যুক্তরাষ্ট্রে মাইকেলের প্রচণ্ড আঘাত, নিহত ১৪

ঘূর্ণিঝড় মাইকেল। ছবি: এএফপি
ঘূর্ণিঝড় মাইকেল। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে আঘাত হেনেছে ক্যাটাগরি-৪ মাত্রার ঘূর্ণিঝড় ‘মাইকেল’। এখন পর্যন্ত ফ্লোরিডায় একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ ছাড়া মধ্য আমেরিকায় আঘাত হানার পর সেখানে ১৩ জনের মৃত্যু হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঘরবাড়ি ভেসে গেছে এবং বহু গাছপালা উপড়ে গেছে। ফ্লোরিডা কর্তৃপক্ষ জানিয়েছে, গাছ পড়েই ওই ব্যক্তি নিহত হন।

ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ফ্লোরিডার প্যানহ্যান্ডেল অঞ্চলে আঘাত হানে। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলের দিকে মাইকেলের আঘাতে ওই অঞ্চলের সব লন্ডভন্ড হয়ে যায়। ঘূর্ণিঝড়টি আরও জোরালো হচ্ছে। মধ্য আমেরিকা ও ফ্লোরিডায় আঘাত হানার পর এটি জর্জিয়া ও অ্যালবামার দিকে গেছে। ফ্লোরিডা, অ্যালবামা, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের আঘাতে তছনছ ফ্লোরিডা। ছবি: এএফপি
ঘূর্ণিঝড়ের আঘাতে তছনছ ফ্লোরিডা। ছবি: এএফপি

মধ্য আমেরিকায় আঘাত হানার পর সেখানে ১৩ জন মারা গেছে। হন্ডুরাসে ৬, নিকারাগুয়ায় ৪ ও এল সালভাদরে ৩ জনের মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার পর্যন্ত ক্যাটাগরি–২ মাত্রার ঘূর্ণিঝড় ছিল মাইকেল। পরে এটি শক্তিশালী হয়ে প্রায় ক্যাটাগরি–৫ মাত্রা ছুঁই ছুঁই করছিল। ফ্লোরিডার গভর্নর রিক স্কট সতর্ক করেছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে অকল্পনীয় ক্ষয়ক্ষতি হতে পারে। তিনি জানান, গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড় এটি।

ফ্লোরিডার প্রায় ৩ লাখ ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। তবে অনেকেই সতর্কতা মানেনি। প্রায় আড়াই লাখ বাড়িঘরে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।