নাগরিক ছবি (১৭ জুলাই, ২০২০)

১ / ১৬
অধুনা গাঁও–গেরামেও যখন ইট–পাথর হানা দিচ্ছে, তখন সদর্পে দাঁড়িয়ে আছে মাটির তৈরি দোতলা বাড়িটি। চৌদ্দ পুরুষের কয়েক পুরুষের বাস ছিল এই পুরোনো বাড়িতে। মাটির বানানো বাড়িতে এখনো চিড় ধরেনি কোথাও! মাস্টার বাড়ি, কাপাসিয়া, গাজীপুর, ১৬ জুলাই। ছবি: সাব্বির আহমেদ
অধুনা গাঁও–গেরামেও যখন ইট–পাথর হানা দিচ্ছে, তখন সদর্পে দাঁড়িয়ে আছে মাটির তৈরি দোতলা বাড়িটি। চৌদ্দ পুরুষের কয়েক পুরুষের বাস ছিল এই পুরোনো বাড়িতে। মাটির বানানো বাড়িতে এখনো চিড় ধরেনি কোথাও! মাস্টার বাড়ি, কাপাসিয়া, গাজীপুর, ১৬ জুলাই। ছবি: সাব্বির আহমেদ
২ / ১৬
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহর থেকে ২ কিলোমিটার দূরে বলিদাপাড়া এলাকা। রাস্তার পাশে এলাকার ছোট ডুবাজুড়ে লাল শাপলা সুন্দরীর বসবাস। আর চারপাশে কাছে–দূরে শাপলার জলজ সৌন্দর্য, যা প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। তবে শাপলা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমাতে শুরু করে। সুতরাং ফুটন্ত শাপলা দেখতে চাইলে সকালে যেতে হবে। ১৬ জুলাই। ছবি: আসিফ আল আজাদ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহর থেকে ২ কিলোমিটার দূরে বলিদাপাড়া এলাকা। রাস্তার পাশে এলাকার ছোট ডুবাজুড়ে লাল শাপলা সুন্দরীর বসবাস। আর চারপাশে কাছে–দূরে শাপলার জলজ সৌন্দর্য, যা প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। তবে শাপলা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমাতে শুরু করে। সুতরাং ফুটন্ত শাপলা দেখতে চাইলে সকালে যেতে হবে। ১৬ জুলাই। ছবি: আসিফ আল আজাদ
৩ / ১৬
গ্রামবাংলার সব জায়গায় পাট পরিষ্কার করছেন বাংলার কৃষক। পাটের কাজে মেতে উঠেছেন কৃষক। পাটের ঘ্রাণ, সে যেন এক অন্য রকম ভালো লাগা তৈরি করছে গ্রামবাংলার মাঠে–ঘাটে। বাসাইল, টাঙ্গাইল, ১৬ জুলাই। ছবি: রুবেল শিকদার
গ্রামবাংলার সব জায়গায় পাট পরিষ্কার করছেন বাংলার কৃষক। পাটের কাজে মেতে উঠেছেন কৃষক। পাটের ঘ্রাণ, সে যেন এক অন্য রকম ভালো লাগা তৈরি করছে গ্রামবাংলার মাঠে–ঘাটে। বাসাইল, টাঙ্গাইল, ১৬ জুলাই। ছবি: রুবেল শিকদার
৪ / ১৬
সমান্তরাল পথচলাতে সুনির্দিষ্ট গন্তব্যের খোঁজে যখন মেঘও সঙ্গী হয়ে দাঁড়ায়। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৪ জুলাই। ছবি: এ এস এম সায়েম
সমান্তরাল পথচলাতে সুনির্দিষ্ট গন্তব্যের খোঁজে যখন মেঘও সঙ্গী হয়ে দাঁড়ায়। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৪ জুলাই। ছবি: এ এস এম সায়েম
৫ / ১৬
দুরন্তপনা শৈশব। শৈশব কতই–না বিচিত্র ও সুন্দর। প্রত্যেকের জীবনের শৈশবের স্মৃতিগুলো মনকে নাড়া দেয়। মন চায় আবার ফিরে যাই সেই শৈশবের দিনগুলোতে। গিলাবাড়ী, বাসাইল, টাঙ্গাইল, ১৬ জুলাই। ছবি: রুবেল শিকদার
দুরন্তপনা শৈশব। শৈশব কতই–না বিচিত্র ও সুন্দর। প্রত্যেকের জীবনের শৈশবের স্মৃতিগুলো মনকে নাড়া দেয়। মন চায় আবার ফিরে যাই সেই শৈশবের দিনগুলোতে। গিলাবাড়ী, বাসাইল, টাঙ্গাইল, ১৬ জুলাই। ছবি: রুবেল শিকদার
৬ / ১৬
সময় পেলে সবারই ইচ্ছা হয় কোথাও ঘুরে আসি। তা ছাড়া পছন্দের জায়গাগুলোতে ঘুরতে গেলে মনে প্রশান্তি আসে। এমনই একটি স্থান ঢাকার দোহারের মৈনটঘাট। পদ্মা নদীবেষ্টিত এই স্থান বাংলাদেশের সর্বত্র এখন ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিতি লাভ করেছে। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন। উপভোগ করতে পারেন প্রমত্তা পদ্মা নদীর ঢেউ। এ ছাড়া সূর্যাস্তের দৃশ্য দেখা মুহূর্তগুলোকে আরও রঙিন করে তোলে। সম্প্রতি তোলা ছবি। মৈনটঘাট, দোহার, ঢাকা। ছবি: শামীম হোসেন সামন
সময় পেলে সবারই ইচ্ছা হয় কোথাও ঘুরে আসি। তা ছাড়া পছন্দের জায়গাগুলোতে ঘুরতে গেলে মনে প্রশান্তি আসে। এমনই একটি স্থান ঢাকার দোহারের মৈনটঘাট। পদ্মা নদীবেষ্টিত এই স্থান বাংলাদেশের সর্বত্র এখন ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিতি লাভ করেছে। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন। উপভোগ করতে পারেন প্রমত্তা পদ্মা নদীর ঢেউ। এ ছাড়া সূর্যাস্তের দৃশ্য দেখা মুহূর্তগুলোকে আরও রঙিন করে তোলে। সম্প্রতি তোলা ছবি। মৈনটঘাট, দোহার, ঢাকা। ছবি: শামীম হোসেন সামন
৭ / ১৬
হাজারো স্বপ্ন ঘিরে থাকা এই ছোট্ট বাঁধটিতে কোনো এক সময় ঘুরতে গিয়েছিলাম। লকডাউনের সময়ে গ্রাম্য পরিবেশে বাচ্চাদের পানিতে ঝাঁপাঝাঁপি মনে করে দিচ্ছিল ছোটবেলার সেই দিনগুলোর কথা। যে দিনগুলো আজও মনের ভেতরে স্বর্ণে লেপন দিয়ে আঁকা আছে। বিশ্ববিদ্যালয় ছেড়ে নিজের শহরের এ সময় যেন মনে করিয়ে দিচ্ছে সেই দুরন্ত সময়গুলো। এ সময়গুলো ক্যামেরাবন্দী হয়ে থেকে যায় যেন আজীবন। ভুল্লীর বাঁধ,  ঠাকুরগাঁও। ছবি: মো. আমির হামজা আরিফ
হাজারো স্বপ্ন ঘিরে থাকা এই ছোট্ট বাঁধটিতে কোনো এক সময় ঘুরতে গিয়েছিলাম। লকডাউনের সময়ে গ্রাম্য পরিবেশে বাচ্চাদের পানিতে ঝাঁপাঝাঁপি মনে করে দিচ্ছিল ছোটবেলার সেই দিনগুলোর কথা। যে দিনগুলো আজও মনের ভেতরে স্বর্ণে লেপন দিয়ে আঁকা আছে। বিশ্ববিদ্যালয় ছেড়ে নিজের শহরের এ সময় যেন মনে করিয়ে দিচ্ছে সেই দুরন্ত সময়গুলো। এ সময়গুলো ক্যামেরাবন্দী হয়ে থেকে যায় যেন আজীবন। ভুল্লীর বাঁধ, ঠাকুরগাঁও। ছবি: মো. আমির হামজা আরিফ
৮ / ১৬
বর্ষায় খেত–খামার ও খাল–বিল মাছে টইটম্বুর হয়ে যায়। তেমনি একটি খেতে মাছ ধরায় নেমেছে শিশু–কিশোর আর তরুণেরা। আনন্দ আর উচ্ছ্বাস ছিল প্রাণভরা। বগুড়া সদরের  শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ী গ্রাম থেকে ছবিটি গত বুধবার (১৫ জুলাই) তোলা। ছবি: মো. ইবনুল তাশরীফ সাবিত
বর্ষায় খেত–খামার ও খাল–বিল মাছে টইটম্বুর হয়ে যায়। তেমনি একটি খেতে মাছ ধরায় নেমেছে শিশু–কিশোর আর তরুণেরা। আনন্দ আর উচ্ছ্বাস ছিল প্রাণভরা। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ী গ্রাম থেকে ছবিটি গত বুধবার (১৫ জুলাই) তোলা। ছবি: মো. ইবনুল তাশরীফ সাবিত
৯ / ১৬
করোনার সময় ভ্যানে করে শহরের বিভিন্ন গলিতে বিক্রি হচ্ছে কাঁকড়া। সম্প্রতি মোহাম্মদপুর থেকে তোলা। ছবি: কে এম জানিসুর রহমান
করোনার সময় ভ্যানে করে শহরের বিভিন্ন গলিতে বিক্রি হচ্ছে কাঁকড়া। সম্প্রতি মোহাম্মদপুর থেকে তোলা। ছবি: কে এম জানিসুর রহমান
১০ / ১৬
কচুরিপানার মুকুটধারিণী সবুজ এক খাল। যত দূর চোখ যায় কেবল সবুজেরই দেখা মেলে। হকপুর মার্কেট, শরীয়তপুর, ১৬ জুলাই। ছবি: আফজাল তাহফি রোহান
কচুরিপানার মুকুটধারিণী সবুজ এক খাল। যত দূর চোখ যায় কেবল সবুজেরই দেখা মেলে। হকপুর মার্কেট, শরীয়তপুর, ১৬ জুলাই। ছবি: আফজাল তাহফি রোহান
১১ / ১৬
কুয়াকাটায় চিকচিকে সাদা বালুর ওপর আট পা দিয়ে কাঁকড়ার দৌড় উপভোগ করেন দর্শনার্থীরা। লাল কাঁকড়া রোদে বের হয়, শব্দ পেলে ছুটে পালায় নিরাপদে, ঢুকে পড়ে সৈকতের বালুতে নিজেদের তৈরি করা ঘরে (গর্তে)। আর সৈকতে গর্ত করে থাকা এদের পছন্দ। ছবিটি গত বছর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তোলা। মো. হানিফ শেখ
কুয়াকাটায় চিকচিকে সাদা বালুর ওপর আট পা দিয়ে কাঁকড়ার দৌড় উপভোগ করেন দর্শনার্থীরা। লাল কাঁকড়া রোদে বের হয়, শব্দ পেলে ছুটে পালায় নিরাপদে, ঢুকে পড়ে সৈকতের বালুতে নিজেদের তৈরি করা ঘরে (গর্তে)। আর সৈকতে গর্ত করে থাকা এদের পছন্দ। ছবিটি গত বছর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তোলা। মো. হানিফ শেখ
১২ / ১৬
রাতের ঢাকায় জোছনা দেখার সৌভাগ্য রাজধানীবাসীর বেশির ভাগেরই হয়ে উঠে না। এই শহরে আয়ের ৩০–৪০ শতাংশ বাড়িভাড়ায় যায়। তবু সে বাড়ির ছাদে ওঠা মানা। দুনিয়ায় যা কিছু সুন্দর তার সিংহভাগই পয়সাওয়ালা আর ক্ষমতাবানদের কবজায়। প্রলেতারিয়াতরা যুগভরই বঞ্চিত। সৌন্দর্য সম্ভোগের অংশীদারত্ব সার্বজনীন হোক। ছবি: আফজাল তাহফি রোহান
রাতের ঢাকায় জোছনা দেখার সৌভাগ্য রাজধানীবাসীর বেশির ভাগেরই হয়ে উঠে না। এই শহরে আয়ের ৩০–৪০ শতাংশ বাড়িভাড়ায় যায়। তবু সে বাড়ির ছাদে ওঠা মানা। দুনিয়ায় যা কিছু সুন্দর তার সিংহভাগই পয়সাওয়ালা আর ক্ষমতাবানদের কবজায়। প্রলেতারিয়াতরা যুগভরই বঞ্চিত। সৌন্দর্য সম্ভোগের অংশীদারত্ব সার্বজনীন হোক। ছবি: আফজাল তাহফি রোহান
১৩ / ১৬
প্রকৃতি আসলেই অনেক সুন্দর। মাটির ওপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েকটি সুপারিগাছ। আর ওপরের আকাশে অল্প অল্প করে জমে উঠছে মেঘ। যেকোনো সময় নামতে পারে অঝোর বৃষ্টি। প্রচণ্ড গরমের মধ্যে এই এক পশলা বৃষ্টিই মানুষের মনে এনে দিতে পারে একটুখানি স্বস্তি। হাজীপাড়া, ঠাকুরগাঁও, ১৫ জুলাই। ছবি: মো. সোহেল রানা
প্রকৃতি আসলেই অনেক সুন্দর। মাটির ওপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েকটি সুপারিগাছ। আর ওপরের আকাশে অল্প অল্প করে জমে উঠছে মেঘ। যেকোনো সময় নামতে পারে অঝোর বৃষ্টি। প্রচণ্ড গরমের মধ্যে এই এক পশলা বৃষ্টিই মানুষের মনে এনে দিতে পারে একটুখানি স্বস্তি। হাজীপাড়া, ঠাকুরগাঁও, ১৫ জুলাই। ছবি: মো. সোহেল রানা
১৪ / ১৬
একসঙ্গে মাছ ধরার ঐতিহ্য বেশ পুরোনো৷ বর্ষাকাল এলেই যেন মাছ ধরার ধুম পড়ে যায় গ্রামে গ্রামে। রয়েছে হরেক রকমের পদ্ধতিও। সাধারণত বড়শি, জাল, পলো, ওঁচা বা দোয়ারি এসব পদ্ধতিতে মাছ ধরে থাকে। যেখানেই একটু পানির স্রোত থাকে সেখানেই জেলে/ সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ে মাছ ধরার হিড়িক পড়ে যায়। কৃষ্ণের চর, দুর্গাপুর, নেত্রকোনা, ১৩ জুলাই। ছবি: মাহফুজ আলম
একসঙ্গে মাছ ধরার ঐতিহ্য বেশ পুরোনো৷ বর্ষাকাল এলেই যেন মাছ ধরার ধুম পড়ে যায় গ্রামে গ্রামে। রয়েছে হরেক রকমের পদ্ধতিও। সাধারণত বড়শি, জাল, পলো, ওঁচা বা দোয়ারি এসব পদ্ধতিতে মাছ ধরে থাকে। যেখানেই একটু পানির স্রোত থাকে সেখানেই জেলে/ সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ে মাছ ধরার হিড়িক পড়ে যায়। কৃষ্ণের চর, দুর্গাপুর, নেত্রকোনা, ১৩ জুলাই। ছবি: মাহফুজ আলম
১৫ / ১৬
বিশ্বাসহীনতার এই যুগে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি আমরা। যে যেমন পারেপ্রতারণার খেলা খেলে যাচ্ছে। অথচ কুকুরটি সামান্য খাদ্যের বিনিময়ে কত প্রতিদানই না ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। আশপাশে কোনো অপরিচিত শব্দ হলেই ছুটে যায়, ঘেউ ঘেউ করে মালিককে সতর্ক করে দেয়। খামারহাটি, পূর্বধলা, নেত্রকোনা, ১৫ জুলাই। ছবি: পারভেজ আহমেদ ইমন
বিশ্বাসহীনতার এই যুগে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি আমরা। যে যেমন পারেপ্রতারণার খেলা খেলে যাচ্ছে। অথচ কুকুরটি সামান্য খাদ্যের বিনিময়ে কত প্রতিদানই না ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। আশপাশে কোনো অপরিচিত শব্দ হলেই ছুটে যায়, ঘেউ ঘেউ করে মালিককে সতর্ক করে দেয়। খামারহাটি, পূর্বধলা, নেত্রকোনা, ১৫ জুলাই। ছবি: পারভেজ আহমেদ ইমন
১৬ / ১৬
মামা আর ভাগনে জাল টেনে নিয়ে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে নানা একটা পাতিল নিয়ে হেঁটে যাচ্ছেন। বয়সকালে তিনিও হয়তো মাছ ধরেছেন। তাই তো বারবার পরামর্শ দিয়ে যাচ্ছেন। আর মাছ ধরা শেষে বাড়িতে গরম ভাতের সঙ্গে মাছের তরকারি খাওয়ার স্বাদ তো মনে হয় জিবে সব সময় লেগেই থাকে। দিন শেষে আমরা মাছে–ভাতে বাঙালি তো। খলাপাড়া, পূর্বধলা, নেত্রকোনা, ১৬ জুলাই। ছবি: মিজানুর রহমান শিহান
মামা আর ভাগনে জাল টেনে নিয়ে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে নানা একটা পাতিল নিয়ে হেঁটে যাচ্ছেন। বয়সকালে তিনিও হয়তো মাছ ধরেছেন। তাই তো বারবার পরামর্শ দিয়ে যাচ্ছেন। আর মাছ ধরা শেষে বাড়িতে গরম ভাতের সঙ্গে মাছের তরকারি খাওয়ার স্বাদ তো মনে হয় জিবে সব সময় লেগেই থাকে। দিন শেষে আমরা মাছে–ভাতে বাঙালি তো। খলাপাড়া, পূর্বধলা, নেত্রকোনা, ১৬ জুলাই। ছবি: মিজানুর রহমান শিহান