ট্রাম্পের অনুমান সৌদি সাংবাদিক খাসোগি বেঁচে নেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে বলেছেন, তাঁর অনুমান সৌদি সাংবাদিক জামাল খাসোগি বেঁচে নেই।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে ট্রাম্প তাঁর এই অনুমানের কথা জানান।

খাসোগি নিখোঁজ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সৌদি আরব ও তুরস্ক সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে ট্রাম্পকে এ সংক্রান্ত সবশেষ তথ্য অবহিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আপডেট পাওয়ার পর খাসোগির পরিণতি নিয়ে সবশেষ মন্তব্য করলেন ট্রাম্প।

তবে খাসোগির ক্ষেত্রে ঠিক কী ঘটেছে, তার আদ্যোপান্ত জানতে এখনো আগ্রহী ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, খাসোগির মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে কঠিন জবাব পেতে পারে সৌদি আরব।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর খাসোগি নিখোঁজ হন।

তুর্কি কর্মকর্তারা বলছেন, কনস্যুলেটের ভেতরেই খাসোগিকে হত্যা করা হয়েছে। তাঁর লাশ কেটে টুকরো টুকরো করে তা সরিয়ে ফেলা হয়েছে।

তবে খাসোগিকে হত্যার অভিযোগ অস্বীকার করে আসছে সৌদি আরব।

খাসোগি নিখোঁজ হওয়ার পর প্রথমবারের মতো ট্রাম্প স্বীকার করলেন, তিনি (খাসোগি) সম্ভবত খুন হয়েছেন। ট্রাম্প বলেন, ‘খাসোগির ব্যাপারে আমার কাছে এমনটাই মনে হয়েছে। এটা খুবই দুঃখজনক।’

বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, খাসোগি বেঁচে নেই।

গোয়েন্দা প্রতিবেদনের ব্যাপারে নিজের আস্থা থাকার কথা জানিয়েছেন ট্রাম্প। ওই প্রতিবেদনে খাসোগি হত্যায় সৌদি আরবের উচ্চপর্যায়ের ভূমিকা থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে এ ব্যাপারে এখনই উপসংহার টানতে চান না ট্রাম্প।