নাফটা সংস্কারে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এএফপি ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এএফপি ফাইল ছবি

শেষ মুহূর্তে উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) সংস্কারের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

চুক্তিতে মেক্সিকোও আছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা অ্যাগ্রিমেন্ট (ইউএসএমসিএ) নামের চুক্তিটি নাফটার স্থলাভিষিক্ত হবে।

চুক্তির ফলে কানাডার দুগ্ধজাত পণ্যের বাজারে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার বাড়বে। যুক্তরাষ্ট্রে কানাডার গাড়ি রপ্তানিতে সীমা বসবে।

নতুন চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা যৌথ বিবৃতি দিয়েছে। তবে এই বিবৃতিতে চুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য নেই।

নাফটা সংশোধনে কানাডাকে সময় বেঁধে দিয়েছিল যুক্তরাষ্ট্র। শেষমেশ তারা একটি চুক্তিতে পৌঁছাল।

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি নাফটা। ১৯৯৪ সালের ত্রিপক্ষীয় বাণিজ্য চুক্তিটির মধ্য দিয়ে বছরে এক ট্রিলিয়ন ডলারের বেশি বাণিজ্য সম্পাদিত হয় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে। রপ্তানিকৃত পণ্যের প্রায় ৭৫ শতাংশ যুক্তরাষ্ট্রে পাঠায় কানাডা, যা অন্যায্য বাণিজ্য বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নতুন নাফটা চুক্তিতে কানাডাকে রাখার কোনো প্রয়োজন নেই মর্মে সম্প্রতি টুইট করেন ট্রাম্প। পরে অবশ্য নাফটা থেকে কানাডাকে বাদ দেওয়ার হুমকি থেকে সরে আসেন তিনি। দেশটিকে সংশোধিত চুক্তিতে যুক্ত হওয়ার জন্য ৯০ দিন সময় দেয় ট্রাম্প প্রশাসন। আর নতুন চুক্তিতে আগেই সম্মত হয় যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।