বাবার উৎপল, মেয়ের জনি ডেপ

>মুক্তধারা নিউইয়র্কের কর্ণধার বিশ্বজিৎ সাহাকে সবাই জানে আন্তর্জাতিক বইমেলা ও বাংলা উৎসবের আয়োজক হিসেবে। এই শহরে ২৭ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কাজটা করে চলেছেন তিনি। আগামী ২২ জুন থেকে শুরু হচ্ছে বইমেলার ২৭তম আসর। কিন্তু তিনি যে একজন অসাধারণ বাবা, সেই খবর কাছের মানুষ ছাড়া কেউ সেভাবে জানে না। আগামী ১৭ জুন বিশ্ব বাবা দিবস। তার আগে এবারের দুই প্রজন্ম বিভাগে শুনব বাবা বিশ্বজিৎ সাহা ও মেয়ে বহতা সাহার কথা। পারসন্স নিউ স্কুলের আর্কিটেকচারের ছাত্রী বহতা ছোটবেলায় অভিনয় করেছেন হুমায়ুন আহমেদের ‘চন্দ্রকথা’ চলচ্চিত্রে যইতরীর ভূমিকায়। আমেরিকার মূলধারার জাদুঘরে তাঁর নিজের আঁকা ছবির প্রদর্শনীও হয়েছে বহুবার। বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা লিখেছেন মনিজা রহমান—


১. যাদের অভিনয় দেখতে ভালো লাগে…

বিশ্বজিৎ সাহা: উৎপল দত্ত, কবরী।
বহতা সাহা: জনি ডেপ, আ্যানা হ্যাথওয়ে।
বিশ্বজিৎ সাহা: পাঞ্জাবি
বহতা সাহা: জিনস ও টিশার্ট।
৩. কখন বিরক্ত লাগে…
বিশ্বজিৎ সাহা: যখন কেউ পরনিন্দা ও পরচর্চা করে।
বহতা সাহা: কথা দিয়ে যদি কেউ সময় মতো না আসে।
৪. পরস্পরের চরিত্রের পছন্দ ও অপছন্দের দিক…
বিশ্বজিৎ সাহা: বহতার শৈল্পিক বোধ ভালো লাগে। ভালো লাগে না ওর অগোছালো স্বভাব।
বহতা সাহা: আমার বাবা সৎ ও সরাসরি কথা বলেন। আর যে কাজটা হাতে নেন, সেটা শেষ হওয়ার পরেই নতুন আরেকটা কাজ শুরু করেন। আধাআধি কোনো কাজ করেন না। আর অপছন্দের দিক হলো, অতিরিক্ত কাজ করার জন্য বাবা মাঝে মাঝে নিজের যত্ন নিতে ভুলে যান।
৫. প্রিয় খাবার…
বিশ্বজিৎ সাহা: সরিষা ইলিশ।
বহতা সাহা: বেগুন ভাজি, আলু ভর্তা, ডাল-চাটনি আর আইসক্রিম।
৬. যার গান ভালো লাগে…
বিশ্বজিৎ সাহা: লাইসা আহমেদ লিসা, শুভমিতা।
বহতা সাহা: রক ব্যান্ড কিডস
৭. যেখানে যেতে চাই বার বার—
বিশ্বজিৎ সাহা: দার্জিলিং থেকে সিকিম যাওয়ার পথটি, তিস্তা নদীর তীর ঘেঁষে যেটা চলে গেছে। আর স্যান হোসে থেকে স্যান ফ্রান্সিসকো যাওয়ার পথ, বিশেষ করে গোল্ডেন বিচ এলাকা, যেখানে পাহাড়-সমুদ্র-আকাশ মিলেমিশে একাকার।
বহতা সাহা: লস অ্যাঞ্জেলেস।
৮. পছন্দের বাহন—
বিশ্বজিৎ সাহা: দূরপাল্লার ট্রেন।
বহতা সাহা: প্লেন।
৯. প্রিয় লেখক—
বিশ্বজিৎ সাহা: তপন রায় চৌধুরী, নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, রবীন্দ্রনাথ।
বহতা সাহা: এডগার এলান পো।
১০. অবসরে কি করেন—
বিশ্বজিৎ সাহা: বই পড়ি
বহতা সাহা: ঘুমাই
১১. টেলিভিশনে যে অনুষ্ঠান দেখতে ভালো লাগে-
বিশ্বজিৎ সাহা: বাংলাদেশের নাটক।
বহতা সাহা: ডকুমেন্টারি।
১২. প্রিয় রং—
বিশ্বজিৎ সাহা: নীল।
বহতা সাহা: সবুজ।