নাগরিক ছবি (৯ জুলাই, ২০২০)

১ / ২১
পদ্মার টাটকা ইলিশ সাজানো হচ্ছে। এগুলো বিক্রি করা হবে লঞ্চযাত্রীদের কাছে। ছবিটি সম্প্রতি চাঁদপুর লঞ্চঘাট থেকে তোলা। চাঁদপুর নদীবন্দর, চাঁদপুর। ছবি: আফজাল তাহফি রোহান
পদ্মার টাটকা ইলিশ সাজানো হচ্ছে। এগুলো বিক্রি করা হবে লঞ্চযাত্রীদের কাছে। ছবিটি সম্প্রতি চাঁদপুর লঞ্চঘাট থেকে তোলা। চাঁদপুর নদীবন্দর, চাঁদপুর। ছবি: আফজাল তাহফি রোহান
২ / ২১
নীল আকাশে সাদা মেঘের ভেলা। বালিয়াকান্দি, রাজবাড়ী, ৭ জুলাই। মো. হানিফ শেখ
নীল আকাশে সাদা মেঘের ভেলা। বালিয়াকান্দি, রাজবাড়ী, ৭ জুলাই। মো. হানিফ শেখ
৩ / ২১
সূর্যাস্তের মনোরম দৃশ্য। কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, ৭ জুলাই। ছবি: তামান্না আফরোজ
সূর্যাস্তের মনোরম দৃশ্য। কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, ৭ জুলাই। ছবি: তামান্না আফরোজ
৪ / ২১
পেটের দায়ে বানর নিয়ে বের হয়েছেন এই বৃদ্ধ। মহামারি আতঙ্কে তেমন কোনো বাচ্চা বাইরে বের হয়নি, তাই তিনি চলে যাচ্ছেন। রামচন্দ্রপুরপাড়া, শেরপুর, বগুড়া, ৭ জুলাই। ছবি: সৌরভ সরকার
পেটের দায়ে বানর নিয়ে বের হয়েছেন এই বৃদ্ধ। মহামারি আতঙ্কে তেমন কোনো বাচ্চা বাইরে বের হয়নি, তাই তিনি চলে যাচ্ছেন। রামচন্দ্রপুরপাড়া, শেরপুর, বগুড়া, ৭ জুলাই। ছবি: সৌরভ সরকার
৫ / ২১
এভাবে ঝুঁকি জেনেও অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়েন। ব্রহ্মপুত্র রেলসেতু, ময়মনসিংহ, ৭ জুলাই। ছবি: রাহিল সোহাগ
এভাবে ঝুঁকি জেনেও অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়েন। ব্রহ্মপুত্র রেলসেতু, ময়মনসিংহ, ৭ জুলাই। ছবি: রাহিল সোহাগ
৬ / ২১
ভোলায় করোনা মহামারির মহা দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবিতে দেশব্যাপী অবস্থান কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ভোলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সামনে, ভোলা, ৮ জুলাই। ছবি: মো. আরিফ
ভোলায় করোনা মহামারির মহা দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবিতে দেশব্যাপী অবস্থান কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ভোলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সামনে, ভোলা, ৮ জুলাই। ছবি: মো. আরিফ
৭ / ২১
গত কয়েক দিনের বৃষ্টিতে বিলে পানি বেড়েছে। নতুন পানি হওয়ায় মাছ ধরার আমেজ বিরাজ করছে গ্রামের সবার মনে। তাই সকালে শুরু হয়েছে চটকা জাল দিয়ে মাছ ধরা। গিরাই, মিঠাপুকুর, রংপুর, ৮ জুলাই। ছবি: ফয়সাল মাহমুদ আল-মারজান
গত কয়েক দিনের বৃষ্টিতে বিলে পানি বেড়েছে। নতুন পানি হওয়ায় মাছ ধরার আমেজ বিরাজ করছে গ্রামের সবার মনে। তাই সকালে শুরু হয়েছে চটকা জাল দিয়ে মাছ ধরা। গিরাই, মিঠাপুকুর, রংপুর, ৮ জুলাই। ছবি: ফয়সাল মাহমুদ আল-মারজান
৮ / ২১
বৃষ্টির পানিতে অপরাজিতা ফুলের সৌন্দর্য। বালিয়াকান্দি, রাজবাড়ী, ৭ জুলাই। ছবি: মো. হানিফ শেখ
বৃষ্টির পানিতে অপরাজিতা ফুলের সৌন্দর্য। বালিয়াকান্দি, রাজবাড়ী, ৭ জুলাই। ছবি: মো. হানিফ শেখ
৯ / ২১
মির্জাপুর শাহী মসজিদ। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মসজিদটি ১৬৭৯ খ্রিষ্টাব্দে (সম্ভাব্য) নির্মিত ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণের মসজিদের সঙ্গে নির্মাণশৈলীর সাদৃশ্য রয়েছে। এ থেকে ধারণা করা হয়, ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত মসজিদের সমসাময়িককালে এ মির্জাপুর শাহী মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়। দোস্ত মোহম্মদ নামে এক ব্যক্তি এটির নির্মাণকাজ শেষ করেন। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আশিক রানা সোহাগ
মির্জাপুর শাহী মসজিদ। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মসজিদটি ১৬৭৯ খ্রিষ্টাব্দে (সম্ভাব্য) নির্মিত ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণের মসজিদের সঙ্গে নির্মাণশৈলীর সাদৃশ্য রয়েছে। এ থেকে ধারণা করা হয়, ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত মসজিদের সমসাময়িককালে এ মির্জাপুর শাহী মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়। দোস্ত মোহম্মদ নামে এক ব্যক্তি এটির নির্মাণকাজ শেষ করেন। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আশিক রানা সোহাগ
১০ / ২১
বর্ষা মৌসুম এলেই মাছ ধরার হিড়িক পড়ে যায় খাল-বিল, নদী–নালাবিধৌত এলাকায়। খালের ওপরে এভাবেই জাল পেতে মাছ ধরেন অনেক জেলে। সেখানে আবার রাত জেগে মাছ ধরার সুবিধার্থে ছোট্ট অস্থায়ী ঘরও বানিয়ে নেন তাঁরা। ময়মনসিংহের স্থানীয় ভাষায় যাকে খড়া বলা হয়। পাঁচকাহনিয়া গ্রাম, রূপসী, ফুলপুর, ময়মনসিংহ, ৭ জুলাই। ছবি: মাহমুদুল হাসান
বর্ষা মৌসুম এলেই মাছ ধরার হিড়িক পড়ে যায় খাল-বিল, নদী–নালাবিধৌত এলাকায়। খালের ওপরে এভাবেই জাল পেতে মাছ ধরেন অনেক জেলে। সেখানে আবার রাত জেগে মাছ ধরার সুবিধার্থে ছোট্ট অস্থায়ী ঘরও বানিয়ে নেন তাঁরা। ময়মনসিংহের স্থানীয় ভাষায় যাকে খড়া বলা হয়। পাঁচকাহনিয়া গ্রাম, রূপসী, ফুলপুর, ময়মনসিংহ, ৭ জুলাই। ছবি: মাহমুদুল হাসান
১১ / ২১
কাঠগোলাপ। বালিয়াকান্দি, রাজবাড়ী, ৮ জুলাই। ছবি: মো. হানিফ শেখ
কাঠগোলাপ। বালিয়াকান্দি, রাজবাড়ী, ৮ জুলাই। ছবি: মো. হানিফ শেখ
১২ / ২১
আমাদের বলা হয় ‘মাছে ভাতে বাঙালি’। নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড়ের এ দেশে বোধ হয় সেই আদিযুগ থেকেই মাছ খাওয়া হতো। কবির ভাষায়, ‘বড়শী গেঁথে মাছ ধরে কেউ চ্যাং পুঁটি ও রুই/ বড়শী গেঁথে ছিপ টেনে কেউ শোল মারে শুধুই। সারা বছর মাছ মারে সব, পদ্মবিল ও খালে।’ বোদা উপজেলা, পঞ্চগড়, ৮ জুলাই। ছবি: কামরুজ্জামান লাবিব
আমাদের বলা হয় ‘মাছে ভাতে বাঙালি’। নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড়ের এ দেশে বোধ হয় সেই আদিযুগ থেকেই মাছ খাওয়া হতো। কবির ভাষায়, ‘বড়শী গেঁথে মাছ ধরে কেউ চ্যাং পুঁটি ও রুই/ বড়শী গেঁথে ছিপ টেনে কেউ শোল মারে শুধুই। সারা বছর মাছ মারে সব, পদ্মবিল ও খালে।’ বোদা উপজেলা, পঞ্চগড়, ৮ জুলাই। ছবি: কামরুজ্জামান লাবিব
১৩ / ২১
শিশুরা শ্রম দিয়েই যাচ্ছে আর আমরা দেখতে বাধ্য হচ্ছি । এদের কাজের ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা প্রয়োজন, মানসিক শান্তির প্রয়োজন। কিন্তু এরা পাচ্ছে না কোনোটিই। এদের সুরক্ষা নিয়ে আমাদের ভাবতে হবে। শ্রীপুর, গাজীপুর। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: সাঈদ চৌধুরী
শিশুরা শ্রম দিয়েই যাচ্ছে আর আমরা দেখতে বাধ্য হচ্ছি । এদের কাজের ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা প্রয়োজন, মানসিক শান্তির প্রয়োজন। কিন্তু এরা পাচ্ছে না কোনোটিই। এদের সুরক্ষা নিয়ে আমাদের ভাবতে হবে। শ্রীপুর, গাজীপুর। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: সাঈদ চৌধুরী
১৪ / ২১
চলছে বর্ষাকাল। চারদিকে মাছ ধরার উৎসব। তাই বাঁশের তৈরি মাছের খাচির কদর বেড়েছে। কদর বাড়ার কারণে একজন কারিগর খাচি তৈরিতে ব্যস্ত। নগরপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৮ জুলাই। ছবি: রাসেল আহমেদ
চলছে বর্ষাকাল। চারদিকে মাছ ধরার উৎসব। তাই বাঁশের তৈরি মাছের খাচির কদর বেড়েছে। কদর বাড়ার কারণে একজন কারিগর খাচি তৈরিতে ব্যস্ত। নগরপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৮ জুলাই। ছবি: রাসেল আহমেদ
১৫ / ২১
এ সপ্তাহের বাকি দিনগুলোর সন্ধ্যার মতো আজকে এ শহরের আকাশের মেঘগুলো দিগ্‌বিদিক ছুটছে না। মনে হচ্ছে আজ ওরা বেশ ক্লান্ত, তাই হয়তো জিরিয়ে নিচ্ছে। বর্ষা মৌসুম এলেই মেঘ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে। পত্নীপাড়া, ময়মনসিংহ সদর, ৮ জুলাই। ছবি: অনন্যা সূচি
এ সপ্তাহের বাকি দিনগুলোর সন্ধ্যার মতো আজকে এ শহরের আকাশের মেঘগুলো দিগ্‌বিদিক ছুটছে না। মনে হচ্ছে আজ ওরা বেশ ক্লান্ত, তাই হয়তো জিরিয়ে নিচ্ছে। বর্ষা মৌসুম এলেই মেঘ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে। পত্নীপাড়া, ময়মনসিংহ সদর, ৮ জুলাই। ছবি: অনন্যা সূচি
১৬ / ২১
ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়েছে। শম্ভূগঞ্জ রেলসেতু এলাকা, কেওয়াটখালি, ময়মনসিংহ শহর, ৮ জুলাই। ছবি: আশরাফুর রহমান
ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়েছে। শম্ভূগঞ্জ রেলসেতু এলাকা, কেওয়াটখালি, ময়মনসিংহ শহর, ৮ জুলাই। ছবি: আশরাফুর রহমান
১৭ / ২১
শৈশবের দুরন্তপনায় মার্বেল খেলে সময় কার না কেটেছে! করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় মার্বেল খেলে বেশ আমোদেই সময় কাটাচ্ছে শিশুরা। শৈশবের দুরন্তপনার লোভ সামলাতে না পেরে এক নানিও এসেছেন নাতিদের সঙ্গে মারবেল খেলতে! ছবিটি তোলা রাজবাড়ীর কালুখালি উপজেলা থেকে। ৯ জুলাই। ছবি: সোহেল রানা
শৈশবের দুরন্তপনায় মার্বেল খেলে সময় কার না কেটেছে! করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় মার্বেল খেলে বেশ আমোদেই সময় কাটাচ্ছে শিশুরা। শৈশবের দুরন্তপনার লোভ সামলাতে না পেরে এক নানিও এসেছেন নাতিদের সঙ্গে মারবেল খেলতে! ছবিটি তোলা রাজবাড়ীর কালুখালি উপজেলা থেকে। ৯ জুলাই। ছবি: সোহেল রানা
১৮ / ২১
লালমনিরহাটে বন্যার পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। টানা বেশ কয়েক দিন ধরে বৃষ্টির ফলে বহু রাস্তা ও কৃষিজমি বিস্তীর্ণ হয়ে পড়েছে। ভারী বর্ষণের কারণে কৃষকেরা ধান রোপণে সমস্যায় পড়ছেন তাঁদের জমিতে। হাতীবান্ধা, লালমনিরহাট, ৯ জুলাই। ছবি: তাজওয়ার আহমেদ তনয়
লালমনিরহাটে বন্যার পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। টানা বেশ কয়েক দিন ধরে বৃষ্টির ফলে বহু রাস্তা ও কৃষিজমি বিস্তীর্ণ হয়ে পড়েছে। ভারী বর্ষণের কারণে কৃষকেরা ধান রোপণে সমস্যায় পড়ছেন তাঁদের জমিতে। হাতীবান্ধা, লালমনিরহাট, ৯ জুলাই। ছবি: তাজওয়ার আহমেদ তনয়
১৯ / ২১
বগুড়া জেলার গাবতলী উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত ইছামতী নদীর পাড়ের ভাঙন রোধে বৃক্ষরোপণ করেছে হেল্প বাংলাদেশ ফাউন্ডেশন (এইচবিএফ)। এইচবিএফের কর্মীরা বালুপাড়া ও নিজগ্রাম এলাকার ইছামতী নদীর পাড়ে সম্প্রতি এ বৃক্ষরোপণ করেন। ছবি: আবুল বাশার মিরাজ
বগুড়া জেলার গাবতলী উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত ইছামতী নদীর পাড়ের ভাঙন রোধে বৃক্ষরোপণ করেছে হেল্প বাংলাদেশ ফাউন্ডেশন (এইচবিএফ)। এইচবিএফের কর্মীরা বালুপাড়া ও নিজগ্রাম এলাকার ইছামতী নদীর পাড়ে সম্প্রতি এ বৃক্ষরোপণ করেন। ছবি: আবুল বাশার মিরাজ
২০ / ২১
তরুণদের উদ্যোগে সংশপ্তক নামে সংগঠনের ব্যানারে গ্রামে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। খবর পেয়ে সত্তর ছুঁই ছুঁই এ বৃদ্ধা লাঠিতে ভর করে এসেছেন ডাক্তারের থেকে পরামর্শ নিতে। চণ্ডীপুর, পার্বতীপুর, দিনাজপুর, ৯ জুলাই। ছবি: মামুন সোহাগ
তরুণদের উদ্যোগে সংশপ্তক নামে সংগঠনের ব্যানারে গ্রামে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। খবর পেয়ে সত্তর ছুঁই ছুঁই এ বৃদ্ধা লাঠিতে ভর করে এসেছেন ডাক্তারের থেকে পরামর্শ নিতে। চণ্ডীপুর, পার্বতীপুর, দিনাজপুর, ৯ জুলাই। ছবি: মামুন সোহাগ
২১ / ২১
হাঁসের জলকেলি। মালিরটেক বিল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৬ জুলাই। ছবি: রাসেল আহমেদ
হাঁসের জলকেলি। মালিরটেক বিল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৬ জুলাই। ছবি: রাসেল আহমেদ