মা-মেয়ে দুজনেরই প্রিয় শাড়ি

মায়ের সঙ্গে ঊর্মিলা। ছবি: অধুনা
মায়ের সঙ্গে ঊর্মিলা। ছবি: অধুনা

ঊর্মিলা শ্রাবন্তী কর, মডেল ও অভিনয় শিল্পী। মা তৃপ্তি কর। গান করেন। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের পোশাক ভালো লাগে?
ঊর্মিলা: শাড়ি। বিশেষ করে টাঙ্গাইলের তাঁতের শাড়ি।
মা: পাড়ওয়ালা শাড়ি ও সালোয়ার-কামিজ।
২. কোন ধরনের খাবার পছন্দ?
ঊর্মিলা: পিৎজা ও মায়ের হাতের রান্না করা খাবার।
মা: ভাত-মাছ। মাঝেমধ্যে ভুনা খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা খেতে ভালো লাগে।
৩. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
ঊর্মিলা: আগুনের পরশমণি ও ভারতের লাভ।
মা: হারানো সুর, অরুণোদয়ের অগ্নিসাক্ষী ও নাচের পুতুল।
৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?

ঊর্মিলা: চট্টগ্রাম ও সিঙ্গাপুর।
মা: কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান।
৫. যাঁর গান ভালো লাগে
ঊর্মিলা: আমার মা তৃপ্তি কর, লতা মঙ্গেশকর, মিতালী মুখার্জি, প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও চিত্রা সিং।
মা: আরতী মুখার্জি, শ্যামল দত্ত, মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়।
৬. পছন্দের অভিনয়শিল্পী
ঊর্মিলা: আসাদুজ্জামান নূর, শহীদুজ্জামান সেলিম, মৌ ও তারিন।
মা: উত্তমকুমার ও সুচিত্র সেন।
৭. প্রিয় লেখক
ঊর্মিলা: রবীন্দ্রনাথ ঠাকুর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার ও শাহরিয়ার কবির।
মা: রবীন্দ্রনাথ ঠাকুর, সমরেশ মজুমদার ও জহির রায়হান।
৮. প্রিয় রং
ঊর্মিলা: সাদা ও লাল।
মা: নীল।
সাক্ষাৎকার: শফিক আল মামুন