টরন্টোতে 'দ্য বিটস অব বাংলাদেশ'

কানাডায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের জন্য ‘দ্য বিটস অব বাংলাদেশ’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজন করছে কানাডাভিত্তিক সাংস্কৃতিক সংগঠন টরন্টো ঢাকা কালচারাল নেটওয়ার্ক (টিডিসিএন)।

২৫ আগস্ট শনিবার সন্ধ্যা সাতটায় টরন্টো প্যাভিলিয়ন মিলনায়তন ১৯০, রেলসাইড রোড, নর্থ ইয়র্কে ‘দ্য বিটস অব বাংলাদেশ’ অনুষ্ঠিত হবে।
এতে সংগীত পরিবেশন করবেন বাপ্পা মজুমদার। নাটক, কবিতা ও আবৃত্তিসহ নানা পরিবেশনায় অংশ নেবেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, চিত্রলেখা গুহ, উত্তম গুহ এবং বদরুল আনাম সৌদ। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন অজন্তা চৌধুরী ও সাবিনা বারী লাকি।

আয়োজকদের পক্ষ থেকে সাবিতা সোমানী বলেন, অনুষ্ঠানের প্রবেশ মূল্য রাখা হয়েছে ২০ ডলার (সাধারণ) ও ৫০ ডলার (ভিআইপি)। অগ্রিম টিকিট কারুকাজ (৬৪৭) ৮১৮-৮৫৭৭ ‬), ইমপ্রেশন বুটিক (৬৪৭) ৯৬৩-৫৭০৭ ‬), শী ফ্যাশন (৪১৬ ৫৪৬ ৩১৩০) ড্যানফোর্থ, টরন্টোতে পাওয়া যাচ্ছে।
আগ্রহীরা অনলাইনেও (https://secure1.gettickets.ca/SwarnaliSondza) এই টিকিট কিনতে পারবেন।