নাগরিক ছবি (৬ জুলাই, ২০২০)

১ / ২১
বাংলাদেশে রাবার চাষ লাভজনক ও সম্ভাবনাময় একটি খাত। সিলেট, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহের কিছু অঞ্চলে এসব রাবার বাণিজ্যিক চাষ হয়। প্রথমে গাছ থেকে রাবার বাকল থেকে রস সংগ্রহ করা হয়, পরবর্তীকালে বাগান থেকে কষ এনে শুকনো রাবার শিটে পরিণত করা হয়। ছবিতে রাবার রস সংগ্রহের পর রোদে এই পদ্ধতিতে শুকানোর ব্যবস্থা করা হয়েছে। সন্তোষপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। মো. উমর ফারুক
বাংলাদেশে রাবার চাষ লাভজনক ও সম্ভাবনাময় একটি খাত। সিলেট, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহের কিছু অঞ্চলে এসব রাবার বাণিজ্যিক চাষ হয়। প্রথমে গাছ থেকে রাবার বাকল থেকে রস সংগ্রহ করা হয়, পরবর্তীকালে বাগান থেকে কষ এনে শুকনো রাবার শিটে পরিণত করা হয়। ছবিতে রাবার রস সংগ্রহের পর রোদে এই পদ্ধতিতে শুকানোর ব্যবস্থা করা হয়েছে। সন্তোষপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। মো. উমর ফারুক
২ / ২১
বৃষ্টিতে গ্রামের কাঁচা রাস্তায় কাদা জমেছে। তাতে কেঁচোসহ বিভিন্ন পোকামাকড় বেরিয়ে এসেছে। সেগুলোই খাচ্ছে একঝাঁক দেশি হাঁস। ছবিটি রাজবাড়ী জেলার বাওকুড়ি গ্রাম থেকে। ছবি: সোহেল রানা
বৃষ্টিতে গ্রামের কাঁচা রাস্তায় কাদা জমেছে। তাতে কেঁচোসহ বিভিন্ন পোকামাকড় বেরিয়ে এসেছে। সেগুলোই খাচ্ছে একঝাঁক দেশি হাঁস। ছবিটি রাজবাড়ী জেলার বাওকুড়ি গ্রাম থেকে। ছবি: সোহেল রানা
৩ / ২১
চালকুমড়ার বাম্পার ফলন হয়েছে। ঝুড়িতে কুমড়া সাজাতে ব্যস্ত চাষি। বিক্রি করতে নেওয়া হবে দূরের কোনো শহরে। চরজিংকিং, কাঁচিকাটা, সখীপুর, শরীয়তপুর, ৬ জুলাই। ছবি: আসিফ আহমেদ
চালকুমড়ার বাম্পার ফলন হয়েছে। ঝুড়িতে কুমড়া সাজাতে ব্যস্ত চাষি। বিক্রি করতে নেওয়া হবে দূরের কোনো শহরে। চরজিংকিং, কাঁচিকাটা, সখীপুর, শরীয়তপুর, ৬ জুলাই। ছবি: আসিফ আহমেদ
৪ / ২১
রাজধানীর আকাশে চাঁদ। পশ্চিম কাফরুল, আগারগাঁও, ৩ জুলাই। ছবি: শোয়েব মেরাজ
রাজধানীর আকাশে চাঁদ। পশ্চিম কাফরুল, আগারগাঁও, ৩ জুলাই। ছবি: শোয়েব মেরাজ
৫ / ২১
করোনা মহামারিতে মৃত্যুর মিছিলে ক্লান্ত বিষাদময় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মতোই ক্লান্ত বিষাদময় কুর্মিটোলার আকাশটা। মনে হচ্ছে কান্না করবে বৃষ্টি হয়ে।  কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা, ৪ জুলাই। ছবি: ছৈয়দ ইফতেখার হৃদয়
করোনা মহামারিতে মৃত্যুর মিছিলে ক্লান্ত বিষাদময় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মতোই ক্লান্ত বিষাদময় কুর্মিটোলার আকাশটা। মনে হচ্ছে কান্না করবে বৃষ্টি হয়ে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা, ৪ জুলাই। ছবি: ছৈয়দ ইফতেখার হৃদয়
৬ / ২১
চলছে বাড়ি তৈরির কাজ। হাতীবান্ধা, লালমনিরহাট, ৫ জুলাই। ছবি: রাসেল আহম্মেদ
চলছে বাড়ি তৈরির কাজ। হাতীবান্ধা, লালমনিরহাট, ৫ জুলাই। ছবি: রাসেল আহম্মেদ
৭ / ২১
দৃষ্টিনন্দন ব্রিজটি তৈরির উপকরণ শুধুই পেরেক আর বাঁশ। বর্ষায় চারদিক পানি আর কাদা। গ্রামের মানুষের চলাচলের অসুবিধা দূর করতেই নেমে পড়ে একদল যুবক। তারই ফসল এই ব্রিজ। চেঙ্গাকান্দি, মানিকারচর, মেঘনা, কুমিল্লা, ৫ জুলাই। ছবি: রাব্বি হাসান
দৃষ্টিনন্দন ব্রিজটি তৈরির উপকরণ শুধুই পেরেক আর বাঁশ। বর্ষায় চারদিক পানি আর কাদা। গ্রামের মানুষের চলাচলের অসুবিধা দূর করতেই নেমে পড়ে একদল যুবক। তারই ফসল এই ব্রিজ। চেঙ্গাকান্দি, মানিকারচর, মেঘনা, কুমিল্লা, ৫ জুলাই। ছবি: রাব্বি হাসান
৮ / ২১
বাঁশবাগানের মাথার ওপর চাঁদ। বাজার ভদ্রঘাট, সিরাজগঞ্জ, ৪ জুলাই। ছবি: সজীব খান রিগান
বাঁশবাগানের মাথার ওপর চাঁদ। বাজার ভদ্রঘাট, সিরাজগঞ্জ, ৪ জুলাই। ছবি: সজীব খান রিগান
৯ / ২১
সূর্য ডুবতে চলেছে। নতুন সূর্যোদয়ের প্রত্যাশায় আজকের দিনকে বিদায়। শুভপাড়া গ্রাম, রামেশ্বরপুর ইউনিয়ন, গাবতলী উপজেলা, বগুড়া, ৫ জুলাই। ছবি: আখতারুজ্জামান রাফি
সূর্য ডুবতে চলেছে। নতুন সূর্যোদয়ের প্রত্যাশায় আজকের দিনকে বিদায়। শুভপাড়া গ্রাম, রামেশ্বরপুর ইউনিয়ন, গাবতলী উপজেলা, বগুড়া, ৫ জুলাই। ছবি: আখতারুজ্জামান রাফি
১০ / ২১
ঘর নেই। থাকেন নৌকায়। পরিবারের সব সদস্যই নদীতে মাছ ধরেন। মাছ ধরা শেষে বিক্রির জন্য নিয়ে আসেন মাছের ঘাটে। পরিবারের অন্য সদস্যরা যখন মাছ বিক্রির কাজে যান, তখন সবার জন্য ভাত রান্না করেন বৃদ্ধ মোখলেস। টাংকি বাজার, রামগতি, লক্ষ্মীপুর। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রাজীব হোসেন রাজু
ঘর নেই। থাকেন নৌকায়। পরিবারের সব সদস্যই নদীতে মাছ ধরেন। মাছ ধরা শেষে বিক্রির জন্য নিয়ে আসেন মাছের ঘাটে। পরিবারের অন্য সদস্যরা যখন মাছ বিক্রির কাজে যান, তখন সবার জন্য ভাত রান্না করেন বৃদ্ধ মোখলেস। টাংকি বাজার, রামগতি, লক্ষ্মীপুর। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রাজীব হোসেন রাজু
১১ / ২১
সড়ক নির্মাণ শ্রমিকের জীবন ও জীবিকা। যাঁদের গায়ের ঘামে ঘরে ওঠে দিগন্তের প্রথম পথচলা। সিতাশ্রী, নাজীরাবাদ, সদর উপজেলা, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: কামরুল হাসান শাওন
সড়ক নির্মাণ শ্রমিকের জীবন ও জীবিকা। যাঁদের গায়ের ঘামে ঘরে ওঠে দিগন্তের প্রথম পথচলা। সিতাশ্রী, নাজীরাবাদ, সদর উপজেলা, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: কামরুল হাসান শাওন
১২ / ২১
আকাশের নানা রং শোভা ছড়ায় অন্তরে। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৪ জুলাই। ছবি: এ এস এম সায়েম
আকাশের নানা রং শোভা ছড়ায় অন্তরে। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৪ জুলাই। ছবি: এ এস এম সায়েম
১৩ / ২১
ছাদবাগানে প্রথম ফোটা বৃষ্টিস্নাত টাইম ফুল। টাইম ফুলকে চট্টগ্রামে দশটা ফুল বলা হয়। বৈরাগ, আনোয়ারা, চট্টগ্রাম, ৪ জুলাই। ছবি: কামরুন্নেছা মনি
ছাদবাগানে প্রথম ফোটা বৃষ্টিস্নাত টাইম ফুল। টাইম ফুলকে চট্টগ্রামে দশটা ফুল বলা হয়। বৈরাগ, আনোয়ারা, চট্টগ্রাম, ৪ জুলাই। ছবি: কামরুন্নেছা মনি
১৪ / ২১
গ্রামের সূর্যাস্ত। মধ্যকাতুলি গ্রাম, নারুয়ামালা ইউনিয়ন, সদর, বগুড়া, ৫ জুলাই। ছবি: আখতারুজ্জামান রাফি
গ্রামের সূর্যাস্ত। মধ্যকাতুলি গ্রাম, নারুয়ামালা ইউনিয়ন, সদর, বগুড়া, ৫ জুলাই। ছবি: আখতারুজ্জামান রাফি
১৫ / ২১
বঙ্গোপসাগরের উপকূল আনোয়ারা গহিরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ওই এলাকার তরুণ-তরুণীদের। ফেসবুকে তাঁরা এ প্রচার চালান। ছবি: রফিক আহমদ খান
বঙ্গোপসাগরের উপকূল আনোয়ারা গহিরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ওই এলাকার তরুণ-তরুণীদের। ফেসবুকে তাঁরা এ প্রচার চালান। ছবি: রফিক আহমদ খান
১৬ / ২১
লজ্জা আর দ্বিধাবোধ থেকে অনেক নিম্নবিত্ত পরিবার বিনা মূল্যে খাবার বা পণ্য নিতে চায় না। নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত তাদের সংকোচ বিবেচনায় ১ টাকায় বাজার কার্যক্রম পরিচালনা করেন কুমিল্লা মেঘনা উপজেলার ‘উদ্দীপ্ত তরুণ’ স্বেচ্ছাসেবক সংগঠন। সেন নগর বাজার, মেঘনা, কুমিল্লা, ৫ জুন। ছবি: রাব্বি হাসান
লজ্জা আর দ্বিধাবোধ থেকে অনেক নিম্নবিত্ত পরিবার বিনা মূল্যে খাবার বা পণ্য নিতে চায় না। নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত তাদের সংকোচ বিবেচনায় ১ টাকায় বাজার কার্যক্রম পরিচালনা করেন কুমিল্লা মেঘনা উপজেলার ‘উদ্দীপ্ত তরুণ’ স্বেচ্ছাসেবক সংগঠন। সেন নগর বাজার, মেঘনা, কুমিল্লা, ৫ জুন। ছবি: রাব্বি হাসান
১৭ / ২১
রবিঠাকুর তাঁর ঐকতান কবিতায় লিখেছিলেন, ‘তাঁতি বসে তাঁত বোনে, জেলে ফেলে জাল—/ বহুদূরপ্রসারিত এদের বিচিত্র কর্মভার/ তারি ’পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার।’ বিচিত্র এই পৃথিবীতে বিচিত্র শ্রেণিপেশার মানুষ বসবাস করে। জেলেদের সংসার মূলত মৎসনির্ভর। মৎস শিকার করেই তারা জীবিকা নির্বাহ করে সংসার চালায়। বোদা উপজেলা, পঞ্চগড়, ৫ জুলাই। ছবি: আজাহার ইসলাম
রবিঠাকুর তাঁর ঐকতান কবিতায় লিখেছিলেন, ‘তাঁতি বসে তাঁত বোনে, জেলে ফেলে জাল—/ বহুদূরপ্রসারিত এদের বিচিত্র কর্মভার/ তারি ’পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার।’ বিচিত্র এই পৃথিবীতে বিচিত্র শ্রেণিপেশার মানুষ বসবাস করে। জেলেদের সংসার মূলত মৎসনির্ভর। মৎস শিকার করেই তারা জীবিকা নির্বাহ করে সংসার চালায়। বোদা উপজেলা, পঞ্চগড়, ৫ জুলাই। ছবি: আজাহার ইসলাম
১৮ / ২১
বিস্তীর্ণ মাঠের মাঝখানে পিচঢালা পাকা রাস্তা। ফসল নিয়ে বাড়ি ফিরতে একসময় কৃষকদের খুব দুর্ভোগে পড়তে হতো—কখনো গরুর গাড়ি উল্টে যেত, কখনো কাদায় চাকা আটকে যেত। এখন কয়েক কিলোমিটার পাকা রাস্তা হওয়ায় কৃষকদের স্বস্তি ফিরেছে। একটুখানি প্রকৃতির সংস্পর্শ পাওয়ার জন্য দূরদূরান্ত থেকে অনেকে আসেন এই রাস্তায়। ফরিদপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, ৫ জুলাই। ছবি: মো. আহসান হাবীব
বিস্তীর্ণ মাঠের মাঝখানে পিচঢালা পাকা রাস্তা। ফসল নিয়ে বাড়ি ফিরতে একসময় কৃষকদের খুব দুর্ভোগে পড়তে হতো—কখনো গরুর গাড়ি উল্টে যেত, কখনো কাদায় চাকা আটকে যেত। এখন কয়েক কিলোমিটার পাকা রাস্তা হওয়ায় কৃষকদের স্বস্তি ফিরেছে। একটুখানি প্রকৃতির সংস্পর্শ পাওয়ার জন্য দূরদূরান্ত থেকে অনেকে আসেন এই রাস্তায়। ফরিদপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, ৫ জুলাই। ছবি: মো. আহসান হাবীব
১৯ / ২১
শৈশবে ঘুড়ি ওড়ায়নি এমন কাউকে পাওয়া যাবে না। করোনাভাইরাসের হোম কোয়ারেন্টিনকে কাজে লাগিয়ে পলিথিনের তৈরি ঘুড়ি ওড়াচ্ছেন উদ্যমী যুবক। শাখারিয়া নামাবালা, বগুড়া, ৪ জুলাই। ছবি: মারিয়াম
শৈশবে ঘুড়ি ওড়ায়নি এমন কাউকে পাওয়া যাবে না। করোনাভাইরাসের হোম কোয়ারেন্টিনকে কাজে লাগিয়ে পলিথিনের তৈরি ঘুড়ি ওড়াচ্ছেন উদ্যমী যুবক। শাখারিয়া নামাবালা, বগুড়া, ৪ জুলাই। ছবি: মারিয়াম
২০ / ২১
করোনার কারণে চরের স্কুলে পাঠদান বন্ধ রয়েছে। তাই বাবার সঙ্গে নদীতে মাছ শিকার করতে যাচ্ছে সুমন (১১)। চর মুন্সী, মদনপুর, দৌলতখান, ভোলা, ৫ জুলাই । ছবি: মো. আরিয়ান আরিফ
করোনার কারণে চরের স্কুলে পাঠদান বন্ধ রয়েছে। তাই বাবার সঙ্গে নদীতে মাছ শিকার করতে যাচ্ছে সুমন (১১)। চর মুন্সী, মদনপুর, দৌলতখান, ভোলা, ৫ জুলাই । ছবি: মো. আরিয়ান আরিফ
২১ / ২১
মা এমন একজন মানুষ, যার সঙ্গে কারও তুলনা চলে না। তাঁদের আবেগকে কেউ স্পর্শ করতে পারে না। মায়েদের অকৃত্রিম চাহনি সন্তানকে বহু দূরে নিয়ে যায়। মায়েরা দিতে জানেন, নিতে জানেন না। নবীপুর, মুরাদনগর, কুমিল্লা, ৫ জুলাই। ছবি: নাঈমুর রহমান
মা এমন একজন মানুষ, যার সঙ্গে কারও তুলনা চলে না। তাঁদের আবেগকে কেউ স্পর্শ করতে পারে না। মায়েদের অকৃত্রিম চাহনি সন্তানকে বহু দূরে নিয়ে যায়। মায়েরা দিতে জানেন, নিতে জানেন না। নবীপুর, মুরাদনগর, কুমিল্লা, ৫ জুলাই। ছবি: নাঈমুর রহমান