নাগরিক ছবি (১২ জুলাই, ২০২০)

১ / ১৯
ফসলের মাঠে পানির উপস্থিতি বর্ষার জানান দিচ্ছে। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ধানখেতের মধ্যে সৌন্দর্যের ডালপালা মেলে ফুটে ওঠে শাপলা। আর তা সংগ্রহের প্রতিযোগিতা চলে গ্রামের একদল বালকের মধ্যে। সেই প্রতিযোগিতায় জয়ী হয়ে সবার আগে একমুঠো শাপলা তুলতে পেরে বিশ্বজয়ের হাসি এই ছেলেটির মুখে। এটাই তো শৈশব, এটাই তো জীবনের শ্রেষ্ঠ সময়! সিঙ্গুয়া গ্রাম, কচুয়া, চাঁদপুর, ১০ জুলাই। ছবি: মো. জাহিদ হাসান
ফসলের মাঠে পানির উপস্থিতি বর্ষার জানান দিচ্ছে। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ধানখেতের মধ্যে সৌন্দর্যের ডালপালা মেলে ফুটে ওঠে শাপলা। আর তা সংগ্রহের প্রতিযোগিতা চলে গ্রামের একদল বালকের মধ্যে। সেই প্রতিযোগিতায় জয়ী হয়ে সবার আগে একমুঠো শাপলা তুলতে পেরে বিশ্বজয়ের হাসি এই ছেলেটির মুখে। এটাই তো শৈশব, এটাই তো জীবনের শ্রেষ্ঠ সময়! সিঙ্গুয়া গ্রাম, কচুয়া, চাঁদপুর, ১০ জুলাই। ছবি: মো. জাহিদ হাসান
২ / ১৯
মেঘলা দিনে বৃষ্টির জমে থাকা পানিতে ফুটবল খেলায় মেতে উঠেছে গ্রামের দামাল ছেলেরা। বালিয়াকান্দি, রাজবাড়ী, ১০ জুলাই। ছবি: মো. হানিফ শেখ
মেঘলা দিনে বৃষ্টির জমে থাকা পানিতে ফুটবল খেলায় মেতে উঠেছে গ্রামের দামাল ছেলেরা। বালিয়াকান্দি, রাজবাড়ী, ১০ জুলাই। ছবি: মো. হানিফ শেখ
৩ / ১৯
আম্পানে ভেঙেছে এখানকার নদীর বাঁধ, একটু দূরে নতুন করে রিং বাঁধ দেওয়ার পর গাছটি শুধু পুরোনো বাঁধের নিশানায় নদীর বুকে একাকী দাঁড়িয়ে। বুড়িগোয়ালিনী, শ্যামনগর, সাতক্ষীরা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রিফাত নূর রাব্বি
আম্পানে ভেঙেছে এখানকার নদীর বাঁধ, একটু দূরে নতুন করে রিং বাঁধ দেওয়ার পর গাছটি শুধু পুরোনো বাঁধের নিশানায় নদীর বুকে একাকী দাঁড়িয়ে। বুড়িগোয়ালিনী, শ্যামনগর, সাতক্ষীরা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রিফাত নূর রাব্বি
৪ / ১৯
চা–বাগানের সবুজের স্নিগ্ধতা যেন মনকে দোলা দিয়ে বেড়ায়, সাদা মেঘের ভেলায় নীল আকাশ যেন সজীবতা ছড়ায় এই ধরণির বুকে। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৯ জুলাই। ছবি: এ এস এম সায়েম
চা–বাগানের সবুজের স্নিগ্ধতা যেন মনকে দোলা দিয়ে বেড়ায়, সাদা মেঘের ভেলায় নীল আকাশ যেন সজীবতা ছড়ায় এই ধরণির বুকে। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৯ জুলাই। ছবি: এ এস এম সায়েম
৫ / ১৯
‘আলোকিত আমলা’ নামে স্থানীয় তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আমলা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাজমুল হুদার দিকনির্দেশনায় বিএটসির সহযোগিতায় আলোকিত আমলার পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মক্তবসহ গুরুত্বপূর্ণ স্থানে রোপণের জন্য বিভিন্ন জাতের ১২০০ চারাগাছ বিতরণ করা হয়। এর আগে করোনার কবলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের জন্য মাসব্যাপী বিনা মূল্যে ভ্রাম্যমাণ সবজি বাজার পরিচালনা করে আলোচনায় আসে ‘আলোকিত আমলা’ নামের এ সংগঠনটি। ছবি: শওকত
‘আলোকিত আমলা’ নামে স্থানীয় তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আমলা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাজমুল হুদার দিকনির্দেশনায় বিএটসির সহযোগিতায় আলোকিত আমলার পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মক্তবসহ গুরুত্বপূর্ণ স্থানে রোপণের জন্য বিভিন্ন জাতের ১২০০ চারাগাছ বিতরণ করা হয়। এর আগে করোনার কবলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের জন্য মাসব্যাপী বিনা মূল্যে ভ্রাম্যমাণ সবজি বাজার পরিচালনা করে আলোচনায় আসে ‘আলোকিত আমলা’ নামের এ সংগঠনটি। ছবি: শওকত
৬ / ১৯
ঘুড়ি উৎসবের হিড়িক। আবার খোলা স্থানে পানি বেড়ে যাওয়া বা বানের ফলে সেই উৎসব ধূলিসাৎও হ‌য়েছে! কী অদ্ভুত, রহস্যময়, মায়া, ইন্দ্রজালের পৃথিবী। কুমারখালী, কুষ্টিয়া, ৯ জুলাই। ছবি: আল আমিন ইসলাম নাসিম
ঘুড়ি উৎসবের হিড়িক। আবার খোলা স্থানে পানি বেড়ে যাওয়া বা বানের ফলে সেই উৎসব ধূলিসাৎও হ‌য়েছে! কী অদ্ভুত, রহস্যময়, মায়া, ইন্দ্রজালের পৃথিবী। কুমারখালী, কুষ্টিয়া, ৯ জুলাই। ছবি: আল আমিন ইসলাম নাসিম
৭ / ১৯
জবা ফুল। হাতীবান্ধা উপজেলা, লালমনিরহাট, ১০ জুলাই। ছবি: জাহিদ হাসান লায়ন
জবা ফুল। হাতীবান্ধা উপজেলা, লালমনিরহাট, ১০ জুলাই। ছবি: জাহিদ হাসান লায়ন
৮ / ১৯
স্থানীয় একটি নালায় কৃষকদের পাট পচানো হচ্ছে। সারা দিন ভেসে বেড়ানো হাঁসগুলো এবার বুঝি একটু ক্লান্ত। তাই পাটের জাগে খানিকটা জিরিয়ে নিচ্ছে তারা। খানপাড়া, শরীয়তপুর, ১০ জুলাই।  ছবি: আফজাল তাহফি রোহান
স্থানীয় একটি নালায় কৃষকদের পাট পচানো হচ্ছে। সারা দিন ভেসে বেড়ানো হাঁসগুলো এবার বুঝি একটু ক্লান্ত। তাই পাটের জাগে খানিকটা জিরিয়ে নিচ্ছে তারা। খানপাড়া, শরীয়তপুর, ১০ জুলাই। ছবি: আফজাল তাহফি রোহান
৯ / ১৯
ঘুড়িটির উচ্চতা ১৮ ফুট! ঘুড়ি যে এত বড় হয়, তা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। মীর রুবেল হোসেন ও আলমের নেতৃত্বে পাঁচজন কারিগর চার দিন ধরে তৈরি করে এই বিশাল আকারের ঘুড়ি। মির্জানগর, দ্বেবীদ্বার, কুমিল্লা, ১০ জুলাই। ছবি: মাহমুদুল হাসান
ঘুড়িটির উচ্চতা ১৮ ফুট! ঘুড়ি যে এত বড় হয়, তা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। মীর রুবেল হোসেন ও আলমের নেতৃত্বে পাঁচজন কারিগর চার দিন ধরে তৈরি করে এই বিশাল আকারের ঘুড়ি। মির্জানগর, দ্বেবীদ্বার, কুমিল্লা, ১০ জুলাই। ছবি: মাহমুদুল হাসান
১০ / ১৯
পানি বেড়েছে নদীতে। বাইশটিলা এলাকা, এয়ারপোর্ট রোড, সিলেট, ১০ জুলাই। ছবি: পাভেল রেজা
পানি বেড়েছে নদীতে। বাইশটিলা এলাকা, এয়ারপোর্ট রোড, সিলেট, ১০ জুলাই। ছবি: পাভেল রেজা
১১ / ১৯
প্রিয় ক্যাম্পাসের ভালোবাসার টান এতটাই গভীর যে করোনাভাইরাসের আতঙ্ক ঢাবি শিক্ষার্থী মো. হাছিবুল বাসার মানিককে আর ঘরবন্দী রাখতে পারেনি। ঢাকা-কুমিল্লা মহাসড়ক রুটে দীর্ঘ ১৩৫ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে ক্যাম্পাসে আসেন তিনি। কলাভবন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ জুলাই। ছবি: ফাইজুর ইসলাম মারুফ
প্রিয় ক্যাম্পাসের ভালোবাসার টান এতটাই গভীর যে করোনাভাইরাসের আতঙ্ক ঢাবি শিক্ষার্থী মো. হাছিবুল বাসার মানিককে আর ঘরবন্দী রাখতে পারেনি। ঢাকা-কুমিল্লা মহাসড়ক রুটে দীর্ঘ ১৩৫ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে ক্যাম্পাসে আসেন তিনি। কলাভবন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ জুলাই। ছবি: ফাইজুর ইসলাম মারুফ
১২ / ১৯
এক পশলা ঝুমবৃষ্টির পরে যখন সুর্য উঠেছে...। বাংলাদেশ ব্যাংক কলোনি, উপশহর, সিলেট, ১০ জুলাই। ছবি: আরিফুল ইসলাম ঠাকুর সায়েল
এক পশলা ঝুমবৃষ্টির পরে যখন সুর্য উঠেছে...। বাংলাদেশ ব্যাংক কলোনি, উপশহর, সিলেট, ১০ জুলাই। ছবি: আরিফুল ইসলাম ঠাকুর সায়েল
১৩ / ১৯
কাঁঠালবাজার। কাপাসিয়া, গাজীপুর, ১১ জুলাই। ছবি: মো. মেহেদী হাসান অর্ণব
কাঁঠালবাজার। কাপাসিয়া, গাজীপুর, ১১ জুলাই। ছবি: মো. মেহেদী হাসান অর্ণব
১৪ / ১৯
মেঘলা আকাশ, অন্যদিকে বাতাসের সঙ্গে আপন মনে দুলছে গাছগাছালির বাহারি ফুল। জামে মসজিদ, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা, ১১ জুলাই। ছবি: ছৈয়দ ইফতেখার হৃদয়
মেঘলা আকাশ, অন্যদিকে বাতাসের সঙ্গে আপন মনে দুলছে গাছগাছালির বাহারি ফুল। জামে মসজিদ, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা, ১১ জুলাই। ছবি: ছৈয়দ ইফতেখার হৃদয়
১৫ / ১৯
সারা দিন টানা বৃষ্টির রেশ কাটে না, ঝিরিঝিরি বৃষ্টিতে মাছ বেশি পড়ে জালে। তাই তো মাথার ওপর ছাতা দিয়েই ধর্মজালে (স্থানীয় ভাষা) মধ্যরাত অবধি মাছ ধরা। ছবিটি ১১ জুলাই রাত ১১টা ১০ মিনিটের। গড়িয়ানা, কালুখালী, রাজবাড়ী। ছবি: শামিম মিয়া
সারা দিন টানা বৃষ্টির রেশ কাটে না, ঝিরিঝিরি বৃষ্টিতে মাছ বেশি পড়ে জালে। তাই তো মাথার ওপর ছাতা দিয়েই ধর্মজালে (স্থানীয় ভাষা) মধ্যরাত অবধি মাছ ধরা। ছবিটি ১১ জুলাই রাত ১১টা ১০ মিনিটের। গড়িয়ানা, কালুখালী, রাজবাড়ী। ছবি: শামিম মিয়া
১৬ / ১৯
প্রান্তিক কৃষক, কৃষিকাজের পাশাপাশি জাল দিয়ে নদীতে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন। ছবিটি তোলা হয়েছে ভোলার তজুমদ্দিন থানার মেঘনা নদীর পাড় থেকে। ১২ জুলাই। ছবি: কামরুল হাসান
প্রান্তিক কৃষক, কৃষিকাজের পাশাপাশি জাল দিয়ে নদীতে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন। ছবিটি তোলা হয়েছে ভোলার তজুমদ্দিন থানার মেঘনা নদীর পাড় থেকে। ১২ জুলাই। ছবি: কামরুল হাসান
১৭ / ১৯
চারদিকে অথই বন্যার পানি। বৃষ্টি আর উজানের ঢলে সবকিছু যেন চুরমার। হঠাৎ বৃষ্টিহীন এক ফাঁকে নিজেকে প্রকাশ করেছে উত্তরে ভাসমান মেঘের চূড়া। ছবিটি রোববার তোলা হয়েছে কুড়িগ্রামের সীমান্ত উপজেলা ভূরুঙ্গামারী থেকে। ছবি: এস এম আতাউর
চারদিকে অথই বন্যার পানি। বৃষ্টি আর উজানের ঢলে সবকিছু যেন চুরমার। হঠাৎ বৃষ্টিহীন এক ফাঁকে নিজেকে প্রকাশ করেছে উত্তরে ভাসমান মেঘের চূড়া। ছবিটি রোববার তোলা হয়েছে কুড়িগ্রামের সীমান্ত উপজেলা ভূরুঙ্গামারী থেকে। ছবি: এস এম আতাউর
১৮ / ১৯
আষাঢ়ের টানা বৃষ্টির পর মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের উঁকি।  প্রকৃতির এক নতুন রূপ। ছোনটিয়া বাজার, আকন্দ বাড়ি, জামালপুর, ১২ জুলাই। ছবি: মঞ্জুরুল ইসলাম আকন্দ
আষাঢ়ের টানা বৃষ্টির পর মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের উঁকি। প্রকৃতির এক নতুন রূপ। ছোনটিয়া বাজার, আকন্দ বাড়ি, জামালপুর, ১২ জুলাই। ছবি: মঞ্জুরুল ইসলাম আকন্দ
১৯ / ১৯
করোনার মধ্যে স্বস্তি ফিরে পেতে গ্রামের কয়েকজন তরুণ এভাবেই মারবেল খেলায় মেতে উঠেছিল। ছবিটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদ থেকে রোববার তোলা। ছবি: এম বুরহান উদ্দীন
করোনার মধ্যে স্বস্তি ফিরে পেতে গ্রামের কয়েকজন তরুণ এভাবেই মারবেল খেলায় মেতে উঠেছিল। ছবিটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদ থেকে রোববার তোলা। ছবি: এম বুরহান উদ্দীন