হন্ডুরাসে ভূমিকম্প, সুনামি সতর্কতা

হন্ডুরাসে ভূমিকম্পে ভেঙে গেছে রাস্তা। ছবি: রয়টার্স।
হন্ডুরাসে ভূমিকম্পে ভেঙে গেছে রাস্তা। ছবি: রয়টার্স।

মধ্য আমেরিকার দ্বীপদেশ হন্ডুরাসের মালিকানাধীন দূরবর্তী ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল মঙ্গলবার এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোতে সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

ভূমিকম্পটি উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে খুব বেশি গভীরে নয়। মাত্র ১০ কিলোমিটার। তাই এর প্রভাব বেশি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথমে এটি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প বলে মনে করা হয়। হন্ডুরাসের বারা পাতুকা শহর থেকে ২০২ কিলোমিটার উত্তরে ও কেম্যান আইল্যান্ডের জর্জ টাউন থেকে ৩০৭ কিলোমিটার দক্ষিণে এটি আঘাত হানে।