কানাডার টরন্টোয় বন্দুকধারীর হামলায় শিশুসহ অনেকে গুলিবিদ্ধ

হামলার পর লোকজনকে নিরাপদে সরিয়ে দিচ্ছে পুলিশ। ছবি: রয়টার্স
হামলার পর লোকজনকে নিরাপদে সরিয়ে দিচ্ছে পুলিশ। ছবি: রয়টার্স

কানাডার টরন্টো শহরে এক বন্দুকধারীর গুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। কানাডার পুলিশ বলছে, এ ঘটনায় নয়জন গুলিবিদ্ধ হয়েছেন। বন্দুকধারী নিহত।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বিশাল এলাকাজুড়ে হতাহত ব্যক্তিরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন।

স্থানীয় সাংবাদিক জেরেমি কোহান টুইটে বলেন, টরন্টোর গ্রিকটাউনের লোগান অ্যাভিনিউয়ের কাছে ডেনফোর্থ অ্যাভিনিউয়ের একটি রেস্তোরাঁয় বাইরে গোলাগুলি শুরু হয়। কয়েকটি ব্লকজুড়ে হতাহত ব্যক্তিরা ছড়িয়ে পড়েন।

স্থানীয় সময় রাত ১০টার দিকে জনপ্রিয় রেস্তোরাঁ এলাকায় এক ডজনের বেশি গুলির আওয়াজ শোনেন প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা। পুলিশ বলছে, সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন।

চিকিৎসকেরা স্থানীয় গণমাধ্যমকে বিশাল এলাকাজুড়ে গোলাগুলি চলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা বলেছেন, ওই স্থান থেকে ১০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুধু বন্দুকধারী ছাড়া আর কারও মৃত্যুর সংবাদ নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, আহত ব্যক্তিদের মধ্যে শিশু রয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, কালো পোশাক পরা এক ব্যক্তি ১৫ থেকে ২০ মিনিট ধরে গুলি ছোড়ে। ওই এলাকা থেকে একটি বাসে করে অনেক প্রত্যক্ষদর্শী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য কাছের পুলিশ স্টেশনে নেওয়া হয়। তথ্যসূত্র: গার্ডিয়ান, সিএনএন।