নাগরিক ছবি (১৫ জুলাই, ২০২০)

১ / ২১
ব্রহ্মপুত্র ও একজন মাঝি। যাত্রীর অপেক্ষায় তীর ঘেঁষে বসে আছেন মাঝি। আর মনে মনে হয়তো ভাবছেন এই মহামারি শেষ হলে আবার হয়তো ভরে উঠবে তাঁর নৌকা। ব্রহ্মপুত্র নদ, ময়মনসিংহ। ছবি: শাহিদা জাহান সম্পা
ব্রহ্মপুত্র ও একজন মাঝি। যাত্রীর অপেক্ষায় তীর ঘেঁষে বসে আছেন মাঝি। আর মনে মনে হয়তো ভাবছেন এই মহামারি শেষ হলে আবার হয়তো ভরে উঠবে তাঁর নৌকা। ব্রহ্মপুত্র নদ, ময়মনসিংহ। ছবি: শাহিদা জাহান সম্পা
২ / ২১
আম্পানের ক্ষত এখনো দগদগে। কোথাও পানির সংকট, কোথাও খাদ্যসংকট, তবুও থেমে নেই ওদের জীবন। বৃষ্টির মধ্যে নদীর চরে কাদামাটি মেখে ফুটবল খেলার পর ছবিটি নেওয়া। নারায়ণপুর, কয়রা, খুলনা, ১৪ জুলাই। ছবি: এম এম সাইফুল ইসলাম
আম্পানের ক্ষত এখনো দগদগে। কোথাও পানির সংকট, কোথাও খাদ্যসংকট, তবুও থেমে নেই ওদের জীবন। বৃষ্টির মধ্যে নদীর চরে কাদামাটি মেখে ফুটবল খেলার পর ছবিটি নেওয়া। নারায়ণপুর, কয়রা, খুলনা, ১৪ জুলাই। ছবি: এম এম সাইফুল ইসলাম
৩ / ২১
এই বর্ষায় গ্রামবাংলার মানুষের এক অনাবিল আনন্দ এই বর্ষার পানিতে ধান রোপণ করা। বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, ১৪ জুলাই। ছবি: জিল্লুর রাহান
এই বর্ষায় গ্রামবাংলার মানুষের এক অনাবিল আনন্দ এই বর্ষার পানিতে ধান রোপণ করা। বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, ১৪ জুলাই। ছবি: জিল্লুর রাহান
৪ / ২১
ভাটবাড়িয়া, তেঘড়িয়া গ্রামসহ আশপাশের অন্তত আট গ্রামের হাজারো মানুষের নিয়মিত শৈলকুপায় যাতায়াত করেন এই সড়ক দিয়ে। বহু বছর পর এক কিলোমিটার পাকা সড়ক পেতে যাচ্ছে অবহেলিত এ অঞ্চলের মানুষ। সম্প্রতি কাজ শুরু হলেও গতি নেই নির্মাণে। মাসখানেক পড়ে আছে কাটা অবস্থায়। আকাশে মেঘ জমতেই কাদামাটির থই থই সরু খালে পরিণত রাস্তাটি। কৃষিপণ্য পরিবহনসহ যাতায়াত বন্ধের উপক্রম প্রায়। তিন কিলোমিটার দূরের শৈলকুপা যেতে হচ্ছে ১৫ কিলোমিটার কাতলাগাড়ী বাজার ঘুরে। ছবিটি মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া ও তেঘড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: এম বুরহান উদ্দীন
ভাটবাড়িয়া, তেঘড়িয়া গ্রামসহ আশপাশের অন্তত আট গ্রামের হাজারো মানুষের নিয়মিত শৈলকুপায় যাতায়াত করেন এই সড়ক দিয়ে। বহু বছর পর এক কিলোমিটার পাকা সড়ক পেতে যাচ্ছে অবহেলিত এ অঞ্চলের মানুষ। সম্প্রতি কাজ শুরু হলেও গতি নেই নির্মাণে। মাসখানেক পড়ে আছে কাটা অবস্থায়। আকাশে মেঘ জমতেই কাদামাটির থই থই সরু খালে পরিণত রাস্তাটি। কৃষিপণ্য পরিবহনসহ যাতায়াত বন্ধের উপক্রম প্রায়। তিন কিলোমিটার দূরের শৈলকুপা যেতে হচ্ছে ১৫ কিলোমিটার কাতলাগাড়ী বাজার ঘুরে। ছবিটি মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া ও তেঘড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: এম বুরহান উদ্দীন
৫ / ২১
অর্ধশতবর্ষী বটগাছ। এভাবেই বিলের মাঝখানে গ্রামের ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে। গ্রীষ্মের রোদে পথিকের আশ্রয়স্থল, আশ্রয়স্থল অনেক রাখালের। এখন বর্ষার মৌসুমে বিলের শোভা বর্ধন করা এই বটগাছের কাজ। ডালপা, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা, ১৪ জুলাই। ছবি: মো. রাকিব হোসেন
অর্ধশতবর্ষী বটগাছ। এভাবেই বিলের মাঝখানে গ্রামের ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে। গ্রীষ্মের রোদে পথিকের আশ্রয়স্থল, আশ্রয়স্থল অনেক রাখালের। এখন বর্ষার মৌসুমে বিলের শোভা বর্ধন করা এই বটগাছের কাজ। ডালপা, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা, ১৪ জুলাই। ছবি: মো. রাকিব হোসেন
৬ / ২১
প্রিয় জায়গাটিজুড়ে মায়াবী রূপের ঝলকানি আর ফুলের নান্দনিক দৃশ্য দেখে দুচোখ ঝলসে গেছে। ফুলের প্রতিটি কলির ভাঁজের দৃশ্যটি দারুণ মনোমুগ্ধকর। এটি রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাস। কোলাহলপূর্ণ ক্যাম্পাসটি আজ করোনার তাণ্ডবে স্তব্ধ হলেও স্তব্ধ হয়নি নৈসর্গিক বৈচিত্র্য। ছবি: আনসার উল্লাহ আশিক
প্রিয় জায়গাটিজুড়ে মায়াবী রূপের ঝলকানি আর ফুলের নান্দনিক দৃশ্য দেখে দুচোখ ঝলসে গেছে। ফুলের প্রতিটি কলির ভাঁজের দৃশ্যটি দারুণ মনোমুগ্ধকর। এটি রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাস। কোলাহলপূর্ণ ক্যাম্পাসটি আজ করোনার তাণ্ডবে স্তব্ধ হলেও স্তব্ধ হয়নি নৈসর্গিক বৈচিত্র্য। ছবি: আনসার উল্লাহ আশিক
৭ / ২১
করোনাকালীন সময়ে যখন বেকার নানা পেশার মানুষ। সেই সময়ে সদ্য বৃষ্টি হয়ে পানি জমা হওয়া ডোবাতে নৌকা নিয়ে মাছ ধরতে নামলেন এক জেলে। ঘরে দুমুঠো অন্ন না থাকলে সব প্রতিকূলতাকেই উপেক্ষা করে ছুটতে হয় অন্নের সন্ধানে। মুন্সিবাজার এলাকা, রাজনগর উপজেলা, মৌলভীবাজার, ১৪ জুলাই। ছবি: কামরান আহমদ
করোনাকালীন সময়ে যখন বেকার নানা পেশার মানুষ। সেই সময়ে সদ্য বৃষ্টি হয়ে পানি জমা হওয়া ডোবাতে নৌকা নিয়ে মাছ ধরতে নামলেন এক জেলে। ঘরে দুমুঠো অন্ন না থাকলে সব প্রতিকূলতাকেই উপেক্ষা করে ছুটতে হয় অন্নের সন্ধানে। মুন্সিবাজার এলাকা, রাজনগর উপজেলা, মৌলভীবাজার, ১৪ জুলাই। ছবি: কামরান আহমদ
৮ / ২১
নদীভাঙনে কয়েকটি পরিবার হুমকির মুখে। এক পরিবারের রান্নাঘরের অবশিষ্টাংশ। মধুমতী নদী, মোহাম্মদপুর, মাগুরা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মো. আবুল হায়াত
নদীভাঙনে কয়েকটি পরিবার হুমকির মুখে। এক পরিবারের রান্নাঘরের অবশিষ্টাংশ। মধুমতী নদী, মোহাম্মদপুর, মাগুরা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মো. আবুল হায়াত
৯ / ২১
জায়গাটার নাম ওয়াপদা কলোনি। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মনোমুগ্ধকর জায়গা এটি। সারা দিন পরিশ্রম শেষে রোজ বিকেলে জনমানুষের ভিড় জমত এখানে। কিন্তু করোনায় পাল্টে দিয়েছে সব চিত্র। জনপ্রাণিহীন এই জায়গাটা আজ প্রাণহারা। আমি স্বপ্ন দেখি, একদিন পৃথিবীটা সুস্থ হবে। প্রাণ ফিরে পাবে মানুষ। সে সঙ্গে এ ধরনের জনমুখর জায়গাগুলোতেও আবার ভিড় জমবে মানুষের। ছবি: আফজাল তাহফি রোহান
জায়গাটার নাম ওয়াপদা কলোনি। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মনোমুগ্ধকর জায়গা এটি। সারা দিন পরিশ্রম শেষে রোজ বিকেলে জনমানুষের ভিড় জমত এখানে। কিন্তু করোনায় পাল্টে দিয়েছে সব চিত্র। জনপ্রাণিহীন এই জায়গাটা আজ প্রাণহারা। আমি স্বপ্ন দেখি, একদিন পৃথিবীটা সুস্থ হবে। প্রাণ ফিরে পাবে মানুষ। সে সঙ্গে এ ধরনের জনমুখর জায়গাগুলোতেও আবার ভিড় জমবে মানুষের। ছবি: আফজাল তাহফি রোহান
১০ / ২১
এমন সুন্দর নীলাকাশ দেখতে পেলে মনপ্রাণ জুড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংক কলোনি, উপশহর, সিলেট, ১৪ জুলাই। ছবি: আরিফুল ইসলাম ঠাকুর সায়েল
এমন সুন্দর নীলাকাশ দেখতে পেলে মনপ্রাণ জুড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংক কলোনি, উপশহর, সিলেট, ১৪ জুলাই। ছবি: আরিফুল ইসলাম ঠাকুর সায়েল
১১ / ২১
কলাগাছের এই ভেলা কখন ডুবে যায় তার কোনো নিশ্চয়তা নেই। তবু দুরন্ত ছেলেরা তাতে চড়তে ভালোবাসে। আমাদের জীবনও তো তেমন, অনিশ্চিত এই জীবন নিয়েও আমরা প্রতিনিয়ত কত সংগ্রাম করে যাই এই জীবনের জন্যই। খলাপাড়া, পূর্বধলা, নেত্রকোনা, ১৫ জুলাই। ছবি: মিজানুর রহমান শিহান
কলাগাছের এই ভেলা কখন ডুবে যায় তার কোনো নিশ্চয়তা নেই। তবু দুরন্ত ছেলেরা তাতে চড়তে ভালোবাসে। আমাদের জীবনও তো তেমন, অনিশ্চিত এই জীবন নিয়েও আমরা প্রতিনিয়ত কত সংগ্রাম করে যাই এই জীবনের জন্যই। খলাপাড়া, পূর্বধলা, নেত্রকোনা, ১৫ জুলাই। ছবি: মিজানুর রহমান শিহান
১২ / ২১
বিলের পানিতে ভাসমান কলমিলতা। ডালপা, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা, ১৫ জুলাই। ছবি: মো. রাকিব হোসেন
বিলের পানিতে ভাসমান কলমিলতা। ডালপা, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা, ১৫ জুলাই। ছবি: মো. রাকিব হোসেন
১৩ / ২১
ভোলার চরফ্যাশনে রংধনু। ১৫ জুলাই বিকেল ৫টা ২৩ মিনিটে ছবিটি তোলা। ছবি: শাহীন আলম প্রিন্স
ভোলার চরফ্যাশনে রংধনু। ১৫ জুলাই বিকেল ৫টা ২৩ মিনিটে ছবিটি তোলা। ছবি: শাহীন আলম প্রিন্স
১৪ / ২১
আষাঢ়ের আকাশের মুখ গোমড়া। তাই দেখে ফুঁসে উঠেছে নদীটিও। এই উন্মাদ নদীর স্রোতের বিপরীতে ছুটে চলেছে যাত্রীবাহী ট্রলারটি। মেঘনা নদী, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আফজাল তাহফি রোহান
আষাঢ়ের আকাশের মুখ গোমড়া। তাই দেখে ফুঁসে উঠেছে নদীটিও। এই উন্মাদ নদীর স্রোতের বিপরীতে ছুটে চলেছে যাত্রীবাহী ট্রলারটি। মেঘনা নদী, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আফজাল তাহফি রোহান
১৫ / ২১
এসব ট্রাক্ট্রর দিয়ে এই মৌসুমে জমি চাষ করা হয়। তবে মজার ব্যাপার হলো, এই মেশিনের শব্দ শুনে কোথা থেকে যেন গ্রামের ছেলেরা মাছ ধরতে চলে আসে। খামারহাটি, পূর্বধলা, নেত্রকোনা, ১৪ জুলাই। ছবি: পারভেজ আহমেদ ইমন
এসব ট্রাক্ট্রর দিয়ে এই মৌসুমে জমি চাষ করা হয়। তবে মজার ব্যাপার হলো, এই মেশিনের শব্দ শুনে কোথা থেকে যেন গ্রামের ছেলেরা মাছ ধরতে চলে আসে। খামারহাটি, পূর্বধলা, নেত্রকোনা, ১৪ জুলাই। ছবি: পারভেজ আহমেদ ইমন
১৬ / ২১
ইট-পাথরের নগরে ছাদকৃষি জীবনে আনতে পারে এক বৈপ্লবিক পরিবর্তন। দৈনন্দিন চাহিদা মিটানোর পাশাপাশি পরিবেশকে রাখতে পারে সতেজ। করোনাকালীন সময়ে ছাদকৃষি করে কাটানো যেতে পারে অবসর সময়। ছবিটি পিরোজপুরের কাউখালী থেকে সম্প্রতি তোলা। ছবি: মুহাম্মদ আবু তালহা
ইট-পাথরের নগরে ছাদকৃষি জীবনে আনতে পারে এক বৈপ্লবিক পরিবর্তন। দৈনন্দিন চাহিদা মিটানোর পাশাপাশি পরিবেশকে রাখতে পারে সতেজ। করোনাকালীন সময়ে ছাদকৃষি করে কাটানো যেতে পারে অবসর সময়। ছবিটি পিরোজপুরের কাউখালী থেকে সম্প্রতি তোলা। ছবি: মুহাম্মদ আবু তালহা
১৭ / ২১
সোনালি আঁশ পাট। প্রতিবছর পাটের বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য পায় না কৃষক। এবারও পাটের বাম্পার ফলন হয়েছে। আগাম পাটচাষিরা এবার লাভের স্বপ্ন দেখছেন। পাট রোদে শুকিয়ে নিচ্ছেন কৃষক আবদুল খালেক। ঘোষাইল, নবাবগঞ্জ, ঢাকা, ১৫ জুলাই। ছবি: শামীম হোসেন সামন
সোনালি আঁশ পাট। প্রতিবছর পাটের বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য পায় না কৃষক। এবারও পাটের বাম্পার ফলন হয়েছে। আগাম পাটচাষিরা এবার লাভের স্বপ্ন দেখছেন। পাট রোদে শুকিয়ে নিচ্ছেন কৃষক আবদুল খালেক। ঘোষাইল, নবাবগঞ্জ, ঢাকা, ১৫ জুলাই। ছবি: শামীম হোসেন সামন
১৮ / ২১
সি অ্যাম্বুলেন্স না থাকায় একজন প্রসূতিকে এভাবে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য স্পিডবোটে তোলা হচ্ছে। গুপ্তছড়া-কুমিরা নৌপথের প্রতিদিনের চিত্র এটি। ছবিটি ১৩ জুলাই তোলা। ছবি: সাইফ রাব্বী
সি অ্যাম্বুলেন্স না থাকায় একজন প্রসূতিকে এভাবে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য স্পিডবোটে তোলা হচ্ছে। গুপ্তছড়া-কুমিরা নৌপথের প্রতিদিনের চিত্র এটি। ছবিটি ১৩ জুলাই তোলা। ছবি: সাইফ রাব্বী
১৯ / ২১
সূর্যাস্তের সৌন্দর্যে গভীর ভালো লাগার আবেশে আবিষ্ট হয় মন, অদ্ভুত প্রশান্তি ভর করে মনে। আবার এমন পরিবেশে ঘুড়ি ওড়ানো দারুণ একটি অনুভূতি বটে! শৈশবে অনেকেরই দুরন্তপনার সঙ্গী হলো ঘুড়ি। এখন ঘুড়ি ওড়ানো দেখলেই হারিয়ে যাই শৈশবের সেই স্মৃতি রোমন্থনে। আফতাবনগর, সাঁথিয়া, পাবনা, ১৪ জুলাই। ছবি: জাহিদুল ইসলাম
সূর্যাস্তের সৌন্দর্যে গভীর ভালো লাগার আবেশে আবিষ্ট হয় মন, অদ্ভুত প্রশান্তি ভর করে মনে। আবার এমন পরিবেশে ঘুড়ি ওড়ানো দারুণ একটি অনুভূতি বটে! শৈশবে অনেকেরই দুরন্তপনার সঙ্গী হলো ঘুড়ি। এখন ঘুড়ি ওড়ানো দেখলেই হারিয়ে যাই শৈশবের সেই স্মৃতি রোমন্থনে। আফতাবনগর, সাঁথিয়া, পাবনা, ১৪ জুলাই। ছবি: জাহিদুল ইসলাম
২০ / ২১
শরীরের সুরক্ষায় খেলাধুলায় নিজেদের ব্যস্ত এই শিশুরা। বোয়ালমারী সরকারি কলেজ রোড, বোয়ালমারী, ফরিদপুর, ১৫ জুলাই। ছবি: মো. আবুল হায়াত
শরীরের সুরক্ষায় খেলাধুলায় নিজেদের ব্যস্ত এই শিশুরা। বোয়ালমারী সরকারি কলেজ রোড, বোয়ালমারী, ফরিদপুর, ১৫ জুলাই। ছবি: মো. আবুল হায়াত
২১ / ২১
ওই দেখ রংধনু । গোদার বাজার, রাজবাড়ী সদর, ১৫ জুলাই। ছবি: মো. ইসতিয়াক হোসেন সোয়েব
ওই দেখ রংধনু । গোদার বাজার, রাজবাড়ী সদর, ১৫ জুলাই। ছবি: মো. ইসতিয়াক হোসেন সোয়েব