নাগরিক ছবি (১৪ জুলাই, ২০২০)

১ / ১৭
পুকুরে লাফ দেওয়া মানা। এতে পুকুরের পাড় ভেঙে যাওয়ার শঙ্কা। কিন্তু একঝাঁক শিশু-কিশোর সব বিধিনিষেধ ছাপিয়ে রোজ করে গাছ থেকে পুকুরে লাফ দেয়। এই যেন শিশু-কিশোরদের বাঁধভাঙা আনন্দ। বীরকান্দি বড় বাড়ি, রায়পুরা, নরসিংদী, ১৪ জুলাই। ছবি: তায়েব হোসেন
পুকুরে লাফ দেওয়া মানা। এতে পুকুরের পাড় ভেঙে যাওয়ার শঙ্কা। কিন্তু একঝাঁক শিশু-কিশোর সব বিধিনিষেধ ছাপিয়ে রোজ করে গাছ থেকে পুকুরে লাফ দেয়। এই যেন শিশু-কিশোরদের বাঁধভাঙা আনন্দ। বীরকান্দি বড় বাড়ি, রায়পুরা, নরসিংদী, ১৪ জুলাই। ছবি: তায়েব হোসেন
২ / ১৭
ছাদবাগানের গোলাপ। কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, ১৩ জুলাই। ছবি: তামান্না আফরোজ
ছাদবাগানের গোলাপ। কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, ১৩ জুলাই। ছবি: তামান্না আফরোজ
৩ / ১৭
জীবনসংগ্রাম। নারায়ণগঞ্জ, ১৪ জুলাই। ছবি: আফজাল তাহফি রোহান
জীবনসংগ্রাম। নারায়ণগঞ্জ, ১৪ জুলাই। ছবি: আফজাল তাহফি রোহান
৪ / ১৭
নতুন পানি আসছে খেতে, বিলে-ঝিলে। আর তখন অনেকেই শখে কিংবা এক বেলা তরকারির আশায় অনেকেই বড়শি বা বিভিন্ন ফাঁদ দিয়ে মাছ ধরে। তেমনই এই ছেলেটি করোনার এই অফুরন্ত সময়ে বড়শি দিয়ে মাছ ধরছে আপন মনে। খলাপাড়া, পূর্বধলা, নেত্রকোনা, ১৪ জুলাই। ছবি: মিজানুর রহমান শিহান।
নতুন পানি আসছে খেতে, বিলে-ঝিলে। আর তখন অনেকেই শখে কিংবা এক বেলা তরকারির আশায় অনেকেই বড়শি বা বিভিন্ন ফাঁদ দিয়ে মাছ ধরে। তেমনই এই ছেলেটি করোনার এই অফুরন্ত সময়ে বড়শি দিয়ে মাছ ধরছে আপন মনে। খলাপাড়া, পূর্বধলা, নেত্রকোনা, ১৪ জুলাই। ছবি: মিজানুর রহমান শিহান।
৫ / ১৭
নিষ্ঠুর নির্দয় জনজীবন বিপন্নকারী বন্যা। চর এলাকা, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ১৩ জুলাই। ছবি: এস এম আতাউর
নিষ্ঠুর নির্দয় জনজীবন বিপন্নকারী বন্যা। চর এলাকা, নাগেশ্বরী, কুড়িগ্রাম, ১৩ জুলাই। ছবি: এস এম আতাউর
৬ / ১৭
একটু বৃষ্টি হলেই চলাচলে বেকায়দায় পড়তে হয় এলাকার হাজারো মানুষকে। মালামাল পরিবহনে ঘোড়ার গাড়িই ভরসা এমন কর্দমাক্ত পথে। কাদায় ঘোড়ার গাড়ির চাকা ফেটে গেলে গাড়িয়াল বাবা এভাবেই ঘোরাটির পিঠে চাবুক মারার প্রস্তুতি নিচ্ছিলেন আর এমন সময় ঘোড়াটির পাশে থাকা তার ছোট ছেলেটি ভয়ে আতঙ্কিত হয়ে উঠছে। অবলা পশুটির প্রতি শিশুর এমন অনুভব আমাদের অনেক কিছু শেখায়। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার অনন্তপুর গ্রামের রাস্তা থেকে তোলা। ছবি: ইমতিয়াজ আহমেদ
একটু বৃষ্টি হলেই চলাচলে বেকায়দায় পড়তে হয় এলাকার হাজারো মানুষকে। মালামাল পরিবহনে ঘোড়ার গাড়িই ভরসা এমন কর্দমাক্ত পথে। কাদায় ঘোড়ার গাড়ির চাকা ফেটে গেলে গাড়িয়াল বাবা এভাবেই ঘোরাটির পিঠে চাবুক মারার প্রস্তুতি নিচ্ছিলেন আর এমন সময় ঘোড়াটির পাশে থাকা তার ছোট ছেলেটি ভয়ে আতঙ্কিত হয়ে উঠছে। অবলা পশুটির প্রতি শিশুর এমন অনুভব আমাদের অনেক কিছু শেখায়। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার অনন্তপুর গ্রামের রাস্তা থেকে তোলা। ছবি: ইমতিয়াজ আহমেদ
৭ / ১৭
বন্যার পানি যখন চারদিকে টইটম্বুর, সেই সুযোগে দুই শিশু মেতে উঠেছে গোসলে। ঠান্ডা লাগা কিংবা সর্দি—এসবের কোনো তোয়াক্কা নেই তাদের কাছে। কে কতটুকু ভিজিয়ে দিতে পারে, এটাই তাদের আনন্দ। মুশা গ্রাম, নীলফামারী, ১২ জুলাই। ছবি: রেদওয়ানুর হক শুভ
বন্যার পানি যখন চারদিকে টইটম্বুর, সেই সুযোগে দুই শিশু মেতে উঠেছে গোসলে। ঠান্ডা লাগা কিংবা সর্দি—এসবের কোনো তোয়াক্কা নেই তাদের কাছে। কে কতটুকু ভিজিয়ে দিতে পারে, এটাই তাদের আনন্দ। মুশা গ্রাম, নীলফামারী, ১২ জুলাই। ছবি: রেদওয়ানুর হক শুভ
৮ / ১৭
এমনিতেই বর্ষাকাল, তার ওপর বন্ধ রয়েছে স্কুল। এ যেন অফুরন্ত অবসর। নেই কোনো পড়াশোনার চাপ, নেই কোনো টেনশন, শুধুই ছুটে চলা। এমন হাসি তো এদেরই মানায়! পঞ্চগড়, ১৩ জুলাই। ছবি: বিনায়েক রহমান
এমনিতেই বর্ষাকাল, তার ওপর বন্ধ রয়েছে স্কুল। এ যেন অফুরন্ত অবসর। নেই কোনো পড়াশোনার চাপ, নেই কোনো টেনশন, শুধুই ছুটে চলা। এমন হাসি তো এদেরই মানায়! পঞ্চগড়, ১৩ জুলাই। ছবি: বিনায়েক রহমান
৯ / ১৭
চলনবিলের স্নিগ্ধ পানিতে হাঁস। বড় পাঙ্গাসী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ১৩ জুলাই। ছবি: নাবিরুল অন্তর
চলনবিলের স্নিগ্ধ পানিতে হাঁস। বড় পাঙ্গাসী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ১৩ জুলাই। ছবি: নাবিরুল অন্তর
১০ / ১৭
আকাশে ঘন কালো মেঘ, আষাঢ়ের শেষ লগনে যেন জানান দিচ্ছে এখনই কান্না শুরু করবে মুষলধারে। বাড়ির টিনের চালাও যেন অপেক্ষা করছে কখন সেই মেঘের কান্নাগুলোকে বরণ করে নেবে, তৈরি করবে মোহময় ছন্দমালা। ঝমঝম শব্দেছন্দে মুখর করবে চারপাশ, বৃষ্টির দামামার সঙ্গে দ্যোতনাও বাজবে মানবহৃদয়ে! প্রকৃতির যেন সেই ক্ষণেরই অধীর অপেক্ষা! আতাইল, শাজাহানপুর, বগুড়া, ১৩ জুলাই। ছবি: শিহাব উদ্দিন
আকাশে ঘন কালো মেঘ, আষাঢ়ের শেষ লগনে যেন জানান দিচ্ছে এখনই কান্না শুরু করবে মুষলধারে। বাড়ির টিনের চালাও যেন অপেক্ষা করছে কখন সেই মেঘের কান্নাগুলোকে বরণ করে নেবে, তৈরি করবে মোহময় ছন্দমালা। ঝমঝম শব্দেছন্দে মুখর করবে চারপাশ, বৃষ্টির দামামার সঙ্গে দ্যোতনাও বাজবে মানবহৃদয়ে! প্রকৃতির যেন সেই ক্ষণেরই অধীর অপেক্ষা! আতাইল, শাজাহানপুর, বগুড়া, ১৩ জুলাই। ছবি: শিহাব উদ্দিন
১১ / ১৭
ঘন বৃষ্টিতে পুকুর–খাল-বিল ভেসে গেছে। সঙ্গে ভেসে গেছে হাজার হাজার টাকার মাছও। সেসব মাছই ধুরকুস দিয়ে কুপিয়ে মারছে দুজন। কালুখালি, রাজবাড়ী, ১৩ জুলাই। ছবি: সোহেল রানা
ঘন বৃষ্টিতে পুকুর–খাল-বিল ভেসে গেছে। সঙ্গে ভেসে গেছে হাজার হাজার টাকার মাছও। সেসব মাছই ধুরকুস দিয়ে কুপিয়ে মারছে দুজন। কালুখালি, রাজবাড়ী, ১৩ জুলাই। ছবি: সোহেল রানা
১২ / ১৭
নদীর পাড়ে নৌকার ওপর বসে তিন বন্ধুর ঘুড়ি ওড়ানো উপভোগ। গোদার বাজার, রাজবাড়ী, ১৩ জুলাই। ছবি: মো. ইসতিয়াক হোসেন সোয়েব
নদীর পাড়ে নৌকার ওপর বসে তিন বন্ধুর ঘুড়ি ওড়ানো উপভোগ। গোদার বাজার, রাজবাড়ী, ১৩ জুলাই। ছবি: মো. ইসতিয়াক হোসেন সোয়েব
১৩ / ১৭
করোনায় জনজীবন বিপর্যস্ত। সবকিছু স্থবির। স্থবির মানুষের মনও। কোথাও একদণ্ড সুখ নেই। এই স্থবিরতার মাঝেই গোধূলি লগনে কিছু সুখের সন্ধানে নেমেছিলেন গ্রামের এই তিন যুবক। চাঁদপুর, ১৩ জুলাই। ছবি: আফজাল তাহফি রোহান
করোনায় জনজীবন বিপর্যস্ত। সবকিছু স্থবির। স্থবির মানুষের মনও। কোথাও একদণ্ড সুখ নেই। এই স্থবিরতার মাঝেই গোধূলি লগনে কিছু সুখের সন্ধানে নেমেছিলেন গ্রামের এই তিন যুবক। চাঁদপুর, ১৩ জুলাই। ছবি: আফজাল তাহফি রোহান
১৪ / ১৭
জীবন তাদের নৌকার পালের মতোই, অনেক শক্ত হাতে ধরে রাখতে হয়। সারিয়াকান্দি, বগুড়া, ১৩ জুলাই। ছবি: সাবিত হাসান
জীবন তাদের নৌকার পালের মতোই, অনেক শক্ত হাতে ধরে রাখতে হয়। সারিয়াকান্দি, বগুড়া, ১৩ জুলাই। ছবি: সাবিত হাসান
১৫ / ১৭
করোনার সংক্রমণ রোধে ইজিবাইক ও রিকশাচালকদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড় ও মুজিব চত্বরে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়। ছবি: এম বুরহান উদ্দীন
করোনার সংক্রমণ রোধে ইজিবাইক ও রিকশাচালকদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড় ও মুজিব চত্বরে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়। ছবি: এম বুরহান উদ্দীন
১৬ / ১৭
গ্রামের বাজারে বিক্রয়ের জন্য আনা হয়ে হয়েছে পাকা কাঠাল। ভদ্রঘাট বাজার, সিরাজগঞ্জ, ১২ জুলাই। ছবি: সজীব খান রিগান
গ্রামের বাজারে বিক্রয়ের জন্য আনা হয়ে হয়েছে পাকা কাঠাল। ভদ্রঘাট বাজার, সিরাজগঞ্জ, ১২ জুলাই। ছবি: সজীব খান রিগান
১৭ / ১৭
করোনার এই মহামারিতে সচেতনতায় যখন বেশির ভাগ মানুষ ঘরবন্দী, তখন শহরে থাকা এই শিশুদের বাসার ছাদটুকু যেন একটু নিশ্বাস নেওয়ার জায়গা। তবু সুস্থ থাকুক দেশ, দেশের মানুষজন, দেশের সব স্নেহের শিশুরা। জয়নগর, নেত্রকোনা, ১৩ জুলাই। ছবি: পারভেজ আহমেদ ইমন
করোনার এই মহামারিতে সচেতনতায় যখন বেশির ভাগ মানুষ ঘরবন্দী, তখন শহরে থাকা এই শিশুদের বাসার ছাদটুকু যেন একটু নিশ্বাস নেওয়ার জায়গা। তবু সুস্থ থাকুক দেশ, দেশের মানুষজন, দেশের সব স্নেহের শিশুরা। জয়নগর, নেত্রকোনা, ১৩ জুলাই। ছবি: পারভেজ আহমেদ ইমন