহের মহেশপুরে বাপ-দাদার পেশা আঁকড়ে কোনোমতে টিকে আছে কয়েকটি পরিবার। ছবি: আব্দুল্লাহ আল মাসুদ
৪ / ১৬
গ্রামে চড়ুইভাতি খেলায় ফুটে ওঠে একজনের প্রতি অন্যের ভালোবাসা। প্রাচীন এই রেওয়াজগুলো দ্বারা টিকে থাকুক আমাদের ভালোবাসা, সম্প্রীতি, সামাজিক বন্ধন। খামারহাটি, পূর্বধলা, নেত্রকোনা। ছবিটি সম্প্রতি তোলা।  ছবি: পারভেজ আহমেদ ইমন
গ্রামে চড়ুইভাতি খেলায় ফুটে ওঠে একজনের প্রতি অন্যের ভালোবাসা। প্রাচীন এই রেওয়াজগুলো দ্বারা টিকে থাকুক আমাদের ভালোবাসা, সম্প্রীতি, সামাজিক বন্ধন। খামারহাটি, পূর্বধলা, নেত্রকোনা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: পারভেজ আহমেদ ইমন
৫ / ১৬
করোনায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তাই ধুলোবালুর আস্তরণ জমে গেছে বন্ধ থাকা ফাস্ট ফুডের ভ্রাম্যমাণ দোকানটিতে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে সম্প্রতি তোলা। ছবি: আসিফ আহমেদ
করোনায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তাই ধুলোবালুর আস্তরণ জমে গেছে বন্ধ থাকা ফাস্ট ফুডের ভ্রাম্যমাণ দোকানটিতে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে সম্প্রতি তোলা। ছবি: আসিফ আহমেদ
৬ / ১৬
বলা হতো বাংলাদেশ নদীমাতৃক দেশ। একসময় এ দেশের আনাচকানাচেতে ছড়িয়ে থাকা নদীর সঙ্গে বাংলাদেশের মানুষের মিতালি ছিল। তাঁদের জীবন ছিল নদীর স্রোতের ন্যায় সমান্তরাল, আর নদীর পাড় ঘেঁষেই গড়ে উঠত গ্রাম, হাটবাজার। আর বর্ষায় যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা, সময়ের বিবর্তনে আজ তা হারানো অতীত প্রায়। ভাঙ্গা, ফরিদপুর, ৩০ জুন। ছবি: তরিকুল ইসলাম
বলা হতো বাংলাদেশ নদীমাতৃক দেশ। একসময় এ দেশের আনাচকানাচেতে ছড়িয়ে থাকা নদীর সঙ্গে বাংলাদেশের মানুষের মিতালি ছিল। তাঁদের জীবন ছিল নদীর স্রোতের ন্যায় সমান্তরাল, আর নদীর পাড় ঘেঁষেই গড়ে উঠত গ্রাম, হাটবাজার। আর বর্ষায় যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা, সময়ের বিবর্তনে আজ তা হারানো অতীত প্রায়। ভাঙ্গা, ফরিদপুর, ৩০ জুন। ছবি: তরিকুল ইসলাম
৭ / ১৬
জীবনের শেষ প্রান্তে। ঘড়গ্রাম তাড়াশ, সিরাজগঞ্জ, ২৯ জুন। ছবি: সজীব খান রিগান
জীবনের শেষ প্রান্তে। ঘড়গ্রাম তাড়াশ, সিরাজগঞ্জ, ২৯ জুন। ছবি: সজীব খান রিগান
৮ / ১৬
বেশ কয়েক দিন ঘন ঘন বৃষ্টিতে মাঠে-ঘাটে, খালে-বিলে পানি জমেছে। তাতে পুঁটি, কই, খয়রা, ডানকিনাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মিলছে খালে-বিলে। মাছ ধরতে ঐতিহ্যবাহী গ্রাম্য ঘুনি পাতছে এক কৃষক। বাওকুড়ি বিল, রাজবাড়ী, ৩০ জুন। ছবি: সোহেল রানা
বেশ কয়েক দিন ঘন ঘন বৃষ্টিতে মাঠে-ঘাটে, খালে-বিলে পানি জমেছে। তাতে পুঁটি, কই, খয়রা, ডানকিনাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মিলছে খালে-বিলে। মাছ ধরতে ঐতিহ্যবাহী গ্রাম্য ঘুনি পাতছে এক কৃষক। বাওকুড়ি বিল, রাজবাড়ী, ৩০ জুন। ছবি: সোহেল রানা
৯ / ১৬
প্রভাতের সূর্যালোকিত হাওয়ায় ঠান্ডা হৃৎপিণ্ড। শীত না এলেও ধোঁয়াশা ঝাপটা যেন প্রকৃতি। ইবি, কুষ্টিয়া, ৩০ জুন । ছবি: এস. বি. বাঁধন
প্রভাতের সূর্যালোকিত হাওয়ায় ঠান্ডা হৃৎপিণ্ড। শীত না এলেও ধোঁয়াশা ঝাপটা যেন প্রকৃতি। ইবি, কুষ্টিয়া, ৩০ জুন । ছবি: এস. বি. বাঁধন
১০ / ১৬
উজ্জ্বল চাঁদের আলো, ঝিকিমিকি তারার আকাশ, ঝিঁঝি পোকার ঝিঁ ঝিঁ শব্দ, মৃদু বাতাস এসে লাগছে শরীরের ওপরে! মনটা যেন হারিয়ে যাচ্ছে কোনো এক অজানা তেপান্তরে! কাশিয়ানী, গোপালগঞ্জ, ১ জুলাই। ছবি: বর্ষণ
উজ্জ্বল চাঁদের আলো, ঝিকিমিকি তারার আকাশ, ঝিঁঝি পোকার ঝিঁ ঝিঁ শব্দ, মৃদু বাতাস এসে লাগছে শরীরের ওপরে! মনটা যেন হারিয়ে যাচ্ছে কোনো এক অজানা তেপান্তরে! কাশিয়ানী, গোপালগঞ্জ, ১ জুলাই। ছবি: বর্ষণ
১১ / ১৬
বৃষ্টিকণায় ভেসে যায় বিষাদ মাখানো স্মৃতির পোড়া অন্তর! বৃষ্টিস্নাত দিনে পেঁপেগাছের মৃত ডগা থেকে জোড়া বেঁধে পড়ছে বৃষ্টিফোঁটা। নেই কোনো অভিযোগ; এ যেন এক আত্মবিসর্জনের উদাহরণ। মুন্সিবাজার এলাকা, রাজনগর উপজেলা, মৌলভীবাজার, ১ জুলাই। ছবি: কামরান আমহদ
বৃষ্টিকণায় ভেসে যায় বিষাদ মাখানো স্মৃতির পোড়া অন্তর! বৃষ্টিস্নাত দিনে পেঁপেগাছের মৃত ডগা থেকে জোড়া বেঁধে পড়ছে বৃষ্টিফোঁটা। নেই কোনো অভিযোগ; এ যেন এক আত্মবিসর্জনের উদাহরণ। মুন্সিবাজার এলাকা, রাজনগর উপজেলা, মৌলভীবাজার, ১ জুলাই। ছবি: কামরান আমহদ
১২ / ১৬
রাস্তা ধরে কিছুদূর এগিয়ে গেলেই গ্রাম। পিচঢালা এই রাস্তার দুপাশে রয়েছে বাংলাদেশের হোয়াইট গোল্ডখ্যাত বাগদা চিংড়ির ঘের। নূরনগর, শ্যামনগর, সাতক্ষীরা, ১ জুলাই। ছবি: রিফাত নূর রাব্বি
রাস্তা ধরে কিছুদূর এগিয়ে গেলেই গ্রাম। পিচঢালা এই রাস্তার দুপাশে রয়েছে বাংলাদেশের হোয়াইট গোল্ডখ্যাত বাগদা চিংড়ির ঘের। নূরনগর, শ্যামনগর, সাতক্ষীরা, ১ জুলাই। ছবি: রিফাত নূর রাব্বি
১৩ / ১৬
তখন রাত ৮টা। সরকারি নির্দেশ অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখতে বলা হলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই কারোরই। রাত ৯-১০টা পর্যন্ত খোলা থাকছে রাস্তার পাশের দোকানগুলো। আর সামাজিক দূরত্ব তো দূরের কথা মুখে মাস্ক পর্যন্তও নেই কারও কারও! ময়দানদিঘী বাজার, বোদা, পঞ্চগড়, ১ জুলাই। ছবি: বিনায়েক রহমান
তখন রাত ৮টা। সরকারি নির্দেশ অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখতে বলা হলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই কারোরই। রাত ৯-১০টা পর্যন্ত খোলা থাকছে রাস্তার পাশের দোকানগুলো। আর সামাজিক দূরত্ব তো দূরের কথা মুখে মাস্ক পর্যন্তও নেই কারও কারও! ময়দানদিঘী বাজার, বোদা, পঞ্চগড়, ১ জুলাই। ছবি: বিনায়েক রহমান
১৪ / ১৬
নিস্তব্ধ পরিবেশ, নেই পরিবেশের মধ্যে চাঞ্চল্য আর নেই বাতাসে মধ্যে কোনো গন্ধ। হঠাৎ-ই যেন নীলাভ আকাশ হয়ে গেল কুচকুচে কালো। আকাশের কালো মেঘের তমসা দিঘির জলকে ও করেছে বিবর্ণ। উত্তর লস্কেরপুর, উজিরপুর, বরিশাল, ২ জুলাই। ছবি: জুবাইয়া ঝুমা
নিস্তব্ধ পরিবেশ, নেই পরিবেশের মধ্যে চাঞ্চল্য আর নেই বাতাসে মধ্যে কোনো গন্ধ। হঠাৎ-ই যেন নীলাভ আকাশ হয়ে গেল কুচকুচে কালো। আকাশের কালো মেঘের তমসা দিঘির জলকে ও করেছে বিবর্ণ। উত্তর লস্কেরপুর, উজিরপুর, বরিশাল, ২ জুলাই। ছবি: জুবাইয়া ঝুমা
১৫ / ১৬
ভোলার দৌলতখান উপজেলার দুর্গম এক ইউনিয়নের নাম চর মদনপুর। মেঘনা নদীতে ভেঙে যাওয়া ইউনিয়ন মদনপুর গত ২০-২৫ বছর আগে আবারও জেগে ওঠে। এরপর থেকে মানুষ নতুন করে বসতি শুরু করে। এ ইউনিয়নের মানুষ প্রায় সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এখানে ১০ হাজার মানুষের বাস। ইউনিয়নের চারপাশে উত্তাল মেঘনা নদী। তাই যে প্রয়োজনেই উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ভূখণ্ডে আসতে হয় তাদের (২ জুলাই)। ছবি: মো. আরিয়ান আরিফ
ভোলার দৌলতখান উপজেলার দুর্গম এক ইউনিয়নের নাম চর মদনপুর। মেঘনা নদীতে ভেঙে যাওয়া ইউনিয়ন মদনপুর গত ২০-২৫ বছর আগে আবারও জেগে ওঠে। এরপর থেকে মানুষ নতুন করে বসতি শুরু করে। এ ইউনিয়নের মানুষ প্রায় সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এখানে ১০ হাজার মানুষের বাস। ইউনিয়নের চারপাশে উত্তাল মেঘনা নদী। তাই যে প্রয়োজনেই উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ভূখণ্ডে আসতে হয় তাদের (২ জুলাই)। ছবি: মো. আরিয়ান আরিফ
১৬ / ১৬
বাড়ির পাশে কচুগাছে বসে আছে একটি ফড়িং। কাঞ্চননগর, ঝিনাইদহ, ১ জুলাই। ছবি: আব্দুল্লাহ আল মাসুদ
বাড়ির পাশে কচুগাছে বসে আছে একটি ফড়িং। কাঞ্চননগর, ঝিনাইদহ, ১ জুলাই। ছবি: আব্দুল্লাহ আল মাসুদ